Shovan Roy   (বেলা শেষে)
4 Followers · 4 Following

বঙ্গপুত্র...
Quite introverted...🙄
POETRY WORKS AS HEALING...
Joined 30 June 2019


বঙ্গপুত্র...
Quite introverted...🙄
POETRY WORKS AS HEALING...
Joined 30 June 2019
3 AUG 2022 AT 23:51

স্মৃতিচারণ

বদলে গেছে সময়,
বদলে গেছে দিন ।
হারিয়ে গেছে ধ্রুবতারা,
আকাশ বিলাপ-বিহীন ।

জীবন তটিনীর স্রোত
আজ উচ্চপ্রবাহে বয়;
দৃঢ় পাড় হল আলগা
যেন ধসে পড়ার ভয় ।

শয্যাশায়ী তন্দ্রামগ্ন চোখ,
জন্মেছে শত স্মৃতিচারণ;
মন্দ-স্মৃতি লোপ পেয়েছে,
সুখ-ভাবের হাজার কারণ ।

খাতার ভাঁজে পাখির পালক,
সাদা কাগজ আর রঙতুলিতে;
অনুভূতির হয় আদানপ্রদান
বাড়ির উঠান-পাড়ার ওই গলিতে ।

শৈশবের শরৎ ও শারদীয়া ঢাকে
ভোরের শিউলির গন্ধ কাঁশবন মাখে ।
গোধূলির গোলাপি আভায় সম্পন্ন ভাসান;
ভাঙা-সুরে ভেসে আসে বাউলের গান ।

গল্পের আনাগোনা জানালার ফাঁকে,
কিছু শীতের সন্ধ্যায়, কিছু বর্ষার রাতে,
জোনাকির মেলা বসে অশ্বত্থ-বটে
কালপুরুষ মিলে যায় কল্পনার দাগে ।।

-


16 APR 2020 AT 20:53

'Pain' & 'Pen'
may sound similar...
But both have the ability
to change the world...

-


16 APR 2020 AT 20:44

ক্ষনিকের বিঘ্নিত আবহাওয়ায়,
আখি কোনে জমায়েত অশ্রুকণায়
এক ম্লান হাসির প্রকাশ ।
ছুটে আসা দস্যু অতীতের প্রহরে,
লুপ্তপ্রায় সুখের হদিসে
শুধু অজুহাতের অবকাশ...

-


8 APR 2020 AT 21:32

নয়নিকা নয়ন মেলে
দৃষ্টি যেথা বিলায়;
গঞ্জিকার চার টানের ধোঁয়া
স্মৃতিটুকু মিলায়...

-


8 APR 2020 AT 13:11

প্রেমের শহরে এখন আর
পাইনা প্রেমের আনাগোনা;
শহরটা আছে একই,
তবে সেখানে যায়না আর
তোমার ডাক শোনা ।

-


8 APR 2020 AT 9:33

স্মৃতিগুলো থেকে যায়,

স্মৃতিগুলো ডানা মেলে নিস্তব্ধতার মাঝে,
বারংবার হৃদয় জুড়ে অচিন ধ্বনি বাজে;
আকাশ জুড়ে ঘনিয়ে আসে কৃষ্ণ কালো মেঘ,
দিগন্তে আজ বসত করে শত বিষন্ন আবেগ ।

-


8 APR 2020 AT 9:03

A deep dark love has been sprayed,
all over the street;
It burns all my measur,
with your ruthless breath....

-


7 APR 2020 AT 21:39

পরিযায়ী আর চিরস্থায়িত্বের কী জানে !
বদলায় ঘর-দুয়ার বিলাসিতার টানে...

-


7 APR 2020 AT 19:48

সাগর যেথা ধৈর্য ভাঙে,
স্রোত পেতেছে মরণফাঁদ ;
মাঝি সেথা গান ধরেছে-
বৈঠা বেয়ে, ভাঙলো বাঁধ...

-


7 APR 2020 AT 16:22

আলো-আঁধারের মরণ খেলায়,
নয়ন মনি তুই ;
তোর আকাশে তাঁরা খসে,
স্বপ্ন বুনে রই ।
আজ রাত জাগা এই বিছানাতে-
নেশার আনাগোনা ;
চিলিমের দু'টানে ভাসে,
স্মৃতিটুকু আধখানা...

-


Fetching Shovan Roy Quotes