Shreya Chatterjee   (শ্রেয়া)
20 Followers · 7 Following

Joined 28 October 2018


Joined 28 October 2018
29 JUN 2020 AT 22:27

বাকি থাকা ধুলোবালি, বড়োই খামখেয়ালী,
খরস্রোতার গতি রুদ্ধ,
পাথরে জমা বরফে, পুরোনো এক হরফে,
অতীত সাক্ষী কোনো যুদ্ধ।
কুড়িয়ে নেওয়া সে স্রোতে, নীরব স্মৃতি ফুরোতে
লেগে যেতে পারে শত অব্দ;
অভিযোগ ফিরে এলে, ধুলোবালি ঝেড়ে ফেলে
হয়ে যাবে চিরতরে স্তব্ধ।
ভালোও সে আছে আজি, ডুবতে সে আছে রাজি
নাবিকের হাত ধরে সাগরে,
তবু সে শ্রাবণ এলে, আষাঢ়ে সে চোখ মেলে,
শেষের কবিতা ভরা বাদরে...

-


9 FEB 2020 AT 21:37

কিছু নিস্তব্ধতা গল্পময়
দূরত্ব নেহাতই অল্প নয়,
অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায়
হয়ে যায় সমস্ত শক্তিক্ষয়...

-


29 JUN 2019 AT 22:48

Life is a complex plane, consists of sooooo many real and imaginary points. But the imaginary lane and real lane only intersect in a unique point, that is origin, that is from where we are and to where we will be, that is only up up there where all can meet together.

-


29 JUN 2019 AT 16:02

The day of birth of a name and the day of birth of one who gave the name if lie on same day then it becomes more special to one who has the name...it's like return gift

...!! Indescribable happiness !!...

-


29 JUN 2019 AT 0:11

হয়তো সব শেষরা শেষ হয় না সবসময়!
দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়, স্মৃতি ঝাপসা হয়,
অতি দ্রুত ভোলার প্রচেষ্টারত হৃদয় লুকিয়ে রাখে সব,
ভুলতে চায় বৃষ্টিমাখা বিকেল আর সন্ধ্যার কলরব;
তবু খোঁচা হয়ে থেকে যায় কিছু কথা ছুরির ফলার মতো
যা নিমেষেই রক্তক্ষরণে সাজায় পুরোনো জরাজীর্ণ ক্ষত,
মনে করিয়ে দিয়ে নির্ঝরে স্বপ্নভঙ্গের প্রবল অশ্রুপাত,
আবারও বুঝি সুনামী হতে চায় কিংবা অগ্ন্যুৎপাত,
কিন্তু নিম্নচাপেরও দিক বদলায়, ফণী দ্রুতই নেয় বিদায়,
বিধ্বংসী জোয়ারে ভেসে যেতে মন দেয় না সায়;
কিছু স্মৃতির পাতা ক্যালেন্ডারে নয়, চোখের পাতায় ঘুমিয়ে থাকে,
ফেলে আসা মূহুর্তের পর্দায় চোখ বুজে চোখ রাখে;
বেয়ে আসে ভাঁটার কাদা মাখা নোনা জল ঢেউহীন,
দিন যায়, সময় যায়, আগের চেয়ে হয়ে আসে অনেক ক্ষীণ,
কাটা ঘায়ে নুনের ছিটে পড়তেই দেশলাই দপ করে জ্বলে নিভে যায়;
এভাবেই বুঝি চিরদিনের মতো সেসব স্মৃতি হারিয়ে যেতে চায় !

-


8 JUN 2019 AT 13:12

It's have been 3-4 months we're missing the train journeys,
The platform and the schedule ten to five
The gossiping, running from train to school and school to train
Within time, the memories that's so alive!
Remember, you wait for me and missed both we
The trains and when you were late,
I used to look at your path and my watch frequently
And lastly you came, my dear mate!


Our quarrels, gossips about some specials or
Talking about anything miscellaneous ;
The treats, the happiness were never before
So graceful and spontaneous.
I can't long for more, hurrying for trains
And running over the raillines.
I'm sure we'll miss it a lot after just
4 or 5 months and the memory confines.


The alleys will miss our talk, the platforms
Will miss our race and all we'll have left.
But there will be some other like us, who'll not
Make them realize our absence and bereft
Of us and Aish, I'm missing those all the
Memories stored within just a year in that way;
I want that moments to be golden,
Before they turn forever to grey!

-


19 MAY 2019 AT 23:17

মূহুর্তগুলো অনলাইন থেকে যায়,
বন্ধুত্বরা অফলাইন,
মনে যতই দুঃখ থাকুক
দুই তরফে দেখায় ফাইন !

-


7 MAY 2019 AT 22:35

Sometimes when we dream of someone at night or very dawn, does he/ she dream of us!?

-


4 APR 2019 AT 14:52

don't think you're weak or you are worthless...

Just close your eyes and say yourself "you've all the potentials to do anything. Just don't lose hope and walk forward"...

you'll be one from none...

-


4 APR 2019 AT 14:46

Yourquote is not the court of war of words,

It's the place to flourish your creativity without hurting others with swords.

-


Fetching Shreya Chatterjee Quotes