Shoumik Ghosh   (অবকাশ --সৌমিক)
901 Followers · 1.0k Following

Sob kichu 2 bar hoi💔💔




😪😪😪😪😪
Joined 24 October 2017


Sob kichu 2 bar hoi💔💔




😪😪😪😪😪
Joined 24 October 2017
AN HOUR AGO

আমার এখনও মনে হয় ,
কোনও সন্ধ্যা কিম্বা সকালে
আমাদের আবার দেখা হবে
বৃষ্টি তখন একটু থমথমে
তোমার দ্রুত অশান্ত দৃষ্টি
তখন আমাদের দূরত্ব মুছবে...

যদি কখনও ইচ্ছেরা ,
চেনা সবকিছু ছেড়ে,
তোমায় কাছে পায়...
তখন আমার গল্প ,
তোমাতে মত্ত হয়ে
অনাবৃত হয়ে যায়...

-


7 JUN AT 8:31

অগোছালো সূর্য অস্তগামী,রাত্রি খুব মেঘলা
তুই আমি অচেনা এখন,এবার ফেরার পালা।

কারণ জমেছে বৃষ্টি নামবে, জমা হয়েছে অজুহাত।
ভাবছি তাই ভাববো না তোকে.....
(জানিনা কি হবে পরের লাইন, 2 ঘন্টা try korchi মিললো না।)

-


21 MAY AT 21:47

মহুয়া ভীষণ ভালোবাসি তোমায়
যতটা বাসলে লোকে বেপরোয়া বলে।
জানিনা কেন?
বারবার profile ঘেঁটে ,
তোমার চোখে কী যেন খুঁজে চলি?

তোমার কাছে সবটাই বেশি বেশি
ঠোঁট উলটে বলো "এখন না"
আচ্ছা এই নীরবতায়
তুমিও কী খোঁজো আমায়?
নাকি "ঘসা কাঁচে সব ঝাপসা"
[মহুয়া- কাল্পনিক চরিত্র ]

-


17 MAY AT 18:40

তোমার জন্য, প্রতিটি বিকেলে বৃষ্টি বৃষ্টি খেলা,
তোমার জন্য,নিজের খেয়ালে নতুন কিছু বলা,
হয়তো তারারাও তোমার মতোই মুখ লুকিয়ে হাসে
প্রতিদিনের একাকিত্ব,তোমাকেই চায় পাশে..

তোমার জন্য, নতুন গল্পে হয়ে যায় ভুল-চুখ
তোমার জন্য, অপেক্ষায় পেরিয়েছে কত যুগ
রাত্রি যখন গভীর,স্বপ্নে তুমি বিভোর,
ঘুম ঘুম চোখে তোমাকেই খোঁজে,আমার অনাবৃত ভোর।

-


15 MAY AT 21:45

জানিনা কেন তোমাতে আটকে পড়ছি আজ কাল?
জানিনা কেন গভীর রাতের বৃষ্টিতে তোমায় স্বপ্নে চাইছি ভীষণ?
বোধহয় সাদাকালো রাস্তা সাক্ষী,
তোমার ছোট অবহেলা,বেশীক্ষণ দুরে রাখতে পারে না আমায়।
আরও একটু সময় চাইলে না না করো কেন?
যখন অনেকখানি পর আমার নিশ্বাস তোমার ভুরূতে...
তখন তোমার ঠোঁট শান্ত হবে ....
তখন শুধু আমার হবে...

-


8 MAR AT 22:00

পরিনীতা আজ পরিনত, মুক্তি দিলাম তাই।
পুর্নতা পাক তার গল্প, শেষ আমার অধ্যায়।
মিলিয়ে যাবে সব ব্যর্থতা, তবে মিলবে না অনেক কিছু।
রাগ অভিমান চুলোয় গেছে, নেবেনা আর পিছু।

আচ্ছা সেও কী করে যুক্তি তর্ক,রাত্রিতে ঠোঁট ফুলিয়ে?
নাকি শরীর জুরে হিসেব খোঁজে ,কান পেতে গভীরে!
রাত্রী বড্ড বেমানান নীরবতা রাখি সাথে।
ঘৃণা জমছে কালচে হয়ে বোধহয় ভুলবে তাকে।

-


18 FEB AT 22:45

গল্পে রাত্রি আসুক, তুই মেশ আমাতে...
আমার হৃৎপিন্ডের ব্যস্ত রক্তে,
রক্তাক্ত হবো নিভৃতে।
আলগা আবেগ মাখা তোর দেশে,
বারবার জন্মাবো আমি,
মৃত্যুও হবে শেষে।

নতুনের শব্দে ধ্বংস হবো আমি,
ছাড়খার হবে আমার শরীর....
আমার ঘুম ভাঙবে
নদীর জল যেখানে চুম্বন করে কিনারা সেখানে,
অবচেতন অবস্থায়।
তুই প্রতিবার ব্যর্থ হবি আমায় বাঁচাতে !

-


4 JAN AT 12:03

আলগা অনিয়ম স্বভাবে , শরীরে জমে ক্লান্তি
ঠোঁটের ভাঁজে থমকে যাই, বোধহয় এবার মুক্তি

গভীর রাতে উষ্ণতা মেপে হঠাৎ জেগে উঠি
আমাদের গল্পটা এতোটুকুই, এবার তাহলে ছুটি !

মৃত শহরে মিথ্যুক সব, অগছালো আর ব্যর্থ
হয়তো আমার ভুল হয়, আর তুমিও আগেরই মত....

-


1 JAN AT 9:33


পুরোনো বছরের স্মৃতিটাকে একটু পিছনে রেখে
নতুন বছরের পথ বরাবর দেখ একটু হেঁটে ।

নতুন বছরে ভালো থেকো এটুকুই চাই এবার
কথার শেষে আবার বলি "Happy New Year"

-


1 JAN AT 9:33


পুরোনো বছরের স্মৃতিটাকে একটু পিছনে রেখে
নতুন বছরের পথ বরাবর দেখ একটু হেঁটে ।

নতুন বছরে ভালো থেকো এটুকুই চাই এবার
কথার শেষে আবার বলি "Happy New Year"

--সৌমিক

-


Fetching Shoumik Ghosh Quotes