স্বর্ণলতা   (© কলমে_স্বর্ণলতা🍁)
101 Followers · 16 Following

read more
Joined 24 January 2023


read more
Joined 24 January 2023

খবরের কাগজে আজ মুছে গেছে কালি,
নিংড়ে
নিয়ে
বিক্রি
হয়—

রক্তকরবী;
ছোঁয়াচে মেল-ট্রেন শেষ আলো দেখে,
ফেলে
আসা
স্মৃতি
কাল—

অভিসম্পাতে।


-



ইচ্ছেরা ডানা মেলে,
বুকপকেটে লুকিয়ে দুখ ;
ব্যস্ত হাসির অল্পসময় !
আসছি বলে ছুটছি খুব।

-



দরজায় কত অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকি ,
মধ্যরাতে টলে পড়া পুরুষ শরীরটা যখন সামনে আসে
আমার দুজোড়া চোখের উপর, চোখ রাখি —
অথচ ঘর-জোড়া বিষাক্ত বাতাসে দেখি দুটো বিরক্তির নজর ।

চা'য়ের কাপে একটু চিনি বেশি মিশলে
কাপটা যেমন ভেঙ্গে পরে নিয়ম মেনে নরম কার্পেটে,
খেলার ছলে অনেক কথা ভেসে এলেও—
তাদের পাশ ফিরে শুই'য়ে রাখি মণি'র ভেতর; মমি সেজে ।
মাঝে মাঝে খুব ইচ্ছা হয় তাও,
আমার গায়ের গন্ধটা তার শরীরে মাখায়,
তার লোম জুড়েও থাকুক আমার চুলের তেলচিটে গন্ধ।
দিনশেষে ফেলে দেওয়া জামা-প্যান্ট গুলো কুড়িয়ে
ধুয়ে আনি যখন কলঘর থেকে,
অল্প সার্ফে'র গন্ধ নাকে গেলেই
কেমন চিকন মুখের ভ্রু জোড়ায় ভাঁজ পরে প্রতিনিয়ত।

তবে, রোজ জামা'গুলো জলে দেওয়ার আগে—
যে মেয়েলি-সুগন্ধি আমি নাকে মাখি,

তাহ কিন্তু কখনো সে আমায় উপহার দেয় নি... জানো!

-



পরিচয়ে এসেছিল যারা
কেনো পরিচয়'হীন আজ!
সময়-সুযোগ ফুরালে বোঝায়
...'মানুষ ভাবা' পাপ।


-



সময়ের সংলাপে ভীষণ জ্বর
থার্মোমিটার ভেঙেছে;
তোমাকে ছোঁয়া বড্ড কঠিন,
হৃদয় যখন পুড়েছে।


-



অবহেলার ভালোবাসারা
অক্ষর ভুলে গন্তব্যের আগে;
নিঃসঙ্গ-কালি
কলমের আর্তনাদ চাপে; জীবন্ত-লাশে।

-



যে ছেলেটি পুড়ছে রোজ নিজের সুখের নিয়ম ভুলে
রোদ্দুরের উঠানে সয়ে নেই তাপ; ছাতা হয় "বাবা" বলে।

-



ছুঁয়ে দেখিবার সাধ্য কই! রংরুটে চলিয়াছে নিথর দেহ
বোবা-ট্রেন ব্যস্তই বারোমাস; এলোমেলো ভাবনায় এফিটাপ কেহ।

-



আসল মানুষ খোঁজে কজন! সবাই জাতিস্মরে ডুবতে যায়
উপশম যদি হাতড়াও নীরবে; আমি রাতের মর্ফিন হতে চাই ।

-




দুটো গল্পের বই লুকিয়ে রেখেছি । 
তোমার ইনসমনিয়ার রাতে কাজে লাগবে

তুমি হেঁটে দেখো কিছুদূর গিয়ে, বৃষ্টি এলে গোড়ালি ঢেকে নেবো জলের স্রোতে;

তুমি গান গাইবে যখন মন বারান্দায়, আমি হবো জোৎস্না রাতের শরীর।

তুমি পলকহীন চোখে ক্রিসেনথিমামের বাগান দ্যাখো
আমি নিচেই ঘুমোবো, মেহগনি কাঠে— কফিন ।


-


Fetching স্বর্ণলতা Quotes