Shriom Pal   (Shriom✍️)
38 Followers · 5 Following

Joined 20 February 2021


Joined 20 February 2021
10 JUN 2021 AT 23:08

কাছে এসে,
আমায় ভালোবেসে;
আগলে রেখ সারাটা জীবন।।

-


9 JUN 2021 AT 22:32

You are only the way to see the outside in this lockdown and pandemic situation. You are not only a window, you are the eyes of a house. When you are shut down that means the house is sleeping.

-


29 MAY 2021 AT 21:13

অন্ধকারে হাঁতরিয়ো না
পাবে না কিছুই দেখতে
করণ তুমি নিঃস্ব।

নিজের ভুলেই হয়েছ তুমি নিঃস্ব
তোমার পাশে এখন থাকবে না এ বিশ্ব;

নিজের ভুল শুধরে নিয়ে
সামনে যাও এগিয়ে,
তোমার আলোয় আলোকিত হোক এ বিশ্ব
তখন কেউ আর বলবেনা -
তুমি নিঃস্ব।।

-


28 MAY 2021 AT 9:49

সারাজীবন থেকে যাবি মনের অন্তরালে,
জানি পাব না তোকে হাত বাড়ালে;
সময় যেন থমকে আছে
নিশ্বাস নিতে ভুলে গেছে।
তবুও করব আমি অপেক্ষা
হয়তো শেষে পাব তোর উপেক্ষা;
তাও থাকুক বেঁচে এ বিশ্বাস
এভাবেই পড়বে আমার শেষ নিশ্বাস।।

-


18 MAY 2021 AT 0:27

হ্যাঁ আমি মৃত্যু চাই
সব কিছু থেকে মুক্তি চাই, একটু শান্তি চাই।🙂
কেউ তো মনেও করে না আমায় আর
আমায় ডাকেও না একটা বার
আসলে খুব সহজেই তো সবার ডাকে সারা দিই।
কিন্তু আর না, শত বার ডাকাডাকি করলেও পাবে না আর সারা কেউ কারণ তখন আমি থাকব না।
এই জন্যেই আমি মৃত্যু চাই।।🙂🥀

-


17 MAY 2021 AT 9:48

চারিদিকে মৃত মানুষের ছাই,
এই শোকের শেষ যে কবে হবে
সুস্থ সমাজ আবার গড়ে উঠবে;
কেটে যাক এই অতিমারি
এ মোদের প্রার্থনা,
সুস্থ হয়ে উঠুক মানুষ সারি সারি
কোনো চেষ্টাই ব্যর্থ না।।

-


16 MAY 2021 AT 21:08

চাঁদের ওই স্নিগ্ধ হাসিকে মাতিয়ে রাখে,
তারায় তারায় আকাশ যেন
মেঘের সাথে বাজায় বেণু;
আজকের এই স্নিগ্ধ হাওয়ায়
অতীতটাকে ফিরে পাওয়ায়,
স্মৃতির পাতায় উল্টাতে গিয়ে
পাচ্ছি না তো কোনো শেষ,
তাকে আমি ভুলতে চেয়েও
হৃদয় জুড়ে আজও শুধু তারই প্রবেশ।।

-


16 MAY 2021 AT 8:42

ভরে উঠুক এ জীবন,
আশায় আশায় বুক বেধে;
বিপদের কোলে মাথা রেখে,
ছিনিয়ে নিও জয়ের হাসি
আমি তোমার পাশে আছি।।

-


15 MAY 2021 AT 19:14

চেয়ে দেখ চারিধার,
নেমে এসেছে ঘন আঁধার,
জলে ভাসছে মৃত দেহ, ডুবছে শোক,
চারিদিকে মানুষের হাহাকার;
দুর্দশা এড়াতে মানুষ আশায় আশায় বাঁধছে বুক
কবে পাবে এক রত্তি সুখ।।

-


15 MAY 2021 AT 0:36

Love is a feelings which is the most powerful feelings in this world.

-


Fetching Shriom Pal Quotes