তোমাকে আমার পড়ে না মনে,
শুধু যখন ভীষণ ঝড়ে কান্না ঝরে দুগাল বেয়ে,
অথবা শান্ত বোগেনভেলিয়ার পাতা আমার এক চিলতে বারান্দায় নেমে আসে আমার খোঁজে,
কিংবা শরতের মেঘগুলো যখন নিজেদের মধ্যে ভীষণ বিদ্রোহ করে বারংবার নিজেদের উপস্থিতি জানান দেয় ,
আবারো যখন হঠাৎ করে ভীষণ জ্বরে অগোচরে একটা নাম ভেসে ওঠে ,
তখন কেন তোমার কথা আমার মনে ভাসে ?
তবে কি সত্যিই তোমায় আর মনে পড়ে না ?-
'ভালোবাসা দিবস'🥀
আজ পুনরায় পুনর্জন্ম হল এক ভালোবাসার বসন্তের,
একে একে ষষ্ঠ বসন্তের সাক্ষী হলাম আমরা।
বসন্ত আমাদের এক করতে না পারলেও,
অনুভূতি গুলো রংহীন হতে দেয়নি আজও।
আজও লাল শাড়িতে বড্ড বেশি মানায় তোকে,
তবে আমার চোখে তুই যে সেরা সবেতেই ।
ভালোবাসার কাব্যিক ব্যাখ্যা, গতানুগতিক ভালোবাসার প্রকাশ, আমার দ্বারা হয়ে ওঠেনি কখনোই।
তবে নতুনভাবে প্রেমে পড়েছি বারংবার,
মুগ্ধ হয়ে চেয়ে দেখেছি বহুবার,
চোখে চোখ পড়েছে একাধিক অজুহাতে,
প্রতিবারই তোর হাসি চোখ নামাতে বাধ্য করেছে আমায়।
তবুও কখনো ব্যাখ্যাপূর্ণ ভাবে,
'ভালোবাসি' বলতে পারিনি তোকে।
তবে জানিস তো, আমার কাছে ভালোবাসার সংজ্ঞা
কবির লেখনীতে বর্ণনা করা শুধুমাত্র
সুন্দরী নারীকেন্দ্রিক নয়।
আমার কাছে ভালোবাসার সংজ্ঞা বড্ড আগোছালো, অনেকটা নিজের মতই ব্যাখ্যাহীন-
আমার কাছে ভালোবাসার সংজ্ঞা শুধু' তুই '
ভালোবাসার অর্থ বলতেও শুধু 'তোকেই' বুঝি আমি। কিন্তু এই ভালোবাসার ব্যাখ্যা আমার কাছে নেই,
আমার কাছে নেই কোন প্রকাশ,
আমি যা জানি না, যা পারি না ,
তা দিয়েই না হয় একঝাঁক ভালোবাসা রইলো তোর জন্য এই তথাকথিত ভালোবাসা দিবসে।
Happy Valentine's Day আমার ভালোবাসা♥️
-
'বন্ধু'
'বন্ধু' - শব্দ টা বড্ড ছোট,
তবে,
তোদের জায়গাটা যে নিজের কাছে যে অনেকটা বড়! আজ তোরা বড্ড দূরে,
ছেলেবেলার মত আর তোদের আঁকড়ে ধরা যায় না রে!
শেষবারের মতো কানামাছি খেলায় যখন
চোর সেজেছিলাম,
বড্ড শক্ত করে বেঁধে দিয়েছিলি চোখের বাঁধনটাকে,
কিন্তু বাঁধন আলগা হতেই আর খুঁজে পেলাম না
তোদের হাতের স্পর্শটাকে !
হয়তোবা ভালো আছিস অন্য কোনোভাবে,
আমিও তাই আর খুঁজিনা তোদের বন্ধুসম ভেবে
হয়তোবা হারিয়েই গেছিস নতুন কোন ঠিকানায়,
তবে জানিস তো বন্ধু, 'বন্ধু'- শব্দের অর্থ
'শুধুমাত্র প্রতিযোগিতা নয়'
তোরাও তো পারতি সেদিন
আমার মত খেলার 'চোর' সাজতে
তবে হয়তো বুঝতে পারতি 'বন্ধুহীনতা' শব্দটিকে-
প্রিয়♥️🥀
জোয়ারের পর ভাঁটা এলেও
নিশ্চুপ থাকে তীর,
গ্রহণ লাগে চাঁদেও, তবু কক্ষপথটা স্থির।
তেমনি,
মান-অভিমান লেগেই থাকে
ভালোবাসার নীড়ে,
হারিয়ে তবু যেও না এই
বাস্তবতার ভীড়ে।-
প্রিয় কবি,
আজ তবে তোমায় কিছু প্রশ্ন করি,
আচ্ছা কবি,
তোমার কবিতায় শ্যামবর্ণ নারীর সৌন্দর্য্য কেন স্থান পায় না?
