পাশে থাকতে হবে না
থাকলে সাথে থেকো 💞-
আমার সেই রাগ অভিমান চাইনা
যেটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে
আমার সেই ঝগড়া চাই
যেটা দীর্ঘক্ষণ স্থায়ী হবে
আর তারপর দীর্ঘ বিরহ এনে দেবে
আমাদের ঘনিষ্ঠ মিলন 💖-
প্রেমিক হয়ে শাসন করছ খুব
ভাবছো ভালোবাসো তা করছ প্রমাণ ভারি
ভালোই যদি বাসো তবে
তাকে পাখির মত মুক্ত করে উড়তে দিয়ে দেখো
আসে ফিরে যদি সে নিজের ইচ্ছা অনুসারে
বুঝবে তুমি এবার 'প্রেমিক' হলে ৷❤
-
মনে রেখো জীবন যুদ্ধটা কেবলই তোমার একার
একটা না একটা সময় পাশ থেকে সবাই সরে যায়
যে কারণেই হোক পরিস্থিতির চাপে বা স্বার্থপরতা করে ...
কেউই চিরকাল তোমার পাশে থাকবে না
মনে রেখো এই পৃথিবীতে তোমার মা তোমায় আনলেও
পৃথিবী ছেড়ে যাওয়ার নিয়মটা একটু অন্য
যাওয়ার পথে আর মাও পাশে থাকে না
তাই যুদ্ধটা একান্তই তোমার একার
চলমান দূরন্ত এই পৃথিবীতে কিছুই দীর্ঘ নয়
আর কেউই স্থায়ী নয়
হতাশ হয়ো না এগিয়ে চল
নিজেকে খুশি রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই ❤-
Uska gahera sasome , uska pyara bahome
Khona chati hu may
Dil kar rahi hay ki meri liye uska khoya hua akhome meri ankhi dal kar sayad usse kahe saku ki hum e tumse pyar kitna iye hum nehi jante
Magar ji nahi sakte tumhare bina.....❤-
কেমনে করিব সুখেরও সাধনা
নিয়েছি জনমও মানব
মোক্ষ লাভের পথ জানলেও
সে পথ যে বড় দুর্গমও 💫-
কখনও আকাশ রোদ ঝলমলে
কখলও বা মেঘে ঢাকা
এমন এক শরৎ আকাশে
বৃষ্টি মুখর মেঘলা বাতাসে
তুমি আমি আর ছোট্ট টমি
ফুল ভরা এই বারান্দাতে
আনমনা হয়ে কফির কাপেতে
মধুর চুম্বন আঁকি 💖
-
যদি তুমি সহজ ভাবে দেখো
সবকিছুতেই সরলতা থাকবে ৷
যদি তুমি জটিল ভাবে দেখো
সবেতেই জটিলতা পাবে ৷ 💫-