Saurav Patra   (সুরভিত সিদ্ধান্ত🌹)
82 Followers · 88 Following

সুস্নাত লেখনীর ধূসর আঁচড়ে
ইতিহাস হোক লেখা, আত্মার প্রচারে।।
Joined 17 May 2018


সুস্নাত লেখনীর ধূসর আঁচড়ে
ইতিহাস হোক লেখা, আত্মার প্রচারে।।
Joined 17 May 2018
10 FEB 2022 AT 4:48

আলো-জ্বলা বারান্দায় দাঁড়িয়ে শব্দকোষ জুড়ে বেমানান মুক্তি চাও_
সততার মুখোশের আড়ালে মেকি মুখে ধোঁয়া ছাড়ো নির্বিকার,
আর, তুমি নাকি বিহ্বল রাতে আমাকেও ছুঁতে চাও ওই দিল-দরিয়ায়,
সেই তুমি সপ্তাহে তিন-দিন কাজ করে, শীতঘুমে বাকি রাত কাবার_

তুমি-আমি একা নই, গল্পের গরুও জীবনের খাতা লেখে হন্যে হয়ে_
যদি একমুঠো আলো খুঁজে দিতে পারো, তাই দিয়ে তবে আঁকবো ছায়াপথ;
সেই হিসেবের গোড়াতেই যদি হয় ভুল-চুক, সমীকরণের সম্পর্কটা জটিল বেশ_
সমাধান খুঁজে পেতে, এসো তবে এক ভাঁড় চায়ের আমেজে ডুব দিই।
পাহাড়চূড়ায় উঠে ফের জলপ্রপাতের সাথে একবার যদি নামো_
তবে জীবন্ত ফসিলেও লাজরঙা 'লাবণ্যে'র বিরহটুকু 'রাধা' হয়ে ধরা দেবে।

বই ভালোবেসে বইমেলা ঘুরে চলো উপহার খুঁজি শেষ কিছু আলাপের,
হাত-ধরা দিনের শেষে নাই বা পেলাম গোলাপ কাঁটা, নাই বা মিটুক দূরত্বটা_
তবু তুমি-আমি থেকে যাবো পোস্টারে-হোর্ডিংয়ে, নাহয় অসমাপ্ত গল্পগুলোয়_
আর, লুকানো বইয়ের ভাঁজে আদর করে, প্রিয় স্বপ্নগুলো চাপা থাকবে, আজীবন...

-


7 FEB 2022 AT 20:17

এমন বিকেলে গোলাপ এনে দিয়েছো আমায়, যেখানে_
আধো-আলো আবছায়া সন্ধ্যায় আবার বসন্ত নেমেছে!
তোমার মুখ চেয়ে কত কথা বলতে গিয়ে থেমে যাই_
সাঁঝবাতির আলেয়ায় তোমার চোখে অপলকে দেখি বিসর্জন।

কিছুটা আদুরে গলার আবদারে শেষ যখন আমায় চেয়েছিলে তুমি,
সেই তবে থেকে চিঠি লেখা জমে আছে_থমকে গেছে সময়!
সুরভিত জ্যোৎস্নায় তোমায় নিজের করে পেতে ভয় হয়,
তার চেয়ে অগোছালো শাড়ির ভাঁজে এলো চুলে মুখ তুলে তাকিও একবার_
শরীরী বিভঙ্গে উন্মত্ততা ছেড়ে নরম ভালোবাসাটুকু প্রাণ ভরে নেব।

জানো, জীর্ণ রাতে একাকী কবিতা নাকি কথা বলে_
কিন্তু, আমি তো জানি, নি:শব্দ চুপকথায়, কথকতার রূপকথা হয় অক্লেশে!
তুমি, সত্যি যদি সঙ্গে থাকতে চাও, তবে বলো দেখি একবার,
ভালোবাসা উজাড় করে জানাবো তোমায়, নাকি, নিভৃতে কেড়ে নেবো মন?

