Shraboni   (Shraboni's words✍️)
15 Followers · 8 Following

Joined 21 November 2018


Joined 21 November 2018
31 MAY 2020 AT 10:04

শুরুটা ছিল শেষের পরেই
মাঝখানটা বড্ড অহেতুক
এবং অপ্রকাশিত,
যে স্বপ্নটা ফুটতে শুরু করেছিল
দুটি অক্ষিগোলকে
তা আপাদমস্তক ব্যাখ্যাহীন,
স্বপ্নটা ঠিক ছিল না স্বপ্ন
আকস্মিক আবেশে গড়া হাওয়ামহল।
অদৃশ্য কালিতে লেখা হয়েছিল
একটি প্রেমের কাব্য।
সময়ের ঘষা লেগে হলুদ পৃষ্ঠায়
ফোটে জীবাশ্মের কুঁড়ি।
ডায়রির পাতায় লেগে থাকা
লাল ফুলে ধরে বিচ্ছেদের রঙ
সরে সরে যেতে থাকে দুটি পৃথিবী
গ্যালাক্সি থেকে অদৃশ্য হয় একটি নীল গ্রহ,
আর আমার বুক থেকে শুষে নিতে থাকে
অবশিষ্ট নীল রঙটুকু।

-


2 MAY 2020 AT 11:59

আমার বাড়ি🌸🌸

আমার নিজস্ব একটা বাড়ি আছে
ঠিকানাটা মন পাহাড়ির দেশে
উত্তর কোণ ঘেঁষা দোতলা বাড়ি
জিনিসপত্র খুব বেশি নেই,
তবে যেটুকু আছে নিজেকে নিজের মত
গুছিয়ে নেওয়ার জন্যে যথেষ্ট
চার কামরার বাড়ি সাথে একটা চিলেকোঠা
মাঝারি সাইজের একখানা ব্যালকনি
নিচের তলার দুটি ঘরের একটিতে
থাকে কষ্টেরা আর অন্যটিতে ভালোবাসা
উপর তলার একখানা ঘর খালি পড়ে আছে
কাকে দেব ঠিক করে উঠতে পারিনি এখনও
পাশের ঘরে থাকি আধভাঙা আমিটা।
চিলেকোঠাতে রেখেছি ঘৃনাদের তালাবদ্ধ করে
বছরের দু একবার কখনও বা খুলি
জমে থাকা ময়লা সাফ করার জন্য
আমার ঘরে জানালা গুলো খোলা থাকে সবসময়
কখনও উত্তরের হাওয়া আসে আবার কখনও
একপশলা বৃষ্টির ছাঁট,
আবার কখনও বা ব্যালকনিতে ঘুরে বেড়ায়
নাম না জানা অজস্র অনুভূতিরা
আমার বাড়িতে বিলাসিতার বহর তেমন নেই,
থাকার মধ্যে আছে সত্যজিৎ, সুনীল কিংবা
রবিঠাকুরের চিন্তা ধারায় মোড়ানো একগুচ্ছ
বইয়ের সারি আর দুখানা সাদা নোটবুক।
অনেক ভেবেও একখানি
কলমের আঁচড় কাটতে পারিনি তাতে
চেনা পরিচিতদের বিশেষ আনাগোনা
নেইবললেই চলে
অলসস্পর্শকাতর বিকেলের দিনগুলোতে কষ্টদের ঘরে গিয়ে খানিকক্ষন সময় কাটায়।
বেনামী মনখারাপ,গোপন কথা আর ভালোবাসাদের সাথে নিয়ে বেশ দিন কেটে যায়
সকলেরই এমন একটা নিজেস্ব বাড়ি থাকে
সেই বাড়ির ঠিকানাটাও একান্ত নিজস্ব হয়।

-


6 APR 2020 AT 17:29

Every relationship is much like a tree,
if you don't give it enough water, food
and time to nourish,it will fade like a moribund tree,so every relationship which u think precious enough,give themselves enough water, food and time so that it can grow spontaneously
independently and protect them from every destructive storm.Believe me
every relationship will last long.

-


6 APR 2020 AT 17:03

Sometimes we have to play the role of a fool for become a real wise..

-


4 APR 2020 AT 15:24

Sometimes in every sorry
there is not exist the sorry,,

-


1 APR 2020 AT 11:33

Passing of days have taught me
There is no true soul which can fulfill your own
No one can't be ur better half
Yeah they may appreciate u,praise u,have care for u
But no one comes to fulfill u
They all are busy in their own way
To fulfill their own selves
You can't understand their trickery
Cause u r an emotional fool
Always awaiting for others.
So now, it's the time to kill ur searching soul
And make a path for ur completeness
Complete ur half self with extraordinary visions, imaginations and observations
Cause it is only ur own self which can make u complete..

-


1 APR 2020 AT 7:09

My poem is only my own
It can't be your,
My pain is only my own
It can't be your,
My wound is only my own
It can't be your,
My emotion is only my own
It can't be your

So don't claim yourself
You can understand my poem,
You can feel my pain,
You can share my wound,
You can grasp my emotion.

Only the wearer knows where the shoes pinch..

-


29 MAR 2020 AT 21:42

Numberless hopes want to embrace me,, thousands of happiness are lurking,,but I ignore all of them..

-


29 MAR 2020 AT 21:03

The habit which harms ur soul morally and ethically and destroy ur inner kingdom entirely,it is better to kill this habit than nourishing with ur emotions..

-


18 MAR 2020 AT 2:05

যে থাকার অকারনেই থেকে যাবে।

-


Fetching Shraboni Quotes