কেনো তুমি এতো সুন্দর;
বৃষ্টিস্নাত শহর আমার?
এক কাপ চায়ে চাহিয়া থাকি;
তিলোত্তমা তব মুখো পানে,
পাই যেন ঈর্ষার ছোয়া,
মম প্রেয়সীর ঘ্রাণে।-
To all the women out there,
You carry life, you give birth, you nourish, you care, you cheer, you love! You do everything every single day, every single moment; so why do we need just a single day to celebrate all your sacrifices, your hard-works, your strengths, your abilities, your intelligence, your bravery? Everyone says it’s your day; but everyday is your day. May you take care of yourself, love yourself, do whatever you want to do. May you get all the respect, all the justice you deserve. You are strong, you can dream anything, chase those and fulfil all your wishes by your own!
As everyone is celebrating “Women’s Day”, as per the craze I wish all the beautiful ladies a very Happy Women’s Day ❤️❤️❤️
Love from someone who believes you’re much more than everything-
ঠিকই একদিন কেটে গেলো সেই রামধনু;
খালি ফেলে গেলো কিছু প্রতিশ্রুতি।
রঙের খেলা হইতো বা হয়েছিল শেষ,
তবে তার রেশ তখনও রয়েই গেছে;
স্বপ্নে তখনও ওঠে রামধনু, প্রতি মুহূর্তে।
এক একটা মুহূর্ত, এক একটা দিন,
কেটে যায় সময়ের নিয়মে, ও যে সদা ব্যস্ত,
কারো জন্য সে করেনা অপেক্ষা,
বয়ে চলেছে অবিশ্রান্ত ধারায়, সব রঙ ফিকে করে।
ফিকে হতে হতে আজ খালি পরে আছে
সেই কালো আঁকিবুকিওয়ালা সাদা কাগজগুলি;
আর সাথে আছে ধূসর কিছু আশা,
সেগুলোও অবশ্য ঘষা খেতে খেতে আজ বিপন্ন।
আজও আমি জ্বালাই সেই কাগজগুলি, প্রতিনিয়ত;
কেবলমাত্র জীবনের খোঁজে।
জীবন পুড়বে জীবনের স্রোতে,
পোড়া জীবন, পোড়া ছাই ই দেবে জীবনের মানে।
জীবন না পুড়িয়ে কি কেউ জীবনের কথা বলতে জানে?-
কইয়ে তারে তুমি "নিন্দুক",
যেনো কোথা বুনলে বীজ অহম এর, অজান্তেই;
"নিন্দুক" কইও না গো তারে; কও "সমালোচক";
তবেই না তুমি উঠবে আরও উপরে, তার ও উপরে;
বোধকরি একথা বলতেন তিনি ও, থাকলে আজ ......-
তোকে নিয়ে স্বপ্ন বুনতে ইচ্ছা করছে খুব;
চল না গিয়ে বসি বারান্দার ওই ভাঙা সোফাটায়,
কাঁচের জানলাটা খানিক আলগা খুলে রাখবো কিন্তু,
একটু না হয় ভিজলাম ই বৃষ্টির ছাট এ।
সাথে আমার বানানো আদা চা। কি বলিস চলবে?
তোর খুব কষ্ট না হলে পিঁয়াজি বানাস না হয় কয় একটা;
চিন্তা করিস না, অল্প স্বল্প হেল্প আমি করে দেবো।
আর গান? ধরিস নারে তোর মিষ্টি গলায় কিছু;
কিছু তোর পছন্দের; কিছু আমার।
মিষ্টি মধুর গান, বৃষ্টির শব্দ, মাঝে মাঝে মেঘের গর্জন,
নিয়ে যাবে পুরনো সেই স্মৃতিগুলোর কাছে;
ওগুলোর ওপরে যে ধুলোর একটু আস্তরণ পড়েছে রে;
মাঝে মাঝে ধুলোগুলো ঝেড়ে ফেলতে হবে তো নাকি?
যাবি ফিরে সেই প্রথমের দিনগুলিতে?
যখন এমনই কোনো বৃষ্টিস্নাত দিনে, দুজনে হাত ধরে,
ছাতা মাথায় করেছি পার হাটু জল, কতবার;
তারপর সেই ট্রেন এর জন্য লম্বা অপেক্ষা;
আর তারই মাঝে বলে ফেলা,
মনের গভীরে জমে থাকা সব না বলা কথা।
কথা জমেছে আজও, কারণ আমরা যে বড়ই ব্যাস্ত;
ফুরসৎ নেই কথা বলার, কথা শোনার।
আজ হোক তবে কথা,
কথা হোক চোখে চোখে, অমলিন হাসিতে;
কথা হোক হাতের আলতো স্পর্শে, গা ঘেঁষাঘঁষি তে;
কথা হোক বৃষ্টি ভেজা গালে স্নেহ চুম্বনে;
কথা হোক তবে আজ মনের সাথে মনের মিলনে।-
খুঁজে ফেরি মম পদচিহ্ন;
ফেলে আসা দিনলিপিতে।
পারলে আঁকতে একটি ও বিন্দু,
এ জগৎ সংসারে; কারো হৃদয়ে,
কইবো চিল্লায়ে আপনারো চীত্তে
“হে বন্ধু, দাম তোমারও আছে
যদিও বা তাহা কেউ না স্বীকারে”।-
Million years ago...
Or it seems so...
I got my first opportunity...
Opportunity to sink into those eyes!
Eyes that reflect my long lost soul!
Soul that longs for a pure heart!
Heart that makes me fall for its melancholy;
Again.....
-
Haar roz tujhe dekhte huye bhi na mil paane ka dard,
Aur saha nahi jaata;
Paar tujhe chhulene se
Teri hawa me gayab ho jaane ka daar bhi peecha nahi chodta!
Aye dilbaar, aise na mila kar haar roz mere khwabo ke bahar,
Khayalon ki malika hai tu mere,
Sapno me hi rha kar!-
Sometimes I start talking when u are in mid-way expressing ur thoughts! But u don't get irritated, u always give me the chance to say what I want to say & u listen patiently. I really appreciate that quality of yours. Another thing is u are very open-minded. U are very cool with suggestions & criticism. U listen to those very carefully too. And last but not the least u are very direct. U have the guts to say what u feel and this is one of the things I like most during our conversation. It's very rear now-a-days. These all small gestures make me talk freely to you. Thank you 😊. Hope to have hell lot of conversations with u and will resume pretty soon from where we paused our last conversation 😉.
BTW I think hot or cold whichever it is, coffee and the lasagna 😜 create the best mood to have great conversations with my BESTEST buddy.-
Apne khusi ke aage pure duniya ko bhul jaate dekha maine;
Galati jante huye bhi vo galati baarbaar karte dekha hai maine;
Dil aur dimag ke ladai me humesa dimag ko haarte dekha maine!
Kisi ek k liye baki sabko bhul jaate dekha maine;
Kisiko galat bolke wohi galati khudko karte dekha hai maine;
Peeche mudke aaj khudko dekha maine!-