শেষের কবিতা   (Gargi(গার্গী))
82 Followers · 33 Following

আবেগ বাঁচুক ....
Joined 31 July 2019


আবেগ বাঁচুক ....
Joined 31 July 2019

থেমে যাওয়া মানেই তো নয়
ফুরিয়ে যাওয়া....
বিরতির মাঝে উদ্যম সংগ্রহও তো হয়...

-



শব্দরা মুখ থুবড়ে পড়ে, বাণিজ্যের কুঠারাঘাতে
তবুও লড়বে কলম, আপন চেতনার ছন্দে...— % &

-



জীবন বড় জটিল!!!!! নতুন কথা কি???
জটিলতার মাঝে একটুকরো মুক্ত আকাশ খুঁজে পাওয়াটাই কৃতিত্ব। করুণা নয়, ঈর্ষার দৃষ্টিতেই দেখুক এই পৃথিবী। মনের অলিন্দে যে যেমন অনুভূতির বীজ বপন করবে, ফলন তো তেমনই হবে। বিন্দুতেই সিন্ধু পাওয়ারর আনন্দকে যে ধরতে পারে, সেই তো আসল রাজা।

-



সভ্যতার নিদর্শন হতে চাওয়ার প্রতিযোগিতায়
ক্রমেই পিছিয়ে পড়ে ক্লান্তিতে।
অভিনয়ের আতিশয্য বড় ভারী মনে হয়,
রঙচঙে মোড়ক সময়ের প্রলেপে ম্লান হতে থাকে।‌

-



যত্নের মোড়কে , শাসনের বাঁধনে ;
নিজেকে বিলিয়ে শান্তির সোপানে...

-



অতীত শেখায় বাঁচার মন্ত্র, অতীত'ই যোগায় আশা।

-



The message of proceeding future..

-



একসাথে চলা এতটা পথের মায়া
হঠাৎ করেই থমকে যাওয়া....
মিথ্যে আজ মুঠোর মাঝে আকাশ খুঁজে পাওয়া।
অসমাপ্ত হিসেবের খাতায়,
লেনদেনের খতিয়ান ; যাক.....মুছে যাক।।

-



তুমি মানেই,বাইশ গজের ম্যাজিক,
ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকা
লর্ডসের মাঠে গৌরবের ঔদ্ধত্য...
সবুজ গালিচায় তুমিই সেরার সেরা,
আবেগের এক নাম,"বাপি বাড়ি যা"..

তোমার নামেই বাঙালি গর্বিত আজ,
অমলিন হাসিতেই তুমি মহারাজ..

-



অন্তরের দহনে শুকিয়ে যাওয়ার চেয়ে,
নবরূপে ফুটে ওঠাই গৌরবের।

-


Fetching শেষের কবিতা Quotes