একদিন চলে যাবো
সব ছেড়ে...
কিছুই আমার নয়...
তবুও মায়ায় জড়িয়ে,
অন্তরীণে দেখা অদেখা জানা অজানা
চেনা অচেনার মাঝে..
শত আঘাতের পরেও মিশে যেতে চাই যদি ডাক দাও প্রিয় নাম ধরে..
ভালোবাসা ভোরে যদি ডাকো,
ডাক দিও প্রিয় নামটি ধরে।
আবারও ধরা দিবো সব আঘাত ভুলে;
কারণ বড়োই বেহায়া আমি..
এক্কেবারে চলে গেলে আর ফিরেই পাবে না আমায়।
সেদিন কিন্তু প্লিজ কেঁদো না হাসি মুখেই বিদাই দিও আমায়।- দীপঙ্কর চক্রবর্ত্তী
23 JUL 2019 AT 2:03