Someone - what is love?
Me - illusion of self-destruction ..-
-জানিস সব শেষেই খুব নিখাঁদ হয়।
- কি ভাবে?
- ওই যে সম্পর্কের শুরুতে স্বার্থ থাকলেও
শেষে স্বার্থ থাকে না।
থাকে শুধু মুক্তি দেওয়া আর নেওয়ার লড়াই।-
বৃষ্টি তোমার শরীর ছোয় তোমায় ছোয় না কেন?
বৃষ্টি তোমার শরীর ছোয় তোমায় ছোয় না কেন?
কথা ছিল ভিজবো একসাথে,
তাই মেঘ আজ ও শুকনো।
-
You are the best I could have. Can't see you breaking apart ..
I know you broke before and can't do anything but see you draining in the rain.. cause the pain you felt I have going through the same…
You are the best of the best but still can't claim ..
Your feeling will torn again and I will be the side of you faith caring your beats,healing your faults like I do always.. cause i'm the best of friends you got…
And standing next to you is all I can.. you are the best I could have like the best you already have.-
বড্ড বেমানান লাগছে নাহ্? অস্বস্তি হচ্ছে?
যার সাথে কাল অব্দি অবাধে ঘুড়তে, মনের সবটুকু উজাড় করতে আজ সে তোমার দুই আঙ্গুলের মাঝের দূরত্বের মত চেন-অচেনা দ্বন্দ্বের শিকার। যারা কাছে তো আছে পাশেও কিন্তু নেই, উপস্থিতি নেই, উষ্ণতা নেই।
নিয়ম মাফিক সেই বন্ধুত্বের প্রকাশ নেই।
আর তুমি ওই হাতের তালুর মত, কাঁটা তারের রেখা পড়ে,
মুঠো ভর্তি সুখ খোঁজো কর গুনে গুনে।
-
She only knew how to paint a blossoming heart may be that's why 't' remain silent when ever she founds her heart ..
-
আধ-ভাঙা সত্যির সতীত্ব আর
রাবনের রামায়ন গল্প
পুরো না জানলেই ঘৃন্য।-
তুমি তার আশায় দিন বোনো স্মৃতি কাটার হাত ধরে,মরছে পড়া অনুভূতিরা বাতাসের শিরা চড়ে।
উড়তে উড়তে বুঝতে পারে হাওয়ার কত বদল,
দূষিত নিঃশ্বাসে সব সয়ে যায়,
শুধু সময় সময়ের নকল।-
একাকি প্রেমের গল্প জিজ্ঞেস কোরো সেই কবিতার স্তবককে যার কমা দাড়ি নেই
তবুও পূর্নতার আশায় কলম খোঁজে
কবির চোখে চোখ রেখে।-