— অতীত ভীষণ মজা করে,
বর্তমানের সুখ আর
ভবিষ্যতের আতঙ্ক..
সবটা কেমন বড্ড কাঁদায়।
জীবনটা কেমন ওই কাঠপুতুলের মতো;
কিভাবে চলছে আর চলবে,
সবটাই বিধাতার হাতে তোলা।।
-
∆ পূর্ব মেদিনীপুর , West Bengal
∆ Home Town - কাঁথ... read more
যদি কোনোদিন তোমার লেখার প্রেমিকা হতে পারি!!
বলবো সেদিন,
কতটা ভালোবেসেছি তোমায়।।-
চেয়েছিলাম এমন একজনকে পাশে পেতে..
যার সকালের ঘুম ভাঙতো , আমার এমন ভেজা চুলের বিন্দু বিন্দু জলে.....
যার সাথে এক বিছানায় ,
চায়ের কাপে চুমুক দিয়ে দিনটা হতো শুরু....
যে হতো আমার সারাদিনের , সারারাতের , সারাজীবনের সঙ্গী....-
কিছু কিছু ইচ্ছে মনের মধ্যে আসে ;
ঠিক আবেগী বৃষ্টির মতো।।
যে আসে ঠিকই , কিন্তু মুহূর্তের মধ্যেই মাটিতে মিশে;
আবার ফিরে চলে যায়;
ওই দূরদেশে.........-
Everytime Expectations killing a person easily.....😣
Yet,, I am oK 🙂-
না!! তুমিহীন জীবন্মৃত মরুদ্যান প্রাপ্তি ছিলো বুঝিনি....
তাই তোমার ওই মায়াবী মুখটাকে দু হাত দিয়ে লাল আর নীল আবিরে রাঙিয়ে দিতে চেয়েছিলাম;
চেয়েছিলাম স্নেহ;মায়া আর মমতা দিয়ে পবিত্র একটা সম্পর্কের ভিত তৈরি করতে ;
তোমার কোমল ওই দুটো হাতে আমার হাতদুটো রেখে বলতে চেয়েছিলাম এই বসন্তের দোল উৎসবে
আবিরের খেলাই তোমাকে কাছে পাওয়ার একটা প্রচেষ্টা.......
আচ্ছা!!! তুমিও কি আমার মতো শুনতে পাও,
প্রেমিক বসন্তের বার্তা বয়ে আনা ওই কোকিলের কণ্ঠটা
ঠিক যেনো হারমোনিয়ামে সুর বাঁধা তোমার ওই গানটা.....
হয়তো পাও কিংবা পাও না..
কিন্তু যখন ঘরের দরজা ভিজিয়ে দু চোখ বন্ধ করি মনের ভেতর থেকে কেউ যেনো তাচ্ছিলের স্বরে হেসে বলে "তুই আজও বুঝলি না ওই কালহারি মরুভুমির বুক চিরে বয়ে যায় আঁকাবাঁকা নদীর অনাদিকালের সুখ নাব্যতা.."
তাই দিনের শেষে প্রাপ্তিটুকু হলো সবটাই আমার নিছক অভিনয়;
নাটক আর লোক দেখানো..
তাই এই বসন্ত বাতাসের দোল উৎসব আমার জন্য নয়........-
সমস্ত প্রেমিক রাঙিয়ে তুলুক,
তাদের গল্পের প্রেমিকাকে।।
শুধুই রয়ে যাই আমি অপ্রেমিকা হয়ে ,
দোলের দিনে;
রঙ ছাড়া ,কাটাছেঁড়া এই রক্তাক্ত মন নিয়ে।।-
রঙ আমাকে ছেড়ে অনেকদিন আগেই চলে গেছে।
আর আমিও এখন আর ওই রঙের দিকে ফিরেও চাই না তাকাতে।।
সেই রঙ ও ফিরতে চায় না আমার কাছে।
তাই এই দোলে ;
বন্ধ ঘর ;
দরজা জানালায় খিল দাওয়া একটা বন্ধ অন্ধকার ঘরই , এই দোলের আমার একমাত্র ঠিকানা।।।
যেদিন কোনো বসন্তের
এক নীরব, নিস্পাপ , মায়াভরা আবেগী সমীরনে;
এক রঙে রাঙিয়ে দেবে আমায়।।
সেদিন ই হবে আমার শেষ দিন
এই অন্ধকার কুঠুরিতে।।-
আর যা কিছু বলার ছিল,
সেই বলার সুযোগই তুই দিলি না।
সবটাই তোর কাছে অপ্রয়োজনীয়;
এক বিরক্তির কারন হয়ে উঠতো
আমার সেই কথাগুলোই.......-
যদি কোনোদিন তোমার লেখার প্রেমিকা হতে পারি!!
বলবো সেদিন,
কতটা ভালোবেসেছি তোমায়।।
আপন করূক বা দূরে ঠেলুক,
বলবো শুধুই
ভালোবাসি ,, ভালোবাসি শুধুই তোমায়.....
যদি বিচার করতেই হয় ভালোবাসার মাপ,
দেবো প্রমান, শেষ করে নিজেকে আরেকবার।।
আজ এই ছিন্নভিন্ন হৃদয়ের রক্তাক্ত মেয়েটি
প্রশ্ন তোলে..
পারো কি আপন করতে এই কলঙ্কিত প্রেমিকা কে???
নাকি অপ্রেমিকা ভেবে শুধুই দূরে ঠেলে দিতে!??
-