দিনের শেষে শার্সি ঘেঁষে,
মন বাবাজি একলা বসে;
অনেক তারার মাঝখানেতে-
তাকিয়ে থাকে কার পানেতে!
গোমড়া মুখে আমড়া নাকি?
পুরো রামগরুড়ের ছানা; একি!
ওরে আমার ধেড়ে বাচ্চা-
একটু নাহয় মুখই ভেংচা!
একলা কই! তোর পাশেই ছিলাম।
এই দেখনা, কেমন হামপু দিলাম!
সে তুই যতই খেলিস আড়ি আড়ি;
তোর পিছুটি বাপু আর না ছাড়ি!
পণ করেছি! তোর মুখেতে শুনব বসে;
তোর ওই চামড়া-ঝোলা মুখটি ঘেঁষে।
অকাল ধারা সেদিন মেখে সারা অঙ্গে-
'বেলা বোস' কিংবা 'পাগলী তোমার সঙ্গে'!— % &-
Betrayed by none other than your own fate!... read more
শেষের শুরুর সেই যে ফাগুন!
আর খোসে পরা একটি তারা।
রাতের স্তিমিত নিলয়-অলিন্দে,
আজও দেওয়াল জুড়ে গল্প লেখে-
গুমনামী সেই শেষের কবিতারা।
স্বপ্ন জুড়ে একি মায়া মাখা মুখ,
ঠিক যেনো মাতৃ প্রতিমার ধাঁচে!
পেরিয়ে এসে দীর্ঘ বছর ছয়,
তোর এই মা-
আজও অস্তিত্ব সংকটে বাঁচে।-
to envelop- one's utmost heartache, misery and hardship; behind the mask called "smiling face"
-
দেখিস, একদিন ঠিকই তোর ব্যাঙ্গমী হব; উড়িয়ে ধুলোঝড়!
আমবাগানের ওই উঁচু গাছটায়- হবে আমাদের সংসার।
খড়কুটো আর ছানাপোনা নিয়ে- দেখিস, ঠিক বেঁধে নেব ঘর!
প্রতি কালবৈশাখে, ডানায় ডানা মিলিয়ে- হব ঠিকই এক পরিবার।-
যে তোমায় অন্ধের মতো বিশ্বাস করে-
তাকে অন্ধ প্রমাণ করো না।
(শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)-
Yes she loved hard,so hard..!!
Even she lost herself and some of her self respect...
Yes she has been cheated and lied too;
Again and again!
Yes she waited for an apology and a true confession which never came!
Yes she wanted to give a chance with a fresh start which also never been taken!
If it was true love, then why would it cause you so much pain and unrest!
But yes, she keeps on having sleepless nights;
Nights where she just doesn't know what to feel anymore!
Love should not be that hard;
And loving someone should not be a constant battle!
You desperately want to believe, that he or she is the one but they are actually not!
You wanted him or her to spoil you with loyalty and honesty, but they destroyed you with ample amount of dishonesty and betrayal...
Few years back also- she never knew, how much strong she was, until she had to forgive someone who was not sorry and accept an apology which she never received...
Now she feels- that strength also left her alone;
Alone in such a way- from where coming back is impossible...
She is getting one step closer to her destiny;
One step closer to her last destination...
Perhaps- this is how, her story is about to get it's closure...-
আমার জগতে আমি এই আছি বেশ;
ছেঁড়া ছেঁড়া মেঘগুলো রেখে গেছে রেশ...
কবিতার ভাঁজে তোর উষ্ণতার আঁচে-
রাতের আকাশে রোজ ধ্রুবতারা বাঁচে!!!-
Standing underneath,
the starry sky;
Often I search-
for the shadow of peace...
Where the emptiness-
meets with my soul;
I am a 3am story,
I am the midnight Greece!!!-