Sayantan Mukherjee  
13 Followers · 12 Following

আমি কে? অন্য একদিন বলবো।দেখিস চিনতে পারবি কিনা।
Joined 2 April 2017


আমি কে? অন্য একদিন বলবো।দেখিস চিনতে পারবি কিনা।
Joined 2 April 2017
17 FEB 2023 AT 0:06

দিনগুলো আর আগের মতো নেই
সরীসৃপের মত বুকে ভর দিয়ে হেঁটে চলে স্মৃতি
অন্ধকার ঘরটাও আজ বলে বেশতো আছিস
না থাকলো নাহয় অতি মাত্রায় রক্তচাপ
দিন শেষে নিজেই নিজের অথিতি বাকিটা অযথাই মানসিক।

-


5 APR 2020 AT 2:03

আমি তিক্ততায় যখন ভরেছে তোমার অলিগলি
কানের পাস দিয়ে ছুটে চলে আমার অস্ল্যালি
রক্তে মিশেছে কাঁচ গুঁড়োর রং
পাসবালিশে চোখ মোছা হয়তো আমার ঢং
বিস্ফারিত যখন তোমার মনের ভাষা
সত্যি কী শোভা পায় আমার আবার ফিরে আসা
আসলে আদেও কোনো দিন ছিলামনা।

-


18 FEB 2020 AT 18:58

কাঁচা আমের মতো খেয়ে নিয়ে সঙ্গে ঝাল লঙ্কা আর নোনতা।😂

-


18 FEB 2020 AT 17:24

রংলেগেছে
কিন্তু বৃষ্টি ভেজা সন্ধ্যে বেলা আজ বড্ডো ঠান্ডা।

-


17 FEB 2020 AT 21:11

আসলে কি অস্ত্রিত্বের প্রশ্ন
বড় একটা ঢেউ সামনে
পারলে থাকিস অন্য দেশ বাসা বাঁধবো
হয়তো ছদ্দবেসি বেশে।

-


17 FEB 2020 AT 21:00

In the earlier stage i used to think its my enemy
But in middle stage of life i realize its not like that. I was wrong. Bad reality was there.

-


17 FEB 2020 AT 18:24

ভালো আছিস তো।জানি তুই ভালো আছিস।
মন খারাপ বা সময় ভালো নাগেলে call করিস আমি আছি।
যারা খুব এ কাছের ছিল আজ হয়তো কথা হয়না তাদের জন্যে।

-


14 FEB 2020 AT 23:53

ঝাপসা হয়ে আসা শীতের দেওয়াল
ঘর বন্দি কোনো ছোট্ট অভিমান
নিয়মের খেয়ালে পারিদেয় অনেক দূর
বদলে যাওয়া মানুষের পরিচয়।
ভালো থাকুক।

-


17 DEC 2019 AT 11:36

থাকনা অনেকটা পথ তো চলা হলো এবার নাহয় শেষ দিনটা।

-


16 DEC 2019 AT 17:15

আজ আর ছাদে বসে কমলালেবু ছড়িয়ে শীতের ঢলেপরা দেখা হয়না
অনেক ক্লান্ত হলেপড়েও মাকে আর বলা হয় না
লুকোচুরি খেলতে খেলতে কবে বড় হয়ে গেছি।

-


Fetching Sayantan Mukherjee Quotes