Shirsendu Patra   (✍Shirsendu Patra)
8 Followers · 4 Following

I am a student of chemistry & love poetry....
❤❤❤
Joined 19 April 2019


I am a student of chemistry & love poetry....
❤❤❤
Joined 19 April 2019
22 SEP 2019 AT 9:39

বন্ধু চোখ রেখোনা অসাধারণে,
চোখ মেলো যে সাধারণে!
সাধারণে মিশলে তুমি
অসাধারণ হবে তোমার জীবনভূমি।

-


20 SEP 2019 AT 18:05

জীবনটা যেন সমুদ্র বিশাল,সময় তার তরী।
ঘন্টা মিনিট সেকেণ্ড ছাড়া,এ এক অদৃশ্য ঘড়ি।

-


18 SEP 2019 AT 8:53

লোকে বলে দূর থেকে কাউকে স্মরণ করলে
তার নাকি আয়ু বাড়ে!!
ভালো লোককে কয়জনেই বা স্মরণ করে
তাই তো খারাপ লোকের আয়ু এত।

-


15 SEP 2019 AT 9:27

বাড়ছে আদর ঠোঁটের কোলাজে,
উষ্ণতার গলায় মোম;
তোমার চারপ্রকোষ্ঠে লিখে দেবো,
সরসজ্জার অমেঘ প্রেম...❤

-


15 SEP 2019 AT 8:15

মহাপ্রলয়ে উড়িয়ে দেবো
যত বিস্ফোরনের শুকনো ছাই
ব্রহ্মান্ডের প্রতিটি ধূলোয়
লিখে দেবো শুধু তোমাকে চাই
❤❤❤❤

-


27 JUL 2019 AT 20:33

ভালো না বেসে দেহ খুঁজছে
অজ্ঞাত প্রেম লুটোপুটি খায়
ঘরের ছিটকিনি আটকে দিয়ে
মর্ত্য হতে স্বর্গ ছুঁতে চায় ।

-


24 JUL 2019 AT 20:49

তুমি ওই মানুষটাকে যতটুকু চেনো
তারে ঠিক ততটুকুই ছুঁয়ে দেখো ।

-


5 JUN 2019 AT 16:59

দৃঢ় মুষ্টি আজ শপথ নিক,
সবুজের প্রাণে আজ জল দিক,
বৃক্ষের ছাতায় রাখবো হৃদয়,
'তুমি' আর 'আমি' মিলে....
গড়বো সবুজালয় ।

-


31 MAY 2019 AT 12:09

ভদ্র হওয়ার জন্য
শিক্ষার দরকার নেই
মা বাবার দেওয়া শিক্ষাই যথেষ্ট ।

-


29 MAY 2019 AT 17:42

A Good Book
Can Change Your
Life 😊

-


Fetching Shirsendu Patra Quotes