তুমি বলেছিলে, শুধু চাইলেই হয়না, ভাগ্যেও থাকতে হয়_
তাহলে, তুমি শুধু ভালোবেসে একবার চেয়ে তো দেখো,
নাহয় একবার ভাগ্য পরখ করেও লড়ে নেবো_
হার-জিত তুচ্ছ হোক, তবু শেষ রাতে ভালোবাসাটুকু বেঁচে যাবে।

-


22 JAN 2022 AT 22:57

জানো, একটা না কবিতা লিখতে চাই_
অনেকদিন ধরেই ভাবছি, কিন্তু ঠিক হয়ে উঠছে না!
একটা কবিতা, বা, কবিতার মতো একটা এমন কিছু_
যেটা আমি লিখবো তোমার মতো করে, একদম নিখুঁত...
আর তুমি পড়বে আমার মতন করে, এলোমেলো-অগোছালো।

কিছুটা লিখেছি, বাকিটা ভেবেছি, মনের খাতায়_
কিন্তু জানো, তোমায় বলবো যে, সেই শব্দ পাচ্ছি না...
একবার রাত করে আসবে, মেঘমল্লারের সুর নিয়ে বসবো!
যদি সুর টেনে স্বর বাঁধা যায়, তবে একটা ভাটিয়ালি গান গেয়ো।
কবিতা'টা যদি না লিখে যেতে পারি, তবু মনে রেখো_
তোমার জন্য চেষ্টা করেছিলাম সৃষ্টির, আলগোছে ভালোবেসে;
শেষ রাতে ছাদের কার্নিশে বসবো, একটু ভেজা নিকোটিন নিয়ে_
মায়াবী শুভদৃষ্টির ভোর হবে মাদক ঠোঁটের ওপর শিশির বিন্দু জমে।

জাতিস্মর আমি_আবার নি:স্ব হয়ে জন্ম নেবো, কবি হবো ব্যর্থতার_
বিচ্ছেদেও সফল হতে চাইছি কেবল তোমার জন্য, কারণ, হয়তো-
শেষ বসন্তের কাগজফুলে রক্তিম ভালোবাসা বাকি আছে..... বাকি থাক।

-


9 JAN 2022 AT 2:20

অন্ধকার রাত, নিশ্চুপ সব বাঙ্ময় চাহিদাগুলো দলাদলি করে_
জোনাকির দল আজও জেগে আছে, অনেকটা একঘেঁয়ে ভাবে;
তারা ইতিহাস সাক্ষী হতে চায়, থাকে অপেক্ষায়, তোমার ঘুমের..
তবে শোনো, ঘুমের আগে একবার একটু ভেবো,
মাখামাখি আদরেতে, অনেক তো হলো একসাথে তারা গোনা,
এবার একটু আলাদা হই চলো, মাঝে থাক সাম্য, স্বপ্ন, বা, যা হোক কিছু_
নিম্নমুখী আদিখ্যেতায় মেঘের ঘরে সিঁধ কেটে হোক বেলা।

একবার চলো সমুদ্র স্নানে, সুমেরুর রামধনু ছুঁতে পাহাড়ে যাই-
বিকিয়ে যাওয়া ঝর্নার খোঁজে পথ হারাক, নেমে আসুক স্তব্ধতা_
তখন আবার, ভালোবাসা হাতড়ে পাহাড়ি বনে তোমায় খুঁজে পাবো;
বিচ্ছেদের আগুন পেতে অনুভূতিগুলো জোনাকির মতো জ্বলবে...
মুখ না দেখা উষ্ণতায়, দু'কলি প্রেমের গান শুনিও তুমি,
মহুয়া আসুক, ছাং আসুক, আসুক মাতাল হাওয়া_
আঁধারের আঁশটে গন্ধ মিশে যাক হাতে হাত রাখার মুহূর্তে;
বহু শতাব্দীর নদীখাতে অনেক না বলা কথা জমে আছে....
ওই কামার্ত নিষিক্ততায় কিছু না বলেই একবার জড়িয়ে ধরো তুমি,
আমায় শুষে নিও আদিম নি:স্বর্থতায়, প্রাপ্তির বাকিটা থাক ব্যক্তিগত_

আরও কিছুক্ষণ নাহয়, অপ্রেমিকের প্রেমিকা হয়ে থাকো,
পাহাড়ি শীতে আমার প্রেমিক হৃদয়ে মৃত্যু নেমে আসুক_
দ্রিম-দ্রিম মাদলের মাদকতায় ঘুম পারিও আমায়, একবার, শেষবার.....

