Shreya Bhattacharjee   (শ্রেয়া)
81 Followers · 19 Following

ভালবাসায় হারিয়ে যেতে চাই
Joined 18 January 2019


ভালবাসায় হারিয়ে যেতে চাই
Joined 18 January 2019
15 OCT 2021 AT 17:07

বরণডালা সেজে ওঠে,
শুরু হয় আবার মায়ের আসার অপেক্ষা....
"আসছে বছর আবার হবে"....
বিদায়ের সুর মিশে থাকে বিসর্জনের ঢাকে,
আর থাকে আগামীর আমন্ত্রণের আশা....

" শুভ বিজয়া "

-


29 JUL 2021 AT 14:04

হয়তো তুমি না বলেই এসেছো....
হয়তো আমি না বলেই স্রোতে ভেসেছি....

কিন্তু সব না বলা কথার মাঝে,
রয়ে গেছে অনেক নীরব মূহুর্ত....
যেখানে নীরবতাই সব বলে দিয়ে গেছে....

-


1 JUN 2021 AT 20:46

যদি না থাকি আমি....
তোমার স্মৃতির পাতায়,
রেখে দিও আমায়....

তোমার ঠোঁটে যদি,
বৃষ্টির ফোঁটা এসে পড়ে....
ভেবে নিও ছুঁয়ে দিলাম তোমায়....

সমুদ্রের ঢেউ এসে যদি,
বারবার ছুঁয়ে যায় তোমায়....
ভেবে নিও আদরে ভরিয়ে দিলাম তোমায়....

-


31 MAY 2021 AT 19:27

ইচ্ছে আছে,
তোমার সাথে কোনো এক,
পূর্ণিমা রাতের আলোয়,
হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাবো....
সেই পাহাড়ি নদীর পাড় ধরে....

-


30 MAY 2021 AT 22:32

রোজ তুমিই আসো..
আমার স্বপ্নে....
যখন জেগে থাকি....
তখনও তুমিই আসো,
আমার সব ভাবনায়....

মনে হয় তোমাকে জাপটে জড়িয়ে রাখি,
বুকের মধ্যে....
আমার জীবনের যত সুর, যত গান,
যত স্বপ্ন, যত কথা....
সবই শুধু তোমার জন্য....

-


30 MAY 2021 AT 16:14

অদ্ভুত এক সুন্দর ডাক.... "মা"
কতো কিছু জড়িয়ে আছে,
এই ডাকের সাথে....
অনেক আবেগ, অনেক মুহূর্ত....
আছে অনেক আবদার, অনেক প্রশ্রয়,
তেমনি অনেক অভিমান, অনেক অভিযোগ....

"মা" হওয়াটা শুরু হয়েছিল হয়তো,
অনেক আনন্দ,
আবার অনেক অজানা ভয় নিয়ে....
নিজের সব সময়, নিজের সব ইচ্ছে,
নিজের সবকিছু উজাড় করে,
নিজেকে ঢেলে দিতেও,
মনের মধ্যে একটুও দ্বিধা আসেনি তোমার....
মেয়ে থেকে "মা" হয়ে উঠেছিলে তুমি....

আজ তোমার জন্মদিন "মা"....
কোনো সামান্য উপহার,
দেবো না তোমাকে....
তোমার ভালোবাসার কাছে,
সেসবই খুব অসামান্য....

আমি তোমার সৃষ্টি....
তাই আমি আমার সৃষ্টিই দিলাম,
তোমায় "মা"....

-


29 MAY 2021 AT 23:15

ইচ্ছে আছে,
কোনো এক বর্ষার রাতে,
তুমি আর আমি,
পাহাড়ের কোনো এক ব্যালকনিতে,
পাশাপাশি বসে থাকবো....
জমে থাকা সব কথা,
হয়তো সেদিন বলতে পারবো....

-


28 MAY 2021 AT 20:56

মনে তো কতো মেঘ জমে রয়েছে,
সেই কবে থেকে....
তুমি যদি এখনই না আসো,
এখনই এসে যদি জড়িয়ে না ধরো....
ঔ মেঘেই বৃষ্টি আসবে....
দু চোখ ভরে তোমায় না দেখলে,
মেঘেরা তোমার চাঁদনিকে আড়ালেই রেখে দেবে....

-


27 MAY 2021 AT 22:11

জমে আছে অনেক,
অনেক কথা....
তোমাকে ছাড়া তো সেগুলো,
শোনানোর কেউ নেই....

-


26 MAY 2021 AT 23:30

হাওয়ার ঝাপটায়,
সবকিছু তছনছ করে দিয়ে গেল....
আজ আর কোনো বাঁধ মানেনি....
রাতে পূর্ণিমার আলোর মাঝে,
মেঘেরা যেন লুকোচুরি খেলায় মেতেছে....
আজ বাঁধনছাড়া স্রোতস্বীনীও....
আজ এই মেঘেরা ছুঁয়েছে বৃষ্টিকে....
স্রোতস্বীনী সাগরকে....
শুধু তোমার চাঁদনি তোমার অপেক্ষায়....

-


Fetching Shreya Bhattacharjee Quotes