Shreebanti Paria   (Shree)
4 Followers · 4 Following

Joined 24 January 2019


Joined 24 January 2019
14 JUN 2022 AT 0:00

কষ্ট কষ্টকে বোঝে ,
সুখ খোঁজে সুখকে !!
ওরা বলে এই দুই নাকি একে অপরের পরিপূরক,
তবে যে উনি বলেছিলেন -
" সুখে আছে যারা , সুখে থাক তারা ,
সুখের বসন্ত , সুখে হোক সারা ।
দুখিনী নারীর নয়নের নীর,
সুখীজনে যেন দেখিতে না পায় "

-


2 APR 2022 AT 0:23

State of judgement nowadays with social media-

Oh my god , she/he is not in insta or fb
She / he might be in depression and suffering from mental illnesses ..oh god !


-


11 MAR 2022 AT 12:44

বয়স বাড়ার সাথে সাথে মানুষ বদলে যায়না ,
বদলে যায় সময়ের সাথে পাওয়া কষ্ট গুলোর জন্য ।
হঠাৎ যেন আমরা অন্যজন যেভাবে চায় ঠিক সেই মত ব্যবহার করা শুরু করি ,
আসলে আমরা ভয় পাই, নিজের মত চললে যদি আবার কষ্ট পাই ।
তাই বয়সের সাথে বদলে যাওয়াটা কোনো দোষ নয় ,খারাপ সময়ের পরিণাম মাত্র।

-


3 FEB 2022 AT 8:41

Ignore someone in pain...
Karma will not ignore you ..— % &

-


19 DEC 2021 AT 19:46

অভিমানী হতে পারো,
স্বার্থপর হয়ে যেও না।

-


19 AUG 2021 AT 2:43

तुम्हारे आंखों के कोने में वो एक बूंद पानी काफी है
मेरे आंखों में बसा वो सारा नफरत पिघला देने के लिए ।

-


4 JUL 2021 AT 0:26

অভিমান তার ওপরেই সাজে,
যে অভিমানের ভাষা বোঝে ।

-


30 MAY 2021 AT 14:00

- ছেলে মেয়েরা নাকি ছোটবেলা থেকে যা দেখে তাই শেখে ~
- আজকালকার ছেলে মেয়েগুলো এত বিগড়ে গেছে , আর বলার নেই । তাদের মানসিকতা খারাপ , তারা নাকি কারোর সম্মান করে না ~

-- দুটো কথা খুব controversial নয় কি ?

আসলে বংশানুক্রমে বাচ্চারা বাবা মায়েরই খারাপ বা ভালো গুন গুলো পেয়ে যায় । তার সাথে মিশে যায় নিজেদের অ্যানালিসিস করা নিজের জীবন , সুতরাং সেটা নতুন একটা খারাপ বা ভালো গুণের উৎপন্ন করে । আর তাতে বড়দের বড্ড আপত্তি । তারা বোঝেও না যে সেই খারাপ গুন গুলোর মধ্যে কিছুটা অংশ ওদের থেকেই এসেছে।

-


5 MAY 2021 AT 16:47

যতদিন ভালোবাসবে
ততদিন ভালো থাকবে ~

-


3 MAY 2021 AT 9:11

ভালো লাগা আর খারাপ লাগার মাঝখানে একটা ছোট্টো লাইন আছে ।
সেইখান অব্দি পৌঁছাতে মানুষের একটু সময় লাগে বটে, কিন্তু একবার পৌঁছে যেতে পারলে আর চিন্তা নেই ~
আশা আকাঙ্খার বালাই নেই,
রেগে যাওয়ার কারণ নেই,
কষ্ট পাওয়ার কারণ নেই,
আনন্দ থাকার ইচ্ছেও নেই ~

-


Fetching Shreebanti Paria Quotes