Sayantan Bhattacharjee   (খোদার বন্দা)
33 Followers · 10 Following

ভালোবাসি গান-বাজনা,আড্ডা-গপ্প, খেলাধুলোয় ছুটোছুটি আর নিজের সংস্কৃতি কে...
Joined 9 April 2018


ভালোবাসি গান-বাজনা,আড্ডা-গপ্প, খেলাধুলোয় ছুটোছুটি আর নিজের সংস্কৃতি কে...
Joined 9 April 2018
11 JUL 2021 AT 11:58

তোমার মুখের ছায়াই শুধু ভেসে উঠে এ-বুক জুড়ে,
তাই রাতটা আজ জেগেই কাটাই;

সিগারেট ছাড়াই হয়ে আছি আমি এখন-
নিকটিনের দগ্ধ ভয়ানক ছাই.....

-


31 MAY 2019 AT 10:23

বিশ্ব তামাক মুক্ত দিবসে সকল তামাক সেবন কারিদের জানাই অফুরন্ত শ্রদ্ধা প্রণাম ভালোবাসা 🙏

-


24 DEC 2018 AT 18:56

🌹অপলক🌹

আমার স্বপ্নগুলো সত্য হত তোমায় কাছেতে পেলে
প্রিয়, আজ তুমি কি আসবে আমার ঘরেতে সবকিছু ভুলে?
অনেক-দিনের প্রতীক্ষা আর অপেক্ষার দীর্ঘ-জাল বুনেছি
তোমাকে পাওয়ার আকাংখায়- তুমি সজীব শুনেছি
আমার ভালবাসার এক মানিক-রতন, আলো-আধারের ঝিলিক।

একটু চাওয়ার ভাগীদার স্বপ্নীল প্রভাতের দীপ তুমি
সহসা তোমারই গান গেয়ে চলেছি আমি নির্ঘুম জোছনায়-
তুমি একটু আদরে প্রেমের শিখরে রেখে দিও জড়িয়ে।
আমি ভালবাসার পদ্ম নিয়ে দাঁড়িয়ে রয়েছি তোমারই আঙিনায়
প্রতিদিন, প্রতিক্ষণে, তোমার স্মৃতিতে আজকেও অপলক।

-


22 DEC 2018 AT 23:30

🌹অনেক দিন পর🌹

অনেক দিন পর আমি এলাম
তোমার আঙিনার ধারে,
তুমি ফিরিয়ে দিও না নিঠুর হৃদয়ে।
হয়তো তেমন ভালবাসা আমার মাঝে আর নাই
নিয়তির নিষ্ঠুর খেলাতে চড়াই-উতরাই;
পার হতে পারিনি এখনো আমি বিষাদময়।

ক্ষণিক দৃষ্টির মায়াটানে
তোমার ব্যস্ততার ফাঁকে,
আমি দু’নয়নে ঝরিয়েছি বারি।
আশাহত বিহগের ডানা ঝাপটানি হৃদয়ে,
তুমি শুনতে পাওনি?
স্বপ্নের ভ্রান্তিতে ছবি আঁকে ঘুমন্ত নয়ন
তবুও নিস্কৃতি পায় না স্মৃতির চঞ্চলতা।

ফিরে যেতে আসিনি,
সঙ্গে নিতে এসেছি তবে রিক্ত হস্তে।
জবা, জুঁই, বকুল, গোলাপও আনতে পারিনি
তোমাকে শুভেচ্ছা জানাতে।
এটাকে আমি বলি অসহায়তা:
আমি নির্মান করতে পারিনি
একা যে ছোট্ট মহল,
আমি ভাবতে পারিনি, নির্ঘুম
আবার অসতে হবে তোমার নিকট-
প্রথম প্রস্তর তুমি দেবে সেই অপেক্ষায়।

-


22 DEC 2018 AT 22:52

🌹কেমন ভালবাসা🌹

আমি ভালবাসি,
কথাটি বলেও বোঝাতে পারিনি,
মনের গহীনে জায়গা কিনতে চেয়েও কিনতে পারিনি-
আমি কাঁটার মালায় ক্ষতবিক্ষত হয়েছি শুধু,
শুকনো মরুর নিরাশ বালুতে জলের সন্ধান করেছি,
কোন অধিকার নেই ভালবাসার।

আমি হেয়ালির বিষয়বস্তু,
আমি উপহাসের বিলাস সামগ্রী,
হৃদয়কে ছুঁতে পারিনা কখনো-
তবে----,
কোন একদিন বলেছিলে,
'পথিক, তোমার ঠিকানা কোথায়?'
ভুলিনি-
শীতের কুয়াশায় মেঠ পথ পাড়ি দেওয়া,
বর্ষার কাদা-জলে কদম,
চৈত্রের দুপুরে আমের মুকুল,
সবই এনেছি তোমার জন্য;
কিন্তু মনের ভাষা বুঝে না-বোঝার ভান করেছো।
তুমি কখনো আমার অভাবে কাঁদনি,
কখনো একান্তে ডাকনি,
তাই কখনো তোমার ভাবনায় আসিনি,
এক অজানা পৃথিবীর এই অজানা প্রাণি।

