যে নারী রূপের অহঙ্কারে
করেছে সমাজকে নত
সে হবে এক দুশ্চরিত্রের বেড়াজালে
ধ্বংসস্তূপে পরিণত ।।-
i will write for you , recite for you , dedicate my life for you but if i found that am losing my self respect just because of you then whoever you are you will lose me for forever.
-
স্বার্থ এবং শর্ত এই দুইয়ের উপর ভিত্তি করে কোনো সম্পর্ক কোনোদিন টিকেনি, টিকছে না আর টিকবেও না ।।
-
গ্যালারি আজ বদ্ধ কতজনের সাথে কতজনের ছবি
কেউ বা সুপরিচিত এক্স , কেউ বা আবার ভাভী
ভালোবাসা আজ পণ্য , অনুভূতি বিপন্ন
তবুও কেউ না কেউ আছে সত্যিই ভালোবাসার জন্য ।।-
অস্ত হয়েছে কায়ার রং
তবুও দেখাও রুপের ঢং
যাবেই যখন চুলোয় গলে
অহংকারটা না হয় ছেড়েই দিলে ।।-
পরিচিত চেহারা গুলো মিশেছে আজ ভীড়ে
তবুও তোমায় খুঁজে বেড়াই ছোট্ট সেই কুটিরে
স্বার্থের এই সমাজে আজ ব্যথিত তো সবাই,
কেউ তা প্রকাশ করে কেউ বা নি:শব্দে দিন কাটায়।।
-
'যদি' আর 'কিন্তুর'খেলায় যখন "এবং" টা বড্ড অসহায় হয়ে গিয়েছিল 'ভালোবাসা' তা সহ্য করতে না পেরে সমাজ থেকেই তৎক্ষনাৎ আত্মগোপন করেছিল ।।
-
থাক না আমার ভালোবাসাটা
ভালোলাগাতেই লিপিবদ্ধ।।
তোমার প্রতি আমার অনুরাগ
আজও প্রানটাতেই সীমাবদ্ধ ।।
-
আমার ভালোবাসা টা তোমার জন্য সহজলভ্য ছিল বলেই বোধ হয় কেবলমাত্র অবহেলার পাত্র হয়ে উঠেছিলাম ।। তাই তো প্রিয়তমা আমি আর আমার সেই সহজলভ্য ভালোবাসা দুটোই যেন দুষ্প্রাপ্য হয়ে গেলাম ।।
-
হারিয়ে যাওয়ার ইচ্ছে টা যে
গভীর হচ্ছে আজ
সময়ের স্রোতে বয়ে যাওয়াই
কেবল আমার সাধ ।।-