Shrijita Som   (ShrijitaHere (শ্রীজিতা))
46 Followers · 20 Following

read more
Joined 24 August 2018


read more
Joined 24 August 2018
17 FEB 2023 AT 23:00

হঠাত যেতে যেতে।
চেনা গলা, নাকি চেনা সুর?
নাকি স্রেফ হাজারো অচেনার মাঝে
কোনো চেনা উষ্ণতার ছোঁয়া-
কী যে ছিল লাইনদুটোয়
বুঝলাম না।
শুধু পা বাড়ালাম ফের,
ফুরফুরে মনে, এক মুগ্ধতার আবেশে।

-


17 FEB 2023 AT 22:54

That comes suddenly,
That stays till it finds an answer-
Eagerly waiting for it
Moment after moment,
With the joy of new discovery
And the satisfaction of learning.

-


10 DEC 2020 AT 20:33

ফলাফল আর যাই হোক,
তোমার মনের অসংখ্য আশঙ্কার থেকে
ভালোই হবে নিশ্চই।

অমূলকে মূল খুঁজে বেড়ানো
"যদি"গুলোকে সরিয়ে দাও একবার।
বলেই দেখোনা একবার।
হয়ত আরো কেউ কোথাও
অপেক্ষা করে আছে তারই জন্য।

-


10 DEC 2020 AT 20:29

আড়ালের গুঞ্জনগুলোয়
শুধুই পরনিন্দা কিলবিল করে না।
ভালো কথাও কিছু হয়, তোমার নামে।

জানোনা, জানলেও হয়ত
বিশ্বাস করবে না।
কিন্তু যে বিশ্বাসটা নিজের উপর
তুমি হারিয়ে ফেলেছ-
অন্য কেউ, বা কারা
এখনো টিকিয়ে রেখেছে তাদের মনে,
তোমার সাফল্যের দৃষ্টান্ত দিয়ে
নিজেদের উদবুদ্ধ করে তোলার জন্য..।

-


27 SEP 2020 AT 9:22

বর্ষায় আজ স্বস্তির কলতান।
বৃষ্টিতে যদি সব কষ্ট পড়ে ঝরে,
রামধনু ফের উঠবেই আকাশময়।

-


27 SEP 2020 AT 9:15

Time time to accept myself fully,
Who I actually am.
And taking time to grow
Into the future I had never imagined.

-


27 SEP 2020 AT 9:11

রং-বেরঙের মুহূর্ত দিয়ে
সাজাই জীবনটাকে।
হয়ত জমাট হয়না বুনন,
মাঝেমাঝেই ঘর পড়ে যায়,
ফাঁক হয়ে থাকে কিছুটা কাল।
তবু বুনে চলি আমি,
এগিয়ে চলি পরের ঘরের দিকে।

বুনতে থাকার যে আনন্দ,
আর মাঝেমাঝে ফিরে তাকিয়ে
কাঁচা হাতের ভুলগুলো
দেখে যে এক চিলতে হাসি-
শুধুই পরিকল্পনা আর দক্ষতা
হয়ত এনে দিতে পারত না।

-


23 SEP 2020 AT 23:46

দেখব, কেমন করে স্বপ্নগুলো
ডেরা ছেড়ে ছুট লাগায়।

হয়ত বিন-টিকিটের যাত্রী হব,
কিংবা কাউকে সি-অফ করেই ফিরে আসব।

কিন্তু সেই কু-ঝিকঝিক আওয়াজ
বুঝিয়ে দেবে,
চাইলেই এখনো বেড়িয়ে পড়া যায়
অচিন দেশের সন্ধানে।

-


23 SEP 2020 AT 23:32

নাইবা আর পেলাম চোখের দেখা।

মনের গভীরে কি তুমি নেই?
নাকি, ডাক দিলে আর সাড়া পাবো না!...
কথা গুলো হয়ত তুমি আর বলে দেবে না,
নিজেই ভেবে নেব নিজের মতন কিছু একটা।
কিন্তু এতদিন যে ছিলে, সব কি মিথ্যে নাকি?
এখনো কি তুমি নেই!

অন্যরূপে, অন্য কোনোখানে
কিংবা পৃথিবীর সবকটা প্রান্তে-
আমি তোমায় বারবার খুঁজে পাই রোজ।
এ যে, অনন্তের মাঝে সীমাহীনের খোঁজ,
তবু যেন ঠিক, উত্তরগুলো পেয়ে যাই প্রতিবার..।

-


8 AUG 2020 AT 22:24

Violence does not invoke fear.
Brutal modesty does.

-


Fetching Shrijita Som Quotes