শ্রেয়া   (শ্রেয়া💜)
42 Followers · 11 Following

Express your voice through writing.
Joined 3 May 2019


Express your voice through writing.
Joined 3 May 2019
1 SEP 2020 AT 1:19

'তুমি'র চাইতে,
'তুই' ডাকনামি প্রেমটা কিন্তু বড্ড মিষ্টি। 🌹
―শ্রেয়া💜

-


10 AUG 2020 AT 2:15

আসলে আমরা সেটাই বুঝি,
যেটা আমরা বুঝতে চাই।
তাই দিনশেষে কত সম্পর্ক
ভেঙে যায় শুধু ভুল বোঝার দায়ে।

-


9 NOV 2020 AT 1:10

পুরনো কাঠের আসবাবপত্রে ঘুন ধরলে;
যেমন আসবাবপত্র নষ্ট হয় যায়।
কিছু বাজে চিন্তা ভাবনাও ঠিক তেমন
একবার ভাবতে শুরু করলে;
সেই মুহূর্ত, সময় সবটা নষ্ট হয়ে ‍যায়।

-


11 SEP 2020 AT 15:56

প্রতিটা 'সম্পর্কের' সাথে 'expectetions' এর একটা সমানুপাতিক সম্পর্ক আছে। যত ভাবি কোনো 'expectetions' রাখবো না, আরো বেশি করে 'expect' করে ফেলি।

-


9 AUG 2020 AT 14:28

'নিজের ভালো নিজেই দেখো,
মুখোশধারী বন্ধুদের চিনে রেখো।'

-


5 AUG 2020 AT 15:45

প্রয়োজন, প্রিয়জন বলে চিৎকার না করে,
নিজেকে প্রশ্ন করে দেখো কখনও নিজের প্রয়োজন ছাড়া
কাছের বন্ধুর খোঁজ রেখেছো?🥀

-


23 JUL 2020 AT 14:12

বাসছি ভালো জড়িয়ে বুকে,
কাটাকুটি নাম লেখা প্রতিটি গানে।

-


14 JUL 2020 AT 13:14

―মায়ের উপর সবথেকে বেশী অভিমান কেনো করা যায় জানো?
―কারণ যতই অভিমান করো না কেনো, মা ঠিক তোমার ভালোই চাইবে।🌷

-


14 JUL 2020 AT 9:15

অনুভূতির দাম পায়নি, তবু;
মুখ ফেরাতে শিখিনি এখনও।
ভালোবেসেও অবহেলা পেয়েছি যখন,
অবহেলাতেই সুখ খুঁজেছি তখন।

-


12 JUL 2020 AT 17:07

"স্বপ্ন ও বাস্তব"

এখন তুই অনেক দূরে,
ইচ্ছেডানার ছুটি।
স্বপ্ন তাই অভিমান জমিয়ে বুকে,
মন খারাপ করে ভারী।

বাস্তবগুলো বড্ড জটিল,
দেয় না স্বপ্নের ডাকে সাড়া।
স্বপ্ন তাই মুখভার করে বলে,
বিশ্বাস করে ঠকেছি, আমিই বোকা।

একদিন বাস্তবও ছিল স্বপ্ন প্রিয়,
না ডাকতেই দিত ধরা।
মনখারাপের দিনে সঙ্গ দিত,
স্বপ্নকে দিত ভালোবাসা।

বাস্তব যে নিজের প্রেমে
মত্ত ভীষণ, আছে বড্ড সুখে।
স্বপ্নও তাই বুঝতে পেরে,
একা থাকতে শেখে।
―শ্রেয়া💜

-


Fetching শ্রেয়া Quotes