-


22 DEC 2018 AT 1:23

🌹একটা মন🌹

আমি যখন তোমার পাশে থাকবো ভেবেছিলাম
তখন তুমি অন্য কাউকে ভাবতে;
তাই নির্ঘুম কাটতো রজনী।

একটু ভালবাসা
আমাকে সর্বদা নিয়ে গেছে
তোমার আকাশচুম্বী প্রাসাদে।
তবু তুমি ধরা দাওনি ভালবাসার টানে।

আর কতো অপেক্ষা,
আর কতো পরীক্ষা
আমার জন্য ওত পেতে আছে?
হ্যাঁ, সময় এসেছে তোমার,
তাই খুঁজেছ পুরানো ঠিকানায়।
কিন্তু সেই ঠিকানা তো বিক্রি হয়ে গেছে
দেনার দায়ে!
আমি ঠিকানাবিহীন পথের সন্ন্যাসী,
কোন অবশিষ্ট্ অংশ নেই-
আছে শুধু একটা মন
এই বুকের ভিতর।

-


22 DEC 2018 AT 1:11

🌹একটা স্বপ্ন🌹

একটা স্বপ্ন
রাতের ঘুমকে তাড়া করে ফেরে।
কুয়াশার আবছা
কখনো ঘন অন্ধকার এই রাত
সেই স্বপ্নটাকে উষ্কে দেয়;

ঘুমহীন দু'টি চোখের পাতায়
জুড়ে বসে এক শান্ত ঝিরি ঝিরি
শীতল হাওয়া-
একটু আদর পেলেই
ঘুমিয়ে পড়ে মিনি শিয়রে
এক অদ্ভুত আবেসে।

স্বপ্নটা যেন বিরতিহীন
ঘুরে ফিরে দরজায় টোকা দিয়ে যায়।

এই স্বপ্ন শুধু-
একটি কথা বলে,
"কে আসবে জীবনে"।

স্তব্ধ হয়ে আসে রাত
তবুও ঘুম নেই
একটা স্বপ্ন তাড়া করে ফেরে বারেবার।

-


21 DEC 2018 AT 9:56

🌹পানকৌড়ি🌹

গোধুলির বিল ছাড়ি উড়ে যায় পানকৌড়ি
শত মাইল এভাবে দেয় তারা পাড়ি।
নীলিমার বুকে উড়ি, রেখে যায় পদচিহ্ন-
ধেনু রবে ফিরে যায় খেয়ে লতা-তৃণ।

আঁধার নামিছে চারিদিকে, নাই কোথাও দিশা
অবুঝ পানকৌড়ি ডাকে ভয়ে অমানিশা।
একাকি পথে যেতে যেতে বলিছে যেন কিছু
হারিয়ে ফেলিছে সব সঙ্গী, নেই কেউ পিছু।

শ্রাবণের নদী-কূলে নাই কোন তরী
চারিদিকে ঘন কুয়াশা যেন আন্দাজ করি।
নোঙর ফেলিবেনা কোন মাঝি এ-কূলে?
অচেনা লাগিছে সব, গেছে পথ ভুলে।

-


21 DEC 2018 AT 1:32

🌹ভালবাসা🌹

স্বপ্নের ডানা মেলে
উড়ে চলে গাঙচিল
কখনোবা রোদ্দুর কখনোবা মেঘে
মাঠ-প্রান্তর অনাবিল।

এলোমেলো হাওয়া দোলে
তরু-ছাঁয়া শিখরে
দু'চোখ আঁকে, মনে ছবি ভাসে
তোমার ঐ পূর্ণিমা অধরে।

আবার ফিরে আসে
ঘুরে ঘুরে মনের মাঝে
কতনা স্মৃতির উত্তাল ঢেউগুলো
সন্ধ্যা তারার একাকি সাঁঝে।

এইতো সুখের পরশ মেলে
দু'জনার হৃদয়ে
বাঁধা-বিপদ ভেঙে যায়, অতীতের মোহনায়
দু'জনে ভালবাসে, দু'জনারে জ'য়ে।

-


21 DEC 2018 AT 1:25

🌹এইতো সময়🌹


ঘন ঘন রূপ বদলায়
মেঘ-রাজ্যের রাজকুমারী-
তাই অশান্ত হাওয়ার দোলার চড়ে আমি আসবো
সূর্য-রাঙ আবীর নিয়ে তোমার দুয়ারে;
অচেনার মাঝে চিনে নেবো
ছোট্ট স্বপ্নের রঙিন পরিচয়ে-
তুমি ঐ দূরে দাঁড়ি থেকো না আর।
তুমি আর বদলে যেও না!

আমি ভয় পাই, অন্ধকারে লুকানো
তোমার রূপ দেখে এই শ্রাবণে;
চাঁদের আলো নেমে এলে সন্ধ্যায়,
তুমি হারিয়ে যাও কেন অজানায়?
কতো কথা জমা হয় এ-বুকে
তুম নেমে এসো এই ধরায়।

ঝোপের জোনাকী, ঝিঁঝির চিত্কার
শংকিত করে অদ্ভূত মায়াবিনী সন্ধ্যায়।
রাজকুমারী, দেখা হওয়ার এতো মোক্ষম সময়,
তোমার আমার ব্যবধান ভেঙে
আজকের অজানা ঘন মেঘ-রাজ্যের নিরাবতায়।

-


Fetching Sayantan Bhattacharjee Quotes