*পরাধীনতা ও স্বাধীনতা*
৪৭ এর স্বাধীনতার চেয়ে পরাধীনতা ঢের ভালো ছিল। তখন একটাই শত্রু ইংরেজ শাসক ছিল। এখন শত সহস্র শকুনের দল আনাচে কানাচে, অলিতে গলিতে - লালায়িত তারা লোলুপ দৃষ্টিতে!!!
কতো স্বপ্নদীপের স্বপ্ন কেড়ে নিল, খুবলে খেল
তিলোত্তমার ঐ পুষ্প সম দেহখানি।
৪৭ এর স্বাধীনতার চেয়ে পরাধীনতা ঢের ভালো ছিল।
তখন জাতি ধর্ম নির্বিশেষে বজ্র আঁটুনি একতা ছিল। তাই তো ৪৭ এর ১৫ ই আগস্ট স্বাধীনতার স্বাদ পেল।
তবে স্বাধীনতা পেলেও,
প্রকৃত শিক্ষিত হতে পারিনি, তাই সমব্যাথী হতে পারিনি।।
প্রকৃত শিক্ষিত হতে পারিনি, তাই সহমর্মি হতে পারিনি।
এখন রাজায় রাজায় গলাগলি, দলে দলে দলাদলি, মোদের স্বপ্ন গেছে চাঁদের বাড়ি। আমারা হয়েছি পদধূলি।
তবে পদধূলি একদিন ধূলিঝড় হয়ে অশুভ আস্ফালন ও অট্টহাসির কন্ঠ রোধ করবেই।-
Shefali Pradhan
1 Followers · 2 Following
life for life
Joined 3 September 2020
15 AUG 2024 AT 15:21
12 AUG 2024 AT 12:00
**আমার চোখে স্বাধীনতা দিবস**
স্বাধীনতা, আমি উচ্ছ্বসিত তোমার গানে-তোমার তানে!
তুমি জানো না, তোমার একমাত্র যষ্ঠি ১৫ই আগষ্ট।
সে কি-না ১৯৪৭ এ ব্রিটিশের লাঠি, গুলি উপেক্ষা করে, শত শত বীর শহীদের আত্মহুতি র মুকুট!!!
১৫ ই আগষ্ট দিয়েছে এগিয়ে চলার দুর্বার গতি, দিয়েছে আপন সৃষ্টি, আপন কৃষ্টি!
তাই লালকেল্লার উন্নত মস্তকে, তোমার ঐ গর্বিত নিশানের দিকে থাকবে মোদের দৃষ্টি!
নতজানু হয়ে থাকবে অন্তহীন সৃষ্টি!!!-
27 AUG 2023 AT 19:27
When someone hugs it touches your mind
When someone kisses it touches your heart
But when someone stays by in a vary difficult period of life it touches your soul-
22 MAR 2021 AT 23:17
Everyone is perfect in someone's story,try to find them to make your life alive🤞
-
6 JAN 2021 AT 8:56
🇺🇸:life is so stressful.wanna go for a long vacation
🇮🇳:take tea☕☕,aal izz well-