'তুমি'র চাইতে,
'তুই' ডাকনামি প্রেমটা কিন্তু বড্ড মিষ্টি। 🌹
―শ্রেয়া💜-
আসলে আমরা সেটাই বুঝি,
যেটা আমরা বুঝতে চাই।
তাই দিনশেষে কত সম্পর্ক
ভেঙে যায় শুধু ভুল বোঝার দায়ে।-
পুরনো কাঠের আসবাবপত্রে ঘুন ধরলে;
যেমন আসবাবপত্র নষ্ট হয় যায়।
কিছু বাজে চিন্তা ভাবনাও ঠিক তেমন
একবার ভাবতে শুরু করলে;
সেই মুহূর্ত, সময় সবটা নষ্ট হয়ে যায়।
-
প্রতিটা 'সম্পর্কের' সাথে 'expectetions' এর একটা সমানুপাতিক সম্পর্ক আছে। যত ভাবি কোনো 'expectetions' রাখবো না, আরো বেশি করে 'expect' করে ফেলি।
-
প্রয়োজন, প্রিয়জন বলে চিৎকার না করে,
নিজেকে প্রশ্ন করে দেখো কখনও নিজের প্রয়োজন ছাড়া
কাছের বন্ধুর খোঁজ রেখেছো?🥀
-
―মায়ের উপর সবথেকে বেশী অভিমান কেনো করা যায় জানো?
―কারণ যতই অভিমান করো না কেনো, মা ঠিক তোমার ভালোই চাইবে।🌷-
অনুভূতির দাম পায়নি, তবু;
মুখ ফেরাতে শিখিনি এখনও।
ভালোবেসেও অবহেলা পেয়েছি যখন,
অবহেলাতেই সুখ খুঁজেছি তখন।
-
"স্বপ্ন ও বাস্তব"
এখন তুই অনেক দূরে,
ইচ্ছেডানার ছুটি।
স্বপ্ন তাই অভিমান জমিয়ে বুকে,
মন খারাপ করে ভারী।
বাস্তবগুলো বড্ড জটিল,
দেয় না স্বপ্নের ডাকে সাড়া।
স্বপ্ন তাই মুখভার করে বলে,
বিশ্বাস করে ঠকেছি, আমিই বোকা।
একদিন বাস্তবও ছিল স্বপ্ন প্রিয়,
না ডাকতেই দিত ধরা।
মনখারাপের দিনে সঙ্গ দিত,
স্বপ্নকে দিত ভালোবাসা।
বাস্তব যে নিজের প্রেমে
মত্ত ভীষণ, আছে বড্ড সুখে।
স্বপ্নও তাই বুঝতে পেরে,
একা থাকতে শেখে।
―শ্রেয়া💜
-