Shounak Chatterjee   (শৌনক চ্যাটার্জি)
78 Followers · 16 Following

আমার কোনো গল্প নেই।
Instagram- @shounakkk_
Joined 15 March 2017


আমার কোনো গল্প নেই।
Instagram- @shounakkk_
Joined 15 March 2017
23 APR 2022 AT 3:34

জীবনখানা শোকের মেঘে ঢাকা, বৃষ্টি এলে দাগ থেকে যায় গালে।
দেখাসাক্ষাৎ কবেই শেষ, আজও কাটেনি তোমার রেশ..
বুকের ভেতর জ্বলছে তারই শিখা
আর ফিরে এসো না, বেঁধো না আর মায়াজালে।

এখন ঘুম ভাঙ্গে না, কারণ কোনও পাইনা খুঁজে ওঠার।
কি হবে এতো ছোটাছুটি করে? এবার বসো!
অনেক'তো অভিনয় করলে, হোঁচট খেলে সামলে নিলে একা..
এবার বরং, যার সাথে খুশি.. মেশো।

আমার থেকে গেছে অজস্র ভুল, তাইতো ছেড়ে গেছে বন্ধু ও প্রেম,
শক্ত করেছি মন, প্লীজ স্বপ্নে থাকো কিছুক্ষণ..
আগের মতোই আজও তোমার যাওয়ার তাড়া।
গোছাতে পারিনি কিছুই! দূরে গেছে খুব কাছে ছিলো যারা।

যদি জিজ্ঞেস করো "আর কতদিন", বলে রাখি "খুব শিগগিরই"
চুপচাপ নিভে যাওয়া ভালো, সান্তনা'র নেই দরকার..
একটাই শুধু ইচ্ছে, দেখে যাবো, কথা দিলাম,
তুমি সত্যিই সুখী আছো, আমার মতো হউনি ছারখার।

-


13 NOV 2021 AT 10:30

আর তারপরেই শহর বদলাতে হয়।
একই হাওয়া দিনের শেষে উপহার দেয় গলা বুজে আসা কিছু রাত। ঘেন্না লাগে। নিজের প্রতি।
হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক, মায়ের সরল দুটো চোখের মতোই সহজ হয়ে যাবে আমার বেঁচে থাকা। যেখানে রাগ নেই, কান্না নেই, কষ্ট নেই।
তাই যেতে হবেই। তোমার থেকে ভীষন দূরে কোথাও। নিজের অস্তিত্ব যার কাছে লিফলেটের থেকেও সস্তা, তার থেকে বোধহয় কিছু আশা করা, আমার শোভা পায় না। তাই.... ভালো থেকো।
ওষুধ নিও। সময় মতো।

-


6 OCT 2021 AT 0:44

স্মৃতির বুকে বন্যা আসে, তোলপাড় হয় সব
আমার তোমায় ছাড়া ফিকে সকল... শারদোৎসব।

-


1 JUL 2021 AT 0:12

পাহাড় সেজে রুখেছিল তারা ঝড়। মৃত্যু যখন আমাদের সম্মুখে
ইতিহাস ভুলবেনা তাদের অবদান, ভুলবেনা সমাজের প্রকৃত বন্ধুকে।

-


1 JUN 2021 AT 22:36

এটাই জেনে পৃথক হলাম, এক জন্মে সবটাই পাওয়া যায়না..
এই যে আমায় তুমি তছনছ করে গেলে, এ ভুলের কোনও ক্ষমা হয়না।

-


26 APR 2021 AT 11:58

পৃথিবী আবার সুস্থ হবে জানি। থামবে সকল মৃত্যু ঘিরে কান্না।
ফের হাসতে হলে আর কটা দিন, বাড়িতেই প্লিজ থাকুন না!

-


21 APR 2021 AT 1:22

সে শুধুই সকল দোষের দোষী। জীবনজুড়ে তোমার স্মৃতির বাস—
হয়তো কবিতায় দ্যাখা হবে ফের। মরণকালে, এটুকুই আশ্বাস...

-


28 MAR 2021 AT 18:17

বসন্তের গন্ধ ভাসে হাওয়ায়। চারিদিকে আবির। কলরব।
যে লোক ফিকে হয়েছে আগেই, তার আবার কিসের "দোল উৎসব"

-


18 MAR 2021 AT 1:18

ইগোর আঁচে জ্বললো সবই। নিঃস্ব হওয়ার গন্ধ লেগে জামায়—
প্রিয় নই আমি কারোর কাছেই, তুমিও বা কই বুঝতে চাইলে আমায়?

-


12 DEC 2020 AT 1:33

একসাথে ভেসে চলা মৃত কোনো নদী
জমে গেছে কোনো লোকের হৃদয় মাঝারে
কোনোদিন তুমি ফের ফিরে আসো যদি
দেখে যেও পোড়া লাশ, শোকের আঁধারে।

ফুটে ওঠে প্রতি রাতে গালিব-এর বাণী
পাড়ার শিশু কাঁদতে থাকে দুধের অভাবে
তুমি আজকাল আতর মাখো। জানি
আগলেছি ছায়া সেজে পুরোনো স্বভাবে।

দোষের পাহাড় থাকুক আমার ওপর
রোদের ভাঁজে পাঠিও চিঠি খয়রি খামে
এ শহরে রটবে যেদিন আমার যাওয়ার খবর
সেদিন খানিক বকেই না-হয় ঠোঁট ছুঁইও ফ্রেমে।

সেদিন খানিক বকেই না-হয় ঠোঁট ছুঁইও ফ্রেমে।
🍁

-


Fetching Shounak Chatterjee Quotes