অভিমান আর মান ভাঙানোর খেলায়,
ঝগড়া আর মিঠে খুনসুটিতে..
শ্রদ্ধা আর যত্নের আলিঙ্গনে,
অধিকারবোধ আর ভালোবাসার দাবিতে...

মেঘলা দিনের মনখারাপ আর একাকিত্বে
গনগনে এক বেজায় রাগের ঠিক দুপুরে..
গভীর রাতের কান্নাভেজা কোলবালিশে,
নির্ঘুম রাত, শিরঃপীড়ার বিষম ভোরে,,,

মিশে থাক বিশ্বাস....

মনখারাপের মেঘ সরিয়ে সূর্য যখন হাসবে আবার,
সোনালী দিনের সাথেই তখন নতুন করে স্বপ্ন বাঁচুক..
ঘুমপাড়ানি গানের সুরে....দুচোখে ঘুম আসুক নেমে,
তারায় ভরা রাতের আকাশ... একফালি চাঁদ সাক্ষী থাকুক.....

- Gargi(গার্গী)