জানালা কাঁচে বৃষ্টিগুলো স্বপ্ন হয়ে বাঁচে...
-
16th Sep
Jadavpurian ✌️
Being electrical engineer... ⚡
কিছু না বলাই থাক না...
মাঝরাতে... read more
They met after about 2 months
In a railway station...
Spending some time together,
he got ready to leave
as he was getting late...
Suddenly she uttered, "Can you hold my hand?
Once more? Please"
"...আমি যত বলি, 'তবে এবার যে যেতে হবে...'
দুয়ারে দাঁড়ায়ে বলে, 'না না না'..."-
বিশ্বাস কর ছুঁতে চাই
জ্বর গায়ে তোর উষ্ণতা...
আমি অপারগ,
তাই অবাধ্য কলম লেখে ব্যর্থ কবিতা...-
তোকে ছোঁয়ার প্রত্যেক অজুহাতে
আমার অকৃত্রিম ভালোবাসা
দিনের শেষে মাথা গুঁজতে
তোর কোলেই ফিরে আসা...-
ব্যাগের ল্যাপটপ কম্পার্টমেন্টটা
এককালে ছিল তোর চিঠি রাখার নিরাপদ আশ্রয়
এখন সেখানে নিকোটিনের গন্ধ...
কিছু স্বপ্ন তো মাঝপথেই শেষ হয়ে যায়...-
শহর ভাসে নিয়ন আলোয়,
শঙ্খ ঘোষের খাতায়
কবিতা তো খুঁজলে আসে...
তোমায় খুঁজি কোথায়?
-
পারবোনা ফেরাতে আমি
স্বপ্নশহর আটলান্টিস...
দিতে পারি এক বুক ভালোবাসা
ইচ্ছে যদি হয় হাত বাড়িয়ে দিস...-