-


19 NOV 2021 AT 15:57

তোমার কাছে পুরুষ শ্রেষ্ঠ, আমার কাছে নারী!
দোঁহে মিলে জগৎশ্রেষ্ঠ, রজনীগন্ধা তার-ই।
সমাজ মানেই পুরুষতান্ত্রিক, পুরুষ প্রধান, পুরুষ স্তব_
নাড়ির টানে, অচিনপানে_পিছু ফিরলেই মাতৃরব।
জীবন জুড়েই উথাল-পাথাল, শক্ত খুঁটির পুরুষ-পিতা;
জন্মাবধি যুদ্ধ শেখায়, মাতৃরূপেন-সংস্থিতা।
একক হতে, যোগ্য হও_ লিঙ্গভেদের ভাস্বরে,
মানুষ হয়েই বাঁচতে শেখ, অর্ধনারী-ঈশ্বরে।

-


14 NOV 2021 AT 4:04

হিসেবের ভিড় ছেড়ে, মন-খারাপের মোহনায় থাক বাড়ানো পা,
আর হাতদুটো ধরে ছিল, সূর্যমুখীর যত পাপড়ি টুকরো হয়ে_
নীল বালিয়াড়ি চরে, তুমি-আমি আর, অমীমাংসিত এক বেড়াজাল মায়া!
তোমার জানলা জুড়ে, অতীতের মাদকতা ছায়াপথ বেয়ে আঁকে পূর্ণগ্রাস_

নিয়মিত ক্লান্তির ভাঙ্গা-চোরা দিন শেষে এক পলকের ঘুম_
আর,তার স্বপ্ন জুড়ে তুমি, ডানা মেলো জ্যোৎস্নায়-
চিলেকোঠা জানলার কার্নিশে ইতি-উতি লেগে থাকা তুমি,
নভেম্বরের রোদেলা ভোরেও এক পশলা বৃষ্টি নিয়ে আসো।

কাঁটা-গাঁথা সোয়েটারে ছেলেবেলা ভালো থাক, শতত স্মৃতির ব্যারাক_
ছেড়ে যাওয়া খেলাঘর, মাতোয়ারা মহুয়ায় অনাবিল নেশা আর উষ্ণ সমুদ্রস্নান!
বসন্তের হিল্লোলে নিষিদ্ধ উপাখ্যানের গল্পঃ হতে চাওয়া চিরন্তন যুগলপ্রেম,
বিদগ্ধ ডাইরির স্বাক্ষরে, বিমূর্ত হলদে-পাতায় বিগত শতাব্দীর প্রেমে পড়ার মরশুম_

ঝরা পাতা আণবিক, কাকেদের কলতান_নিশিথের বিষাদেই সুখ,
অবশেষ শীতে তুমি, নরমের ওম পেতে খুঁজে নিও প্রেমিকের বুক।

-


12 NOV 2021 AT 9:46

আজ সান্ধ্য আড্ডার রেশটা যেন, কেটেও_কাটছে না-
তুমি এলে না, চায়ের শেষটুকু কেমন ফিকে রয়ে গেল।
দিস্তে ভরা কাগজগুলো দোয়াতের কলম ছুঁতে পেল না,
অনাস্বাদিত আঘ্রানে তাই, আবারও শুকনো ক্ষতের গভীর রক্তক্ষরণ_

বাড়ি ফেরার পর জানলায় এক পশলা মেঘ এসে বলে গেল_
হয়তো আর কয়েকটা দিন, তারপর হাওয়ার গন্ধে আর আমি নেই!
বাহারি ফুলের মরশুমে তুমি-আমি, আর, ঝরা পাতার মতো একগুচ্ছ শূন্যতা-
রেশমী দিনগুলোর সুতো কেটে অসীম ভালোবাসা ছাড়া ঘুড়ির উড়ান দিই_

