You come to love not finding the perfect person..... Perfect মানে তো পরিপূর্ণ বড্ড গোছানো একটা মানুষ ☺️ তাকে আবার নতুন করে কি পরিপূর্ণ করা যায়✨বরং দুজনেই হোক বড্ড অগোছালো সারাজীবন ধরে একটু একটু করে সাজাতে সাজাতে গোছাতে গোছাতে জীবনটা কাটিয়ে দেবো দুজন মিলে একসাথে পরিপূর্ণ হবো 🌼🤍
-
আমি আবার ফিরবো......
ঠিক, সেই সময় যখন তোমার অপেক্ষাগুলো এক্কেবারে শেষ হবে, যখন এই স্ট্যাটাস এর কথোপকথন শেষ হবে, যখন আমি পাশ থেকে গেলে আড়চোখে দেখে আবার কিছুটা সময় নিয়ে আর ভাববে না আমি দেখেছি কি না ,যখন এই লুকিয়ে রাখা কষ্টগুলো অভিনয় করে চেপে রাখা অভিমান গুলো ফুরোবে আর অনেকখানি ধুলো জমবে "ভালোবাসায়" যখন ভুলেও কোনো ভুলভাল রাত জাগানো চিন্তা গুলো তোমায় বিরক্ত করবে না
ঠিক তখন ফিরবো আমি।।
হ্যাঁ বাবা হ্যাঁ জানি জানি আমি জানি কোনো অপেক্ষা নেই , না থাকাটাই বড্ড স্বাভাবিক বড্ড, বড্ড বেশি ঠিক ততটাই যতটা তোমায় আর তোমার ভালোবাসাকে ভোলা অস্বাভাবিক ।।
আমি মিথ্যা বলিনি আর বললেও বা কি তুমি নাকি আমার চোখে দেখে নিতে সবটা তাহলে নিজেকে নিজে একবার প্রশ্ন করে দেখো
আচ্ছা ছাড়ো , ছাড়ো ওসব আবোলতাবোল এবার আসি আসল কথায়
হ্যাঁ আমি তো একবারের জন্য হলেও ফিরবো হ্যাঁ তাড়িয়ে দিতেই পারো তুমি তো হ্যাঁ তুমিই তো তোমার জন্য সব ছার
তাও যদি একটু সময় দাও একবার হাতটা ধরতে দাও ওই গোলগোল চোখ গুলোর দিকে হাঁ করে দেখবো আর সব সব বলবো তোমায় না তবে ভালোবাসি বলবো না বলে কি আর হলো বলো তোমায় দুর দিয়েই দেখবো হাঁ করে
শুধু একটা দিন কাছ দিয়ে দেখতে দিও পারলে একটু সময় দিও পারলে একটু অবাক হয়ে আমার চোখের স্পর্শ নিও ।
আর কি বা চাইবো বলো:)-
আমার খুশির কারণ গুলো
তোমায় করেনা সুখী....
তাই হয়তো তোমার ঘরে
দেইনি আমি উকি😌✨-
একটা স্মৃতি একটু ভিজুক
আমার ঘরে বৃষ্টি নামুক
মুছে যাক দুঃখ গুলো
স্মৃতি নিয়ে থাকবো ভালো।।-
Love is care
Love is respect
Love is responsibility
Love is beautiful
Love is "SACRIFICE"-
প্রিয়,
আমি এক আকাশ কষ্ট চেপে
তোমায় এক সমুদ্র ভালোবাসায় ভাসাতে পারি।।-
কি হবে এইসব করে,
2020টা 2021 হবে আর তো কিছুই বদলাবে না.....
তাই না🙂-
তুমি কঙ্কালে ফুল ফোটাও
তাই,আমি স্বপ্ন বুনি রোজ
তুমি এক আকাশ মেঘ বলে
আমি বৃষ্টির করি খোঁজ।।-