একবার নিজেকে ভালোবেসে দেখো, কারোর কাছে ভালোবাসা ' ভিক্ষা ' চাইতে হবে না... একদিন সেই ভালোবাসা তুমি সন্মানের সাথে পাবে।
-
কার ডাকে কে ছুটে আসে?
কেউ কাঁদে আর কেউ হাসে।
কে ভাসায়? কেইবা ভাসে!
আর কে যায় দূরে, কে থাকে পাশে?
কেউ যায় হারিয়ে, কেউ যায় মিশে,
কেউ থাকে দাঁড়িয়ে, কেউ যায় পিষে।
কেউ হয় ক্লান্ত, ব্যস্ত দিনের শেষে,
আর কেউ করে অপেক্ষা, অফুরন্ত ভালোবেসে।-
নক্ষত্ররা ছিল সুরের আকাশ জুড়ে, খসে পড়ছে আজ একে একে!
হয়তো তাদের স্থান সেই অম্বরে, যেখানে রামধনুর সাত রং থাকে সাত সুরের বাঁকে।
খুঁজতে যাই সেই সুর, যা আজ সেই সব নক্ষত্রদের সাথেই নিয়েছে চিরবিদায়,
সেই সকল সুর আজ বেচেঁ থাকলেও সেই নক্ষত্রদের অভাবে তারা যেন রয়ে যেত চির অসহায়।-
Chand ko paane ki khwab sabhi ko hota hain, par chand sab ke naseeb mein kahaan???
Woh toh sirf asmaan ka hain aur hum bas us chand ko dur se dekhte hain wahan...-
সার্থক জন্ম তোমার সুরের এই বৈকুণ্ঠে,
জানিনা কি যাদু ছিল তোমার ওই মধুর কণ্ঠে।
যে গান শুনে মুগ্ধ হয়ে যেত সকল শ্রোতাগণ,
তুমিই ছিলে সেই সুর-সম্রাজ্ঞী, মুগ্ধ হওয়ার কারণ।
তোমার অবদানের ভান্ডার আজ রয়েছে পরিপূর্ণ,
তোমার অনুপস্থিতি আজ সকলের মনকে করেছে শূণ্য।
তবুও জানি, শিল্পীরা বেঁচে থাকে তাদের শিল্পকলায়,
আর তোমার শিল্পের সাথেই তুমি বেচেঁ থাকবে
আমাদের মনের মণিকোঠায়।-
গণতন্ত্রের অধিকার আজ করছে ধিক্কার,
কমছে শিক্ষার মান, বাড়ছে বেকার।
তবুও না জানি কোন স্বার্থ চরিতার্থের আশায়,
কিছু মানুষ গড়ছে দল কিছু মিথ্যে ভরসায়।
জানিনা এই পরিস্থিতির কোথায় আছে শেষ,
কবে উঠবে নতুন সূর্য কাটিয়ে এই কালো মেঘের রেশ।
তাই শুধুই দিন গুনে চলি সেই সুদিনের অপেক্ষায়,
যেদিন সবার মুখে ফুটবে হাসি, থাকবে শান্তি মনের খাতায়।-
পথের ধারে জমে থাকা ধুলোয় মিশে থাকে সারাদিনের ক্লান্তির কথা,
রাস্তার শেষে দাঁড়িয়ে থাকা ল্যাম্প পোস্টটা যেন বোঝে সকল নিরবতা।
ঐতিহ্যের হাতছানি দিলে দেখা যায় ধুলো মাখা আছে কত স্মৃতি,
এই ক্যাব এর দুনিয়ায় আজও আমার প্রিয় পুরনো সেই হলুদ ট্যাক্সি।-
শৈশবটা ছিল তোমায় দিয়ে শুরু,
তুমি ছিলে বাঁটুল, নন্টে-ফন্টেদের গুরু।
দিয়েছ অনেক স্মৃতি যা থাকবে চির অমর,
কামনা করি শুভ হোক তোমার অন্তিম যাত্রার সফর।
-
শৌখিনতায় বাঁচে যারা,
আবেগে ভেসে চলে।
জীবনমুখী গান গুলো যেন,
তাদেরই কথা বলে।-