Shibsagar Debnath   (Dorian Gray)
488 Followers · 24 Following

From Cooch Behar
Jenkinian
English Literateur
Diehard Rafan–VAMOS RAFA
Joined 9 January 2018


From Cooch Behar
Jenkinian
English Literateur
Diehard Rafan–VAMOS RAFA
Joined 9 January 2018
26 JUL 2019 AT 13:18

(প্রকাশিত : মুজনাই পত্রিকা ট্যাবলয়েড, ২০১৯)

-


26 SEP 2021 AT 1:02


পুনর্জন্ম

― শিবসাগর দেবনাথ


তুমি ছিলে তাই সম্মোহনী সিঁড়ি, মন্দিরপ্রাণ জলের কিনার…

ভালোলাগে চুপকথা বলা, দুজনের মাঝে গাঢ় হওয়া মেঘ
ভালোবাসি কবুল করেছি: ঘড়ির কাঁটায় মিইয়ে আসা বেগ

এক টুকরো আকাশের ন্যায় ঈষৎ নীলচে বাস
উঠে গেলে
ভয় হল

সকল সত্যের মতোই প্রথমত ধারণা হয়েছ:
তুমি মেঘ, যাবতীয় তর্পণ শেষে
উড়ে যাচ্ছ দূর, পুনর্জন্মের ঝোঁকে…


(উৎসর্গ: নীল NBSTC বাস, যাকে সোজা গিয়ে বাঁ-হাতে মিলিয়ে যেতে দেখি)


-


13 MAR 2020 AT 19:32

গুড্ডি
―শিবসাগর দেবনাথ



ফ্ল্যাটবাড়ির জানলায়, উড়ে আসে গুড্ডির লাল
মাথা নুয়ে, চলে গেছে নেপালি বালক।
লজ্জায় নাক কাটা গেছে, বুড়ো হওয়া লাটাইয়ের সুতো

এখন আকাশের ভাব নীল,
একদন্ড মেঘের নীচে বিস্ময়চিহ্ন সূর্য―
দেবতার মতো হাওয়া, শুধু অনুভব করি...

হাতের শাসন ছিঁড়ে, কী কাছে আসতে পারো!
―এতকাল ছিল না জানা

――――――――――――――――――
( উৎসর্গ: কখনো পুরোনো না হওয়া বন্ধুকে )

( প্রকাশিত )



-


6 FEB 2020 AT 15:00

ভালোলাগে নদী
তুলসীমঞ্চ বেশ―
আলোময়
তিমিরের দেশ।


-


11 JAN 2020 AT 14:38

জন্মদিনের শুভেচ্ছা The Wall

(পুরোটা ক্যাপশনে)



-


1 JAN 2020 AT 12:24

কুঁড়ি ফুটুক না ফুটুক আজ '20






-


27 DEC 2019 AT 1:34

আশ্বিন সিরিজ

১.

অসংখ্য মেঘের ভিতর ছোট ছোট নীল

আশিনা হাওয়ায় কেঁপে ওঠে কাশবন,
                                       ঈষৎ হরিৎ জংলি লেবুফুল
নদী ত্বকে ঘাই মারে চাঁদা মাছ, আর বাছুরের মতো
ক্ষণে ক্ষণে খুঁটে খায় কেউটের পুরানো খোলস

এসব অলস দিনের কাছে, চোখ শুয়ে থাকে
সকল দৌরাত্ম্য জুড়ে বকেদের ভিড়, সরু সরু ঠ্যাং
যেন দূরে চলে যাওয়া ফরাসি নাবিক...

অসংখ্য মেঘের ভিতর গুটি গুটি নীলবাড়ি
আমি জানি, ওটুকুই আমাদের কথা,
                                       আমাদের প্রেম, ওটুকুই.... 

-


9 SEP 2019 AT 14:46

মহাকাব্য দেখছি


( লেখাটা ক্যাপশনে )

-


12 AUG 2019 AT 20:11

We love to fly away, but seldom can.





So cage


birds, who can


we the







-


10 AUG 2019 AT 23:43

I burned my weight, I fly

I bleed...




They call it rain












-


Fetching Shibsagar Debnath Quotes