শ্বেত রক্ত   (শ্বেত রক্ত)
49 Followers · 23 Following

read more
Joined 15 October 2018


read more
Joined 15 October 2018
24 DEC 2019 AT 10:21

দেখা হলে জেনো প্রশ্ন গচ্ছিত
তারো কাছে,
কাজের মাঝে অন্যমনস্ক সে!
তোমার চিন্তা য় উষ্ণতায় মেশে।

-


8 AUG 2019 AT 22:27

I was in a dream or in slightly something else,
But then through some perfume I found your glimpses.
Yeah! It was a wrong choice I felt that
But it was my first time,
My world was then interconnected with you just like a valentine.
You started stalking,I too,
Our never ending story written so.
The space between anything reminded me of yours,
My life gonna crazy in your foo!
The poetries I had written in my early love,
I knew that they could not spread the pinkish warmth.
Days passed in an endless eagerness,
Oh! Really I made it a classy mess.
Afterall I proposed u!
On the road!...with a lot jumping emotions.
It was just a step towards my lifey desert.
I knew that "it stings"!
But First taste of love was my pleasurey weekness.
You said "No"!
As usual with a tragic story...
Meanwhile my depression level was "fucking my glory"!
I heard, believed, moved on within somedays,
But the halfloved words of poetry they still know that "I love thee"!
I am sorry my studies
I leaved you for a coward!!
"Wait a minute buddy stock your word"!
You was the man
Who took all the blames,
Whose intention was clear
"No love,No flames"!My love is transforming
The Pinkish warmth i kept in my harder blue.

-


19 JUN 2019 AT 21:29

সে স্মৃতি বাঁচুক বৃদ্ধি পাক
দিপ্রহরের সালোকসংশ্লেষে,
আলোর আলেয়া য় সেই
"তুমি"টা থাকুক তোমায় ঘিরে কাঙ্খিত
ভালোবেসে।

-


19 JUN 2019 AT 8:42

সুর চড়িয়ে কি লাভ বলো?
অন‍্যের সন্তান অন‍্যের চিন্তা য় ই বাড়ুক।
কানাকানি র গহনে একটি বীজ হত‍্যা,
তোমার হাতেও হাতকড়া পড়ুক!
খারাপের সুরে রোজ মাখতে নোংরামো,
কি ভাবো বলতে পারেনা সে?
তুমি নাকি শিক্ষক নিয়োজিত! মানবিকতার পাশ দিয়েছ কি ডিগ্রি র আবেশে?
শিশুর মনে ভরছো "কু" দিন রাত ডোজ মেপে,
কতখানি তার শৈশব ঘোলা করলে দেখেছো কি "গুরুজন" তুমি নজর রেখে?
বলেই খালাস এই জেনারেশন পারবেনা ভালো কাজ,
নতুন- আবিষ্কার আর সফল কর্মের রাখছো খোঁজখাজ?
নিজের সুখটা উপভোগ করে জেনারেশন কে ধ‍্যাতাতে এসোনা,
প্রাচীন অঙ্গে থাকো জেনারেশন কে তখমায়িত করা তোমার সাজেনা‌।

-


17 JUN 2019 AT 19:24

সন্ধ্যা র খুব কাছাকাছি এসে
মনমালিন্য মাখানো ক্লান্তি র শরীর
ধুঁকছে অনাবিল।
দায়িত্ব এর অতিরিক্ত ভারে দিনের শেষে
পকেট গড়ের মাঠ!
তখন কুঁচকানো চামাড়ায়
অভাব লুকিয়ে হাসতে জানা!
দুটি পটু অভিনেতা-অভিনেত্রী।
পাশাপাশি থাকে ঠিক যেন ক্লান্তি নিবারক,
কিংবা অশ্রু র ঘাতক!

-


15 JUN 2019 AT 20:30

ওহে! যুব!
মুষড়ে পড়ার আগে গর‍্জাও বিপ্লবে,
তোমার ক্ষত হৃদয় বারেক ভিজুক রক্ত ধারায়
কিংবা অশ্রু পাতে!
অঙ্ক কষে জীবন মেপে রেখো
ধূর্ত ওই মস্তিষ্ক এর ছাঁচে।
কারো কাছে ঝুকোনা
কারো কাছে খুঁজতে যেওনা তোমার গুরুত্ব!
তোমার খারাপে র নজির শুনিয়ে হৃদয়ে র ডাক
পারিপার্শ্বিক করবেই বিরত!
তোমার গরম রক্তে
লড়াকু তুমির লালন-পালন হোক অবিরত,
তোমার ""তকমা"" শোনা বিরক্ত কানে জয়ধ্বনি শুনতে প্রস্তুত তো?!!

-


14 JUN 2019 AT 21:40

জীবন যুদ্ধ এ রোজ জেরবার,
হয়তো! সামান্য কম পয়সায় রোজগার।
হয়তো ঘাম ঝড়িয়ে দ্বিগুণ
আয়! যৎসামান্য ই
কিন্তু ক্ষতি কি?!
কর্ম প্রাধান্য ই বৃহৎ নয়কি?
তবে কেনো রোজ বিতর্কিত ঠাট্টা???
"তোর নেহাত মায়নাটা খুব ই কম!/ বড়ো খোকার সরকারী আছে পকেটে দম"!
বয়স সে হোকনা নেহাতই কম
সরকারী ছাড়া! কর্মদ‍্যোগ ই ফাঁসি লেগে
মৃত हर दम।।

-


14 JUN 2019 AT 21:28

ডিপ্রেশনে প্রেমে "না"!
মেশিনগানে পাবজি "না"!
বন্ধুত্ব এ অযথা ভ্রমণ "না"!
নিজ মতে ফাস্ট ফুড এ "না"!
অষ্টাদশ এও মতামতে "না"!
বেকারত্বেও বেসরকারি "না"!
বিপরীত লিঙ্গের প্রতি বন্ধুত্ব "না"!
সরকারী মন্তব্য এর বিরোধিতা য় "না"!
জামাকাপড় এর বৈচিত্র্য এ "না"!

এই "না"! এর পাহাড় ঘাড়ে বয়ে
বাঁচি তুমি- আমি।
জেগে ওঠো জেনারেশন
মতবিরোধী কথায় / পরিস্থিতিতে তুমিও বর্ষাও ""না""!

-


14 JUN 2019 AT 19:46

অবশ‍্য ই জেনারেশন টা
তাদের চোখে
"খারাপ- খারাপতর"!
একবিংশ শতাব্দীর ""আমরা"" যেন বর্নমালা র
"৯"
মান পায়না থেকেও থাকেনা....
সর্বত্র ই খারিজ আর্জি।

-


13 JUN 2019 AT 23:57

প্রবীন মন্তব্য এ সর্বাগ্রে
তোমার কন্ঠ আটকে,করোটি নাশে
প্রমান করবে
"জেনারেশন খারাপ"!
প্রবীনত‍্বের আরোপ আর ক‍্রমবর‍্ধমান আক্রোশে
নবীন আলো লাঞ্ছিত, আক্রান্ত বারবার।
প্রবীনে শাসন করে,ভাষন গড়ে
মোম গলে,শরীর শুকোয়,
"জেনারেশন খারাপ"
অনড় তখমায়।

-


Fetching শ্বেত রক্ত Quotes