পথের খবর পথই জানে,
কোথায় শেষ গন্তব্য!
মায়ার বাঁধন থেকে মুক্তির খোঁজ,
মৃত্যুই শেষ ভবিতব্য।-
বিশ্বস্ত ও স্বার্থশূন্য হবে যেই জন,
বন্ধু নামে সে আমাদের জয় করবে মন।
-
ছোটোবেলায় বড়ো হবার তীব্র নেশা তাড়া করে বেড়াতো , আর বড়ো বেলায় শুধুমাত্র শান্তি আর স্বস্তির নিঃশ্বাস তাড়া করে বেড়ায় ।
-
নিঠুর শ্রাবণ অভিমানী হয়ে
ঝরছে দু-নয়ন বেয়ে,
স্মৃতির আঁধার,অভিযোগের পাহাড়
শুধু তোমার পানে চেয়ে ।
-
শিব শক্তি, শিব মুক্তি
শিব আদি এবং অনন্ত।
ভক্তবৃন্দের হৃদয়কূলে,
শিব একমাত্র শ্রেষ্ঠ সত্য।
-
দেবাদিদেব,জটাধারী তিনি সর্বশক্তিমান,
ছাইভস্ম মেখে তিনি গাঁজায় মারেন টান।
তিনি আদি তিনিই অন্ত তিনি উমাপতি মহেশ্বর,
যাঁর ক্রোধাগ্নিতে কম্পিত সমগ্ৰ বিশ্ব চরাচর।
রুদ্ররপী দেব, কখনো তিনি সবার বাবা 'ভোলা',
তাঁর এককণা আশীষ বিনে থমকাবে ভক্তবৃন্দের চলা।
ত্রিশুল হস্তে ,চন্দ্রভালে তিনি এক এবং অনন্ত,
বন্ধনময় মিথ্যার জগৎ জুড়ে কেবল 'শিব' পরম সত্য।
-
একটা তীব্র, তিক্ত ও কঠোর সত্য হলো ,মানুষ তার নিজের দোষেই সবচেয়ে নিরাপদ,শান্তি ও যত্নের এবং ভরসা দেওয়ার জায়গাটা খুব সহজলভ্য এবং সস্তা ভেবে ধ্বংস করে এবং অবশেষে হারিয়ে ফেলে ।
-
ভাবনা হাজার মনের মাঝে,
সবটা তার প্রকাশ্য নয়।
কতক চলে কালি কলমে,
বাকিটা মনের মধ্যেই রয় ।
-
সময়ের সাথে সাথে আসলে আমরা নিজেদের বদলে ফেলি , তাই হয়তো সবটা সামলে উঠি অনায়াসে।
-
তার অবিশ্রান্ত ডানাটি গুটিয়ে,
স্বপ্ন দেখে এক নতুন দিনের,
নিজের শান্তির নীড়ে ফিরে ।-