দিনগুলো আর আগের মতো নেই
সরীসৃপের মত বুকে ভর দিয়ে হেঁটে চলে স্মৃতি
অন্ধকার ঘরটাও আজ বলে বেশতো আছিস
না থাকলো নাহয় অতি মাত্রায় রক্তচাপ
দিন শেষে নিজেই নিজের অথিতি বাকিটা অযথাই মানসিক।-
আমি তিক্ততায় যখন ভরেছে তোমার অলিগলি
কানের পাস দিয়ে ছুটে চলে আমার অস্ল্যালি
রক্তে মিশেছে কাঁচ গুঁড়োর রং
পাসবালিশে চোখ মোছা হয়তো আমার ঢং
বিস্ফারিত যখন তোমার মনের ভাষা
সত্যি কী শোভা পায় আমার আবার ফিরে আসা
আসলে আদেও কোনো দিন ছিলামনা।-
আসলে কি অস্ত্রিত্বের প্রশ্ন
বড় একটা ঢেউ সামনে
পারলে থাকিস অন্য দেশ বাসা বাঁধবো
হয়তো ছদ্দবেসি বেশে।-
In the earlier stage i used to think its my enemy
But in middle stage of life i realize its not like that. I was wrong. Bad reality was there.-
ভালো আছিস তো।জানি তুই ভালো আছিস।
মন খারাপ বা সময় ভালো নাগেলে call করিস আমি আছি।
যারা খুব এ কাছের ছিল আজ হয়তো কথা হয়না তাদের জন্যে।-
ঝাপসা হয়ে আসা শীতের দেওয়াল
ঘর বন্দি কোনো ছোট্ট অভিমান
নিয়মের খেয়ালে পারিদেয় অনেক দূর
বদলে যাওয়া মানুষের পরিচয়।
ভালো থাকুক।-
আজ আর ছাদে বসে কমলালেবু ছড়িয়ে শীতের ঢলেপরা দেখা হয়না
অনেক ক্লান্ত হলেপড়েও মাকে আর বলা হয় না
লুকোচুরি খেলতে খেলতে কবে বড় হয়ে গেছি।-