Shreyashi Kundu   (Shreyo)
179 Followers · 231 Following

Singer| Sketcher|Scribbler.
Joined 16 January 2018


Singer| Sketcher|Scribbler.
Joined 16 January 2018
5 FEB 2019 AT 19:18

ঈশান কোণে মেঘের মলাট, চোখের পাতায় নীল,
আমরা দুজনে কবিতা হলে, প্রেম অন্ত্যমিল।
আমরা দুজনে বকুল হাওয়ায় মিঠে আলোর ভোর,
আমরা দুজনে চোখে চোখ, ছাপিয়ে কথার তোড়।
আমরা দুজনে ক্যানভাস রং, পলাশ-আগুন মন,
আমরা দুজনে নিভৃত কোকিল, বসন্তশেষ বন।
আমরা দুজনে বেরঙিন শীত, রোদ্দুরে ওমে মেখে,
আমরা দুজনে শেষ থেকে শুরু, আকাশ
সাক্ষী রেখে।
আমরা দুজনে ফিরে ফিরে আসি, এই শহরের বুকে,
ঝরনা যেমন পাহাড়ের হৃদি,লজ্জা লুকায় সুখে।
এইভাবে কেটে যাবে সময়, প্রেমের পরশ প্রাণে,
আমরা দুজনে সুর মেলাব,ভালোবাসার গানে।


-


22 JAN 2019 AT 23:16

How people lesser known Became the part and parcel of my life whereas people I loved and cared about most deserted me when I needed them!!

-


13 JAN 2019 AT 15:21

"প্রেম করি না রে, ভালোবাসি"
এই একবছরে কথাগুলো কি ফাঁকা, কি ঠুনকো হয়ে গেল না রে!
এখনও জানিস তো, একা একা ঝালমুড়ি খেতে পারি না।
লেকের ধারের সেই বিরাট বটগাছটা আজও আমার আমার পাশে তোকেই খোঁজে।
এমন করে অভ্যাসে জড়িয়ে গেছিস না!
আচ্ছা, আগে তো রাত জেগে কথা বলতিস আমার সাথে,
তাহলে এখনও কেন লাস্ট সিন সাড়ে তিনটে দেখায়?
তোর বর্তমানও কি আমার মতোই রাতের তারা গুনতে গুনতে কথা বলে তোর সাথে?
খেতে খেতে বিষম লাগলে পিঠ চাপড়ে বলে, "ষাট ষাট"?
একদিন তো শোনাতে পারতিস ওর কথা,
অন্তত, আমাদের কথাটা তো হত!
প্রত্যেকটা দিন এভাবে লড়তে লড়তে শেষ হয়ে যেতে হত না অন্ততঃ।
মাঝে মাঝে ভাবি, বোধহয় দোষটা আমারই,
আমার পুতুলখেলা বড্ড তেতো লাগতো তোর ডাক্তারি বইয়ের ভাঁজে।
ঠিক তখনই কেউ একজন যেন মনের ভেতর থেকে বলে ওঠে,
"ওরে অবুঝ মেয়ে,
ঠিক এটাই হওয়ার ছিল,
ঠিক এটাই তো থাকে,
রূপকথা শেষ হওয়ার পর।
নিঃস্বতা!"








-


16 JAN 2018 AT 15:05

অর্ধেক আকাশ তোমার হোক,
বাকিটা, বলা বারণ,
প্রেমের বিষে মরছে যারা,
নিকোটিন তার কারণ।

-


22 JUN 2021 AT 23:26

That one midnight lullaby granny used to sing,
and I slept before it ceased,
Granny left,
so did you,
with your respective lullabies,
lingering in silence of the dark.

-


22 JUN 2021 AT 23:21

Teacher instructs me
to work out the sum on blackboard.

-


22 JUN 2021 AT 23:18

Giving excuse that you can't eat anymore and distributing among your pet stray cats.

-


22 JUN 2021 AT 23:12

Biwi aayi hai.




Saath mein
saali saheba bhi hain!

-


20 JUN 2021 AT 23:08

All the hesitations,
anger,
fear,
Melted in a kiss.

-


19 JUN 2021 AT 23:05

"You're a fire child, darling,
Whenever anything pours water in your zest,
I will, forever ignite your soul."

-


Fetching Shreyashi Kundu Quotes