He was
Verbally Diligent
Emotionally Impotent
Carnally Competent-
Even a soul has its
own day and night
Even a soul transists
through its seasonal changes
It drenches in the
rhythm of the falling rain
and hibernates
during an overtly
maniacal theatrics-
I desired to get emotionally manipulated until I mastered the art of illusion
-
Kindness is a legitimate obscure defining indefatigable pacifist persona
-
Listening to an elegy of a stoic is a boon to a reticent heart
-
Remembering the memories of unfathomed part of emotional viscosity to fantasize about a comprehensive conclusion
-
সো কল্ড রিলেশনসিপ নিয়ে কিছু কথা.......
সম্পর্কে সবাই ভালোর ভালো টাই চায়। যেমন ধরুন কেউ চায় তার পুর্ব অভিজ্ঞতায় থেকে যাওয়া অসম্পূর্ণতাটুকু বতর্মানকে দিয়ে পুরন করতে.. বা প্রমান করতে নিজেকে। তাই "উদ্দেশ্য" নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেয়।
কেউ আবার চায় নিজের মত করে চালাতে। নিজের মনে হলে তবেই ফোনে/ম্যাসেজে কথা বলা..বা সোহাগ দেখানো। অতঃপর চিনতে পারে না। সারাদিনে কাজের শেষেও নয়। অহেতুক মেজাজ তো থেকেই যায়। পরে অবশ্য সরির পাহাড়। নিজের কথা মানানোর উদ্দেশ্যে, ক্লান্ত হয়না। ফের একরকম.......চলে, চলতে থাকে।
আরেক প্রজাতি... এরা অকপটে নেশাখোর ধরনের মানুষ। আপনি যতই পায়ে পরুন বা আপনার ভালোবাসার দোহাই/দিব্যি দিন শোধরাবার নয়। ছাড়াছারির পরেও এরা নেশা ছাড়েনা।
আরো এক ধরন হলো এরা মিথ্যা দিয়ে সম্পর্ক শুরু করে। ফলে সত্যির আর কোন ভবিষ্যত থাকে না মিথ্যাটা সামনে এলে।
সম্পর্কে থাকাকালীন,ওরা সবটাই করে। একজন সম্পর্কে জড়াতে চায় আর একজন শুধু তার এসেন্সটুকু চায়। জীবনে..তাকেই বিয়ে করার কথা ভাববেন যে আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসবে কোন "উদ্দেশ্য" ছাড়া।-