প্রিয় , অনন্ত
বড্ড ব্যস্ত তুমি জানি । কিন্তু কথা টা বড্ড সুন্দর বলো মানুষকে বেঁধে রাখার রাস্তা তোমার জানা আছে । তা বলি একটু তো শিখাতে পারো। তা দিয়ে না হয় তোমাকেই বাঁধতাম কোনো এক লগ্নে কোনো এক ক্ষণে।
কথাতেই শুরু কথাতেই শেষ,
ভালোবাসাতেই ইতি... বিচ্ছেদ অবশেষে....
ইতি,
অভিমানী-
যে বুক আঘাত চায়, কেন তাকে অনুরাগ দিলে?
_চাঁদ আর তুমি দুটোই বড্ড দামি যা এই মধ্যবিত্তের সাধ্যের বাইরে!_
@shree❣️-
তারপর কোনো একদিন:
তুমি ভাবলে "আমার এবার কমা উচিত গুরুত্ব"
.
.
.
আমি শুনলাম "তুমি চাইছো আমার থেকে দূরত্ব"
-
When Department of Meteorology say : It will rain today
-
প্রিয়,
একবার ভালোবেসেই দেখতে পারো,
প্রাপ্তিতেই হতাম ক্ষয়।
ভালোবাসাতো ক্ষণিকের খেলা,
ক্ষতচিন্হ তো দীর্ঘায়ুই হয়.....।
@shree🌼-
তিলোত্তমা
~~~~~~~~~~~
সেরে ওঠো তিলোত্তমা, তুমি সেরে ওঠো....
এখনো অনেক স্বপ্ন দেখে বাকি আছে তোমার সাথে ,
এখনো বাকি আছে ময়দানের সবুজ ঘাসে ঘাস ফড়িংয়ের খেলা দেখা ।
বাকি আছে হাতে হাত ধরে প্রিন্সেপঘাটের প্রেমে পড়া ,
বাকি আছে তোমার বুকে মাথা রেখে মাঝ গঙ্গা পারি দেওয়া ।
আরো কতো কিছু জানো ?
তোমার ট্রাম লাইনে, টানা রিক্সা, বইয়ের গন্ধ, কলেজে স্ট্রিট, উত্তর কলকাতার প্রত্যেকটা ইট কাঠ ....!
আরো কতো কী !!!
সেরে ওঠো প্রিয়তমা, তুমিতো সেই তিলোত্তমা ।।-
দেখা হবে ওই চৌরাস্তার মোড়ে,,
তুই একটা অন্যরকম ঘোরে।।
পাশ কাটিয়ে চলে যাবো আমি,,
নতুন গন্ধ তোর কাছে তখন বড্ড দামি।।
আমি এখনো তোর গন্ধই মাখি ,,
তোর পুরোনো স্মৃতি গুলো তেমনি যত্ন করে রাখি।।-
তুলে রাখি তোর ভালোবাসা ভরা....
গোলাপী রঙের খাম।
ভালোবাসি তোকে অবিরত অবিরাম...
তুলে রাখি তোর আদরের ডাকনাম।-