শ তা ব্দী   (© শতাব্দী 🍁)
98 Followers · 35 Following

read more
Joined 20 April 2019


read more
Joined 20 April 2019
12 JUL 2021 AT 2:36

কিছু ভালো সময় হঠাৎ এসে যায় ... হঠাৎ আসে বলেই হয়তো এত প্রানবন্ত , উজ্জ্বল হয়ে ওঠে মুহূর্তগুলো ...❤️

-


21 MAR 2021 AT 21:39

শুধু কবিতার জন্যে
হাঁটতে পারি মাইল মাইল পথ ,
মসৃণ ,সরু গলি
বা
কাঁটা ঝোপ , মরুভূমি
আলো আঁধারে ।

শুধু কবিতার জন্যে
হাসতে পারি সবটা ভুলে
অনিদ্রা রাতের শেষে
বা
বিচ্ছিন্ন কোনো দ্বীপে ।

শুধু কবিতার জন্যে
অসম্ভবকে করি সম্ভব
শুকনো অশ্রুজলে
বহু ব্যর্থতার ওপারে ।

শুধু কবিতার জন্যে
অপেক্ষার প্রহর --
মখমলের চাদরে
কিংবা
ফুটপাতের নিয়ন আলোয় ।

কবিতার জন্যেই বাঁচা
কবিতাই ভালোবাসা !!

-


14 MAR 2021 AT 15:25

থাক না মাইল মাইল দূরত্ব ,
মনের নৈকট্যটুকু রয়ে যাক ।
নাই বা হলো রোজের দেখা ;
স্বপ্নের আসর জমুক ফোনের প্রান্তরে ।
কাটুক না সাদা মাটা ভ্যালেন্টাইন ,
দুঃখ সুখে হোক প্রতিদিনের উদযাপন ।
ভালোবাসা বাঁচুক সহজ সরল বিশ্বাসে !!

-


26 FEB 2021 AT 9:01

ঠিক পাঁচটায় ঢং ঢং আওয়াজ যখন দোতলার দেওয়াল ঘড়িতে , দুষ্টু ছেলে খেলা ফেলে ঘরের পথে , গরু বাছুর হাম্বা হাম্বা ডেকে গোয়াল ঘরে , লাল টকটকে সূর্য্য সবুজ ধান ক্ষেতের মধ্যিখানে , তখন ট্রেনের চাকা ঘুরতে শুরু করলো !! পিছনে পড়ে রইলো ধুলো মাখা একটা স্টেশন , দু চারটে অবহেলিত তবু রঙিন গাছ আর গ্রাম বাংলার ধূসর জীবন !
শহরের চাকচিক্য থেকে বহু দূরে সোনাঝুড়ির আলতো হাওয়ায় , জমির আলে , খেজুর গাছের খাঁজে , পুকুরের টলটলে জলে , সান বাঁধানো বট বা অশ্বত্থে , পথের অজানা ফুলে মেঠো সুরের গুঞ্জন আর অপার শান্তির হাতছানি ! ভোরের কুয়াশা , কনকনে ঠাণ্ডা , কালবৈশাখীর ঝড় , সকালের চা সাথে রেডিওর অবিচ্ছেদ্য সুরের বাঁধন , অলস দুপুরে কার্নিশে বালিশ আর ছাদে বড়ির সখ্যতা , শান্ত বিকেলে নিকোনো উঠোনে আলপনা , সন্ধ্যের আঁধারে তুলসীমঞ্চে প্রদীপ , ঝি ঝি পোকার ডাক , নিস্তব্ধ রাত্রে দূর থেকে ভেসে আসা ভাটিয়ালি বাউল গান .... এভাবেই ডালা সাজিয়ে থাকে আমাদের বাংলা , আমাদের প্রকৃতি মা !!
আমাদের কেবল দেখার সময় হয় না !

-


21 NOV 2020 AT 22:14

সহজ হওয়া নয়তো মোটেও সোজা ,
অন্যকে নয় , কঠিন তো নিজেকে বোঝা !

-


23 OCT 2020 AT 23:51

স্বপ্নচারিণী

তোমার সাথে দেখা -

তুমিই ডেকেছিলে টেলিফোনে

মেঘলা বিকেলে ,

পরিচিত ক্যাফে টেবিলে

মুখোমুখি আবার ;

নিজেই শুধোলে প্রথম

কেমন আছো ?

আমার অলিন্দে বৃষ্টি ঝমঝম

........( পুরো কবিতা ক্যাপশনে পড়ুন )

-


30 JUL 2020 AT 13:23

মনে হয় পাখি হয়ে উড়ে যাই ,
অজানা দেশে বাসা বাঁধি !
সুখ স্মৃতি বন্দী মনের গোপনে ,
পুরোনো দুঃখ ,কষ্ট , ভুল মুছুক আঁধারে

-


30 JUL 2020 AT 13:14

#উপলব্ধি

#অভিজ্ঞতা

সম্পর্ক হয় ভালোবাসা আর যতনে ,
রক্তের টান প্রহেলিকা মাত্র !
একরাশ অভিমান মনের গোপনে ,
আন্তরিকতায় মজেছে মন যত্র তত্র !!

-


3 JUL 2020 AT 12:52

আমি চাই তুই ভালো থাক ,
নাই বা হলাম তোর সুখের সঙ্গী ,
নাই বা হাঁটলাম গলি থেকে রাজপথ -
নাই বা বুনলাম একই স্বপ্নের জাল ;
তবু আমার একমাত্র চাওয়া
তুই ভালো থাক !
হয়তো অজানা রয়ে গেলো
তোর অনেক কথা , অনেক ব্যথা ,
হয়তো আর দেখাও হবেনা কখনও !
হটাৎ দেখে ঠোঁটের কোণে
চলকাবে না এক চিলতে হাসি ;
তবু তুই ভালো থাক !
হয়তো ব্যস্ত নিজের জগতে
ভুলেছিস মোরে ,
আজ আর কোনো দাম রাখিনা
তোর জীবনে ;
তবু চাই তুই ভালো থাক !!

-


1 JUL 2020 AT 9:25

আজ তাদের দিন
যারা দিন রাত এক করেন
অচেনা মানুষের মুখে হাসি দেখার জন্য ,
অপরিচিত মানুষকে ভালো রাখার জন্য ;

আজ তাদের দিন
যারা চিন্তা করেন অনাত্মীয়র জন্য ,
যারা এক মুহূর্তে এনে দিতে পারেন সুখবর ,
আবার সম্মুখীন করেন কোনো অপ্রিয় সত্যের !

আজ তাদের দিন
যারা পরম যত্নে সেবা করার শপথ গ্রহণ করেন ,
আজ তাদের দিন
যারা মানবিকতার সাথে মানুষের সুস্থতা নিয়ে আসেন !!

Happy Doctor's Day !!

-


Fetching শ তা ব্দী Quotes