রসিক বাঙালির শুভ কেক পর্বের সূচনায় সকল বাঙালিকে জানাই শীতকালীন প্রিয় উৎসব বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন .....😊🌲
-
Sending children to English medium schools is now the elegant status symbol of *MODERNISM* . *MODERNISM* doesn't depend on speaking English . *MODERNISM* doesn't depend on anybody's attire . Nowadays modern people's body exposing outfits are closely similar to the primitive's bark garments . So how can we call them MODERN !
Actually in present days , people mostly misguided by pseudo modernism . *MODERNISM* means positive liberal thinking , flourished ideas , developed mentality .
-
প্রকৃতি , তার জরাগ্রস্থ জীর্ণ বস্ত্রটি পুনরায় পরিধান করিয়াছে তাই সকলকে জানাই হৈমন্তীক শুভেচ্ছা ।
-
"নারী সঙ্গে নরগণ সময় কাটায় ,
মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয় ।
~ সংগৃহীত ( শ্রী শ্রী লক্ষ্মীদেবী পাঁচালি )
These two lines have so much truthful significance that I can't stop myself from putting these two in the timeline .-
The book of compiling various experiences is called Life & its invaluable pages are called Memory .
-
As a student , every Soul uses its key instrument , Mind to learn anything in its life . In this case , the path of mind should be clear and simple so that the knowledge can easily enter but if there are so many tangles of complexities in the path how can knowledge be able to enter ?
-
"Shab-e-qadr" , the night of decree when the Quran ( believed to be the word of Almighty as dictated to Muhammad by the archangel Gabriel and written down in Arabic ) was first sent down from Heaven to the world . It is the night when the first verses of the Quran were revealed to the prophet Muhammad in a cave on the mountain of Hira in Mecca .
-
If somebody is unable to understand you . That means you're not his or her subject . Let's him or her go to find his or her actual subject 😊 .
-
বছর ঘুরে চৈত্র সংক্রান্তির বিশেষ দিনটি এসে উপস্থিত । সমগ্র কান্দি শহর মেতে উঠেছে উৎসবের মরশুমে । এসে গেছে কান্দির রুদ্রদেবের প্রাচীন পরব "হোমের মেলা" । গাজনের মেজাজে আমোদিত সন্যাসী ভক্তরা বোলানের প্রস্তুতি নিচ্ছে । চরক নয় নীলপুজোর পুণ্যতিথিতে হয় এই জাঁকজমকপূর্ণ প্রাচীন অনুষ্ঠান হোমের মেলা । চৈতালী হাওয়ার আবেশে নিমজ্জিত , মেলার বিভিন্ন সরঞ্জামের দোকান পরিবেষ্টিত , আলোর রোশনাই এ সজ্জিত হয়ে কানা মুয়ুরাক্ষী নদীর তীরবর্তী পবিত্র স্থান হোমতলা , উন্মুখ নয়নে আহ্বান জানাচ্ছে আদিদেব মহেশ্বর ও তার ভক্তদেরকে । রুপোর পালকিতে রুদ্রদেবের রূপপুর হতে হোমতলা যাত্রা ও বিশ্রামতলায় বিশ্রামের বেদীতে আসনগ্রহণ , লালরাঙা বসনধারী ব্রহ্মচর্যরত সন্যাসীদের লাঠিখেলা , ভক্তদের জলঢালা পর্ব , নদীতে ভক্তগণসহ দেবতার স্নান ও পরিশেষে হোমযজ্ঞ ,.......এভাবেই আয়োজন করা হয় কান্দির ঐতিহ্যবাহী " হোম উৎসব "এর ।
-
দোকান থেকে আসা হালখাতার কার্ডগুলো দৈনন্দিন ব্যস্তজীবনের কঠোর বেড়াজাল ভেঙে জানান দেয় আসন্ন বৈশাখী উৎসবের । প্রহর গোনা শুরু করে তখন সকল বাঙালি হৃদয় । গণেশ পুজো , হালখাতা , নতুন জামা , গুরুজনদের প্রণাম , আত্মীয়-স্বজনের সাথে জমায়েত আড্ডা ও তার সাথে বাংলার ঐতিহাসিক মিষ্টান্ন রসগোল্লার অমূল্য ভান্ড ..... সব নিয়েই রসিক বাঙালির ঐতিহ্যবাহী অনুষ্ঠান ....... নববর্ষ ।
সেই বাল্যকাল থেকে পরিণত বয়োঃপ্রাপ্তিতেও যার প্রতীক্ষা বাড়িয়ে তোলে মনের চঞ্চলতা , তারই নাম ..... পয়লা বৈশাখ ।
-