ভারত মায়ের দামাল ছেলে বিশ্বখ্যাত বীর
দেশমাতৃকার কষ্টে সে ছেলে থাকেনি সুস্থির
ছোট্ট থেকেই দেশবাসীর প্রতি মমত্ব অসীম,
একা তাঁকে সামাল দিতেই শত্রুরা হিমসিম!
ভারতবাসীর গর্ব তুমি, বীরের সেরা বীর
তোমার জন্য দেশবাসীর মনে আবেগ সুনিবিড়!
"তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা"
তোমার আগে কেউ বলেনি এমন স্পষ্ট কথা!
অসীম সাহসী যোদ্ধা তুমি, মানবদরদী নেতা
ভারতবাসীর রক্তে জাগালে স্বাধীনতার নেশা!
দেশজননীর সোনার ছেলে অজেয়,অমর সুভাষ
দেশবাসীর মনের মণিকোঠায় তোমার শাশ্বত বাস।
-
বারবার প্রকৃতির প্রেমে পড়ি
কত সৌন্দর্য আছে ছড়ানো
যায় না তাদের এড়ানো
ম... read more
জীবনে একটু আধটু দুঃখ বা একটা আধটা অসমাপ্ত প্রেমের গল্প না থাকলে sad song গুলোর feel ঠিকমতো পাওয়া যায় না..🤭🤪
-
যে ভবিষ্যতে থাকতে রাজি নয়,
তাকে বর্তমানে রেখোনা মোটেই।
যদি নিতান্তই রাখতে হয়,
তবে রাখো শুধু স্মৃতির পাতায়।-
নাই থাকো যদি ভবিষ্যতে
সুখ-দুঃখের সঙ্গী হতে
ক্ষণিক সুখ-সন্ধানী তুমি
যেতে পারো অন্য ঘাটে!
ধরতে হাত সবাই পারে
জীবনভর ক'জন বইতে পারে?
তাই আগেভাগেই নাও বিদায়
তোমার স্থান হোক শুধু স্মৃতির পাতায়..!-
'ছোটগল্প' তো এমনই হয়
হয়েও হয় না শেষ
তাই সব প্রাপ্তির মাঝেও
তুমি অপূর্ণতার রেশ..-
বড্ড অনিশ্চিত এ সময়
কে জানে কখন ফুরিয়ে যায়!
তবে কালের যাত্রায়
শিল্প চির-অমলীন,অক্ষয়
তার নেই কোনো ক্ষয়,লয়!
গোটা দেশ উত্তাল হয়
যার সুরের মূর্ছনায়
প্রেমিক-মনের অব্যক্ত কথা
যার সুরে মিশে রয়
সেই মহান শিল্পী থাকবে
সবার মনের মণিকোঠায়!
-
প্রেম ভাঙলেই
প্রতিশোধের নেশা
কি ভীষণ হিংস্র
আজকাল ভালোবাসা!
যদিও ভালোবাসা এ নয়
ভণ্ডামি প্রেমের নামে;
ভণ্ড প্রেমীরা বেচে-কেনে প্রেম
বড্ড সস্তা দামে!
-
আজকাল আর 'প্রেম' হয়না,
হয় শুধু 'রিলেশন';
ব্রেকআপ হলেই তাই শুরু হয়
রিভেঞ্জ-অ্যাকশন!-