Shashanko Studio   (কবি শশাঙ্ক)
11 Followers · 27 Following

Joined 26 July 2018


Joined 26 July 2018
12 JUL 2021 AT 20:58

প্রথম প্রথম ভালোবাসা
উত্রে পরে হয়না কারো সবর
পরে দেখবে সময় কালে
মারবে দৌর হারিকেন দিয়ে
খুঁজলে ও পাবে না কোনো খবর।

-


1 OCT 2020 AT 15:18

কারো জন্য কষ্ট করা
মনে হয় পাপ
সময় কালে সে হয়ে যায়
এক বিষাক্ত সাপ।

-


7 SEP 2020 AT 14:10

মানুষ যত দিন বেঁচে থাকে
কেউ জিজ্ঞাসা করে না
সে কিভাবে বেঁচে আছে
কিন্তু যেদিন মারা যায়
সেই দিন সবার মুখ থেকে
একটাই কথা বেরায়
কী ভাবে মারা গেলো....
এরকম কেনো ?

-


31 JUL 2020 AT 4:00

অনেক তো বলেছিলি
সারা জিবন তোর পাশে
থাকবো ছাড়বো কোনো দিন সঙ্গ
এখন বুঝি ওগুলো ছিল সব মিথ্যে রঙ্গ।


-


20 JUN 2020 AT 23:07

মানুষের যদি না দাও কোনো ভেলু
তাহলে ভেবে নাও সারা জীবন
তুমি খাবে শুধু পচা আলু।

-


5 JUN 2020 AT 21:08

কারো ক্ষতি করার আগে
একবার অন্তত ভেবে নিন
ওই ক্ষতিটা কেউ যদি
আপনার করে কেমন লাগবে।

-


5 JUN 2020 AT 13:57

সুখ আর দুঃখের মধ্যে পার্থক্য কী
সুখ আসে কিছু দিনের জন্য
আবার চলে যায়
আর দুঃখ সারা
জীবনের জন্য থেকে যায়।

-


24 MAY 2020 AT 21:40

ভালবাসতাম যাকে
সে তার সুযোগ বোঝে
না বলেই ফ্রুত করে
উরে গেছে কোন এক ফাঁকে।

-


18 MAY 2020 AT 8:47

মাঝে মাঝেই এসো কেমন
নইলে আবার চলবে না যে মানুষের কল।

-


17 MAY 2020 AT 23:31

টাকা ছিল ভালোবাসা ছিল
আজ টাকা নেই ভালোবাসা নেই।

-


Fetching Shashanko Studio Quotes