তবে কি শ্যাম বর্ণ নারীরা সৌন্দর্যের আখ্যা পেতে পারে না?
কবি আমায় বলবে,
তোমার কবিতায় শুধুমাত্র এক ঢাল ঘন কালো কেশের অধিকারিণী নারীদের স্থান কেন হয়?
তবে কি স্বল্প কেশের নারীরা কবির প্রেমিকা যোগ্য নয়?
আচ্ছা কবি,
তোমার কবিতায় পুরুষের ব্যাখ্যা কেন থাকে না ?
তবে কি পুরুষরা প্রেমিক হতে পারে না?
সুন্দর হতে পারে না পুরুষেরা?
তুমিই বলো না কবি,
তুমি কি শুধুই সুন্দরের পূজারী?
নারীর কোমলতা, পুরুষের সৌন্দর্য দুয়েরই সমান পূজারী কেন তুমি নও?
তবে তোমার লেখনী কী শুধুমাত্র মাধবীলতার সৌন্দর্যকে বর্ণনা করতে পারে?
হিমুর সৌন্দর্য বর্ণনা করতে পারে না?-
কেমন আছিস? -> বেশ ভালো
কি করছিস ? -> পড়াই আজও
মনে পড়ে আমায় ? -> কই নাতো
আকাশ দেখিস ? -> মেঘলা আজও
চুলগুলো তোর....?-> ভীষণ আগোছালো
যত্ন নিস....?-> প্রয়োজন হয় না আজও
লাল শাড়ি.....?-> পরিনা তো
শাড়ি যে তোর.....? -> অতীত সবই
প্রেমিক হয়েছে? -> ভাবি নি সেসব
একা থাকিস? -> অভ্যাস যে
সব অভ্যাস......-> আদৌ থাকে কী?
আমি তোকে আ.....-> এখন আসি রে
ফিরে আয় না প্লিজ ....-> ভালো থাকিস রে-
মৃত্যু,,🥀
হঠাৎ করেই নীল আলোটা দপ্ করে নিভে গেল
জীবন্ত লাশগুলো হয়ে গেল নিস্তব্ধ।
নিথর দেহটার দিকে এগিয়ে গেল অনীক,
মহীরুহ পতন ঘটল তার ভালোবাসার।
ভালোবেসেই তো লাশ হলো পালকি
অনীকের তা বোঝার মতো ধারালো মস্তিষ্ক তৈরি হয়নি।
তবে,
পৃথিবীর সবথেকে সুন্দর মুহূর্ত,
প্রেমিকার ঘুমন্ত রূপের মোহ কি তাকে বাধ্য করলো
পালকি কে লাশে পরিণত করতে?
মৃত্যু কি সত্যিই শুধু ভাগ্যের লিখন নাকি
ভাগ্য হীনদের অত্যাধিক ভালোবাসার ফল প্রকাশ-
প্রিয়.......
পারলে আমার জীবনের বসন্ত হয়ো
ঝরা পাতাগুলো নতুন করে সাজিয়ে দিও
গ্রীষ্ম ,শীতের ক্ষণস্থায়ী বেপরোয়াপনা
যে তোমায় মানায় না।।♥️🍂-
"মনে পড়ে?"🍁
আজও কি মনে পরে আমায় তোর দিনের শেষে?
আজও কি ভালোবাসিস আমায় তোর ব্যস্ততার অবকাশে?
আজও কি আসিস তুই সেই পুকুর পাড়ে 😅
যেখানে আজও আমার বুকে তোর অদৃশ্য কান্না ঝরে পড়ে ☺
আজও বুঝি মন খারাপ হয়?😅
আজও কি আমায় না পেয়ে পাস ভীষণ ভয়?🙃
আমি যে দিব্যি আছি
তোকে হারিয়ে নিজেই বাঁচি 😊 ।
তুইও বুঝি আমায় ভুলে ভালো থাকতে চাস???😅
তবে কেন রাতের শেষে,
দিনের ব্যস্ততা কে আপন করতে চাস?🥀
আমি ভীষণ রাসভারী, তবে তোকে পেলে
আজও তো ভীষণ ভাবে ভালোবাসতে পারি।।❤
তুই যে ভীষণ আমি পাগলি মেয়ে😅
তবে তুই কেন ছেড়ে গেলি রে
আমায় সময়ের সঙ্গ ধরে?🍂❤-
প্রিয় বসন্ত ,,,🍁
বসন্ত রঙিন হলেও ,
বসন্তের বার্তা বহনকারী জাঁকালো শীত যেমন ক্ষণস্থায়ী এবং কষ্টদায়ক ☺
অনুরূপভাবে,,
তুই চিরউজ্জ্বল হলেও,🍃
আমার জীবনে তোর দ্বারা প্রাপ্ত আলোকময়তা ক্ষনস্থায়ী এবং ভীষণ মায়াবী 🍂❤-