Shambhu Karmakar   (shambhuK)
37 Followers · 26 Following

read more
Joined 30 May 2018


read more
Joined 30 May 2018
7 APR 2022 AT 23:32

দূরত্ব বাড়ে স্মৃতির দিগন্তে,
আঁধারের চোখে ভেজা স্রোত!
সময়ের হাতে অচেনা ফুল...
অভিমানের পোষাকি নামে।
হৃদয়ের হাসি বিষের বাঁশি,
বেনামি খাতাই লেখা, তার
শত অভিযোগ।।

-


2 APR 2022 AT 0:19

দিনের শেষে সব সম্পর্কই বিক্রি হয়ে যায় "প্রয়োজনের" দামে।😊

-


8 FEB 2022 AT 21:42

মিলন বিচ্ছেদের পূর্ব সজ্জা মাত্র!

-


7 JAN 2022 AT 18:03

শব্দ তোমার অস্ত্র হোক, আমার নিরবতা 😊

-


27 NOV 2021 AT 19:20

যে ভালোবাসা কাছে থেকে মর্যাদা পায়না সে দূরে সরে গিয়ে ভালোবাসে!
ভালোবাসা অবহেলায় দোমে যায় ঠিকই, কিন্তু সে মরে না কখনো।।

-


27 NOV 2021 AT 19:13

সময়ের স্রোতে শুধু স্মৃতি থেকে যায় গোধুলির শেষ মাঝিটি হয়ে!!

-


12 NOV 2021 AT 21:57

"জীবন বহমান স্রোত, স্মৃতিরা জমতে থাকে পোলির স্তরে!
গ্রাস করে স্রোতের গতি,
মন্থর স্রোত হেরে যায় মোহনার বুকে এসে।
ভেসে যায় জীবন স্মৃতির কালকুটে!!"

-


10 SEP 2021 AT 7:26

যখন কোন একটা সম্পর্ক নাম বদলে বেনামী সম্পর্কের নাম নেয়, তখন বিষয়টি শুনতে ভালো লাগলেও বুঝতে হবে নিঃস্বার্থ ভালোবাসাটা ফিকে হয়ে পড়েছে। আর সম্পর্কের প্রয়োজনীয়তা শুধু-প্রয়োজনের আশ্রয় নিয়েছে।।

-


26 JUN 2021 AT 3:10

গোধূলির খামে রুক্ষ সময়,
বয়ে যায় শুষ্ক স্রোত।
বিকেলের ঢোলে পড়া রোদে
ভেসে ওঠে জীবনের অবয়ব!

-


24 JUN 2021 AT 3:09

রাতের আঁধারে তার শব্দ শুনি__
জোনাকির স্নিগ্ধ রঙে মিশে।
তার খোলা চুল ছড়িয়ে বাতাসে,
চাঁদ উঁকি দেয় আঁচল সরিয়ে।।

-


Fetching Shambhu Karmakar Quotes