শঙ্খচূড়   (শঙ্খচূড়)
405 Followers · 42 Following

read more
Joined 5 August 2017


read more
Joined 5 August 2017
22 JAN 2024 AT 1:52

রাতের বুকে সহজমরণ
যাপনের অলংকরণ ফেলে ;

নিবিড় উদযাপন শেষে
কঠিন জীবন রেখেছি তুলে ।

-


10 JUN 2022 AT 9:28


দূর থেকে যেটুকু স্পষ্ট দেখার চেষ্টা,

চোখে চোখ মিলিয়ে জেনে নিও...

কাছে থাকার অকারণ আবদারে !

এক মরূপথিকের ক্রমশঃ বেড়েছে তেষ্টা।

-


5 MAY 2022 AT 11:56

সহজ মানুষ পাইনি খুঁজে বলে,

কঠিন হয়েছি সময়ের দোলাচলে।

-


29 APR 2022 AT 23:30

আসলে সব ছেড়ে যেতে হয় বলে ,

যে যা পারে রেখে যায় সময়ের তহবিলে ।

-


1 FEB 2022 AT 0:00

আরো দাও মাদকতা ,
এ রাতে..
তুমি নেমে এসো স্তব্ধতায় ;
একান্ত ব্যক্তিগত ।
— % &

-


30 JAN 2022 AT 2:42

সমান্তরালে ছেদ নেই তবু
শুয়ে থাকি দু'ভাগে, ছিলাম আর নেই'তে ।

-


22 JAN 2022 AT 23:46

দিনগুলো ধূসর যাপন যত ,

রাতগুলো শাদা প্রায়শ্চিত্তের মতো !

-


6 JAN 2022 AT 0:50

অসময় হোক ,
শীতঘুম ভেঙে দাও আজ‌ই -

লোভ পুষি !
তোমার উষ্ণ ওষ্ঠের মেহমানন‌ওয়াজি ।

-


25 JUL 2021 AT 3:59

অন্ধগলির মেলানকোলি মাদকতায় জানা ,

কেমন করে রাতশরীরে ফোটে হাসনুহানা ।

-


17 JUN 2021 AT 21:18

জীবনভূক
সময়ের
উচ্ছিষ্ট যাপন।

-


Fetching শঙ্খচূড় Quotes