Semicolon   (সেমিকোলন)
262 Followers · 29 Following

যখন তখন unfollow করে দিতে পারি জেনেই
follow back করবেন। নয়তো নয় !!
Joined 6 September 2020


যখন তখন unfollow করে দিতে পারি জেনেই
follow back করবেন। নয়তো নয় !!
Joined 6 September 2020
21 NOV 2021 AT 5:48

মনকে মনের বোঝা বোঝাতে গেলেই, চোখ ওমনি নিজেকে দোষি ভাবে ।
আর মুখ কিছু বলতে না পারার অপরাধ বোধে ভিতর ভিতর গুমরে মরে !!

-


8 JUL 2021 AT 23:24

অতীত নিয়ে ঘাটাঘাটি শেষে
ফের জানিয়ে গেছে ভালোবাসা;

তুমি জিতে যাওয়া গানের মতো,
আর আমি হেরে যাওয়া কবিতা !!

-


18 JUN 2021 AT 12:03


..........................................................................

জীবনধারণের
আয়োজন,
মৃত্যুটা অচলায়তন !!

..........................................................................

-


9 JUN 2021 AT 0:42

..........................................................................

একা থাকায় কোনো কৃতিত্ব নেই,
তবে একাকিত্বে আছে ;
নিজের কাছে নিজের !!

..........................................................................

-


18 APR 2021 AT 0:09

.............................................................................

ভেজা মাটি.....
বৃষ্টি নাহয় রক্তের লালি।

দু এক পা পথ পেরোলেই,
আবার আমি
স্বপ্ন দেখার সকাল খুঁজতে বেরোই;

পাহাড়তলীতে ধস নামে,
সংবাদে খবর আসে
জীবনে আবার শূন্যতা ছুঁই ছুঁই !!

.............................................................................

-


11 DEC 2020 AT 20:11

প্রেমিক... !! কেন তুমি পরিস্থিতির শিকারে ?
প্রেমিকা খুঁজেছে সত্যকে, তোমায় ভালোবেসে ;
কেউ বোঝেনি এক ঘটনায় একাধিক সত্য থাকে !!

-


4 DEC 2020 AT 20:41

উঁচু 'অবস্থানে'-র পরিবর্তে 'অফ স্থানে' পৌছালো !!

-


13 NOV 2020 AT 19:51

আজ আবার কথা রেখেছ, ছুঁয়েচ তোমার নরম ঠোঁটের স্পর্শে ;
বছর পাঁচেক আগে, কথা দিয়েছিলে যেমনি আত্মহননের আগে !

-


16 JAN 2022 AT 2:25

একটা টিয়া, বদ্ধ কারা ; দূরত্ব সংজ্ঞাহীন,
দুই শালিকের ঝগড়ায়ও যেন ভালোবাসা অন্তহীন !

-


15 JAN 2022 AT 2:43

.......................................................................................

- দূরত্ব কি সত্যিই ভালোবাসা বাড়ায় ?

- উমম্, সাময়িক দূরত্ব ভালোবাসা বাড়ায় বৈকি !
কিন্তু, দীর্ঘকালের দূরত্বে ভালোবাসা হারায় !!

.......................................................................................

-


Fetching Semicolon Quotes