পচা গলা ভালোবাসা
থাকে পড়ে জীবন্ত লাশ।
কোথাও জাইগোট যায় ডাস্টবিনে,
কেউ নিকোটিনে ছাড়ে দীর্ঘশ্বাস!!
বিশ্বাসে মেলেনা ইদানিং বস্তু
জাঁকজমকেই সর্বনাশ।
কোথাও দু'জোড়া পা নামে বৃষ্টিতে শ্রাবণে,
কেউ বাঁচিয়ে রাখার নিজেকে দেয় আশ্বাস।।-
ওই পদ্মা নদীর মাঝে
যদি ইচ্ছে ভাসাও রাতে,
তোমার প্রিয় অনুভূতি গুলো
সব মিলবে নরম ঘাসে।
যদি রাত্রি জাগো মুচকি হেসে
কারোর কল্পনার আবেগে ভেসে,
করবে তখন কি?
যদি সব মিথ্যে হয় অবশেষে!
তার কানের দুই দুলে
তার হাতের আঙুলে ফেঁসে,
তার চুলের গন্ধে মিশে
তাকে সাজাও আপন বেশে।
তার চোখেতে চোখ রেখে
যদি কিছু বুঝতে পারো শেষে,
আচমকা ভাঙে যদি ঘুম!
যদি সব স্বপ্ন হয় অবশেষে?
যদি হৃদয় তোমারো ভাঙে
এসে বসো কিন্তু পাশে,
ভাগ করে নেবো দুঃখ তোমার
শোনাবো আমার এক গল্প হেসে।
তোমার প্রিয় অনুভূতি গুলো
সব মিলবে নরম ঘাসে ।।-
তোমার আমার মত কত গল্প লুকিয়ে থাকে,
দিশা হারিয়ে বাঁচার তাগিদ ছেড়ে দিলে
অদৃশ্য কেউ পিছন থেকে স্বপ্ন বলে ডাকে।।-
One last try
I know it was my mistake,
It's really tough to forgive self. One last try
One last try - shamim
I can't blame me till my last breath.
I'm broken, I'm hopeless,
That doesn't matter,
I'll start walk again.
One last try
To inhale a hopefull oxygen.
I know, many 'last try' happens,
But one last try,
Cause i can't die everyday till my actual death.-
নিদারুন এই সমুদ্রের ঢেউ,
আছড়ে পড়ছে বালুর চড়ে
একলা তুমি, জানতে চাইবেনা কেউ।
এত ভাবছো কেনো?
হালকা মেজাজে মশগুল হও,
অন্তযুদ্ধ তো চলবে পাঠরত
প্রচ্ছন্ন আবেগগুলো এবার জলে ভাসিয়েই দাও।।-
বৃষ্টির আহবান
বৃষ্টি আসুক শহর জুড়ে
ধুয়ে যাক লৌকিক গড়ল বিষ্ ,
উইপোকায় খাওয়া মানবিকতা সত্ত্বেও
বাজুক মনে সবার দোয়েল শিস্।
বৃষ্টি আসুক শহর জুড়ে
পিচ রাস্তা এবার ঠান্ডা হোক,
তার খালি পায়ের দোহাই নিও
তার চোখের জল, বৃষ্টি আজ ধুয়েই দিক।
বিপর্যস্ত চিন্তাভাবনার ধারা বদলে
হিংস্রতা এবার নিপাত যাক,
বৃষ্টি আসুক শহর জুড়ে
হিংসা বঞ্চনার খেলা এবার একটু বিরতি পাক।
ধূসর বর্নে আজ সবুজ প্রাণ
সোঁদা মাটির গন্ধকে তারা করছে আহ্বান,
আসুক বৃষ্টি শহর জুড়ে
ধরুক শুকনো পাতায় আবারো সতেজ জান॥-
তবু ভালো থাকতে হয়
উপেক্ষা করে সমস্ত নির্দ্বিধায়,
হারিয়ে যাওয়া খুশি এড়িয়ে
মুচকি হাসা এখন বড়ই দায়।
অদ্ভূত এই মায়ার দুনিয়ায়
কেউ আপন তো কেউ পর হয়ে যায়,
দিনের শেষে ঘরের কোণে
অশরীরী কেউ আমাকে নিজের ঠিকানা বলে দেয়।।-
স্ফূর্তি তোমার ভাবুক সাজে
নুতন হাত দুটি যেনো রাঙিয়ে রাখে,
তোমার আদলের ছাপ যা ছিল
বদ্ধ সিন্দুকে এখনো পড়ে তা আছে।
তোমার জন্যই হারানো গল্প গাঁথা
তোমার চুলের গন্ধে মাখা,
কন্ঠ তোমার আজও শোনায়
ঘটনাবলী আবার নতুন সাজে।।-
When home is far
You don't have a car,
You are in a journey
The headphone is in the ear.
When wistle the train
The window seat is near,
You are totally alone
You just have the fear.
When You look through the glass
You see fog on the grass,
The green trees, the calm river
You feel the life, now you don't care.
-
I close my eyes but do not sleep
Now it shows me reality not dreams,
I know my life but never complained
It's just a trailler, like a short clip.-