"শুভ জন্মদিন"
আজ রবীন্দ্রজয়ন্তী, আজ সেই মানুষটার জন্মদিন যার অনন্ত সৃষ্টিতে প্রান আছে,যার সৃষ্টিতে কাল্পনিক চরিত্র বাস্তবিক রূপ নেয়।দুঃখ,সুখ,আনন্দ,শোক প্রত্যেক অনুভূতিতে তার সেই দূর্লব সৃষ্টিগুলো বিরাজ করে, সে চলে গেলেও প্রতিটা দিনের অপরিসীম কর্মব্যস্ততার পরেও তার সৃষ্টি সমস্ত ক্লান্তি মিটিয়ে দেয়,এক একটা কবিতা,গানে ভালোবাসা বিরহ অদ্ভুতভাবে প্রকাশিত হয়, তার সৃষ্টি মনের কথা বলে,প্রানের কথা বলে,ঐ মানুষটা আমাদের প্রত্যকদিনের সাথী তার সৃষ্টির মধ্যে দিয়ে,প্রত্যেক অনুভূতিতে বিরাজমান।
হে প্রানের ঠাকুর লহ প্রনাম
শুভ জন্মদিন জানাই তোমায়।- বেনামী
9 MAY 2018 AT 10:52