অতলের না বলা কথা আজ কালীন আশ্বাসে সব বৃষ্টি হয়ে ঝরে পড়ুক,
মোহভঙ্গের মতিভ্রমে ভিজে যাক এই চেতনার কলতান, সুতীব্র আর্তনাদে_
বোবা-কান্নার সুরে নিস্তব্ধতা হোক বেমানান, কাঙ্খিত অনাকাঙ্খায়-
নির্লিপ্ত বাহুডোরে_নিশ্চুপ রাত্রি জুড়ে, ভেসে যাক মিলনের পর হাহাকার।

-


20 AUG 2021 AT 13:25

বিতৃষ্ণ কুয়াশায় হেরি বিদগ্ধ ছায়াপথ,
তৃষিতের মরুদ্যান হোক তবু নাক্ষত্রিক শবাধার।
নীলচে বালিয়াড়ির বাঁধ-ভাঙ্গা বিশুষ্ক উচ্ছ্বাসে,
আলেয়ার মেহগনী নেশাতেই ছুঁতে পারি উল্কাপাত_

প্লাবনের নদীখাতে বয়ে চলে সময়ের বিভাজিকা,
গোধূলির ধুলোতেই আলতার মায়া-মাখা মলিনতা_
আনমনে ডেকে ডেকে সাড়া হয়ে ফেরে, তবু-
সূর্যাস্তের গন্ধে চাতক তুমি, শঙ্খচিল ডানা মেলো না_

শরতের চৌকাঠে সেই শহরের কল্লোল হাতছানি,
মেষপালকের মতো হেঁটে যাও মিছিলের পিছুপিছু_
মেঘ ভেঙ্গে পাহাড়ের গায়ে করো অভিসার,
পথে যেতে সেজো বনফুল, আর মরা ঘাসের বুনোটে-
কৃষ্ণকলি তুমি, জলকেলি করে কামনার স্থলপদ্ম ফোটাও_
আর, মুখোশের আড়ালে সূর্যের রক্তিম সাক্ষ্য মেনে নিয়ে~
অসীমের ব্যভিচারী ইতিহাস খুঁজে পেতে ছাই হয়ে যাও!

তবু প্রিয়, শেষবার থামো, চির-বিদায়ের শেষটুকু বলে যাও_
হৃদয়ের ক্ষতে জোনাকির ডাকে সাড়া দেবো? নাকি,
বরফের রামধনু গায়ে মেখে নেবো তোমারই প্রতীক্ষায়_
তুমি ভাবো তুমি নেই, তাই তোমাতেই শেষ গল্পঃ হোক,
তবে, ট্রামলাইনের ভিড়ে মুখরিত হোক শেষ গল্পের শুরুটুকু_
কারণ, আমার কাছে, তোমার মতোন সত্যিই আর কেউ নেই।

-


5 AUG 2021 AT 3:25

নবাবী সেতারের সুরে, মায়াঘেরা ছায়াপথ পেরিয়েছ বহুদিন ধরে_
বেনামীর ভিড় ঠেলে, সোহাগী রাজপথে ছুটে চল অজানা নেশায়_
বৃষ্টি-ক্লান্ত দুপুরের অছিলায় খামোখাই পাড়ি দাও তুমি,
এক অন্যরকম সমুদ্র-সৈকতে চোরাবালি বালুকাবেলার খোঁজে!

স্নিগ্ধতার মহরত দেখে মাঝরাতে লালছে চোখে শ্বাপদ শহর দেখো,
আর, প্রতি চুম্বনে স্থির হয়ে ফের অবেলায় উষ্ণ বৃষ্টি মাখো_
এমনটা তো কথা ছিলনা, তঞ্চকতার বেহায়া বিভাজিকার ইতিবৃত্তেও_
তবু বারে-বারে তুমি ঠোঁটে নিয়নের রং মেখে মরশুমী ফুল হতে চাও!

পাহাড়পুরের দিক্-সায়রে ডুব দিয়েছ খোলা-হাওয়ার সমুদ্র-মন্থনে_
তুষারপাতের আসমানী রং হতে চেয়ে, আজ তবু গাছ হয়ে থাকো_
আর, ছেঁড়া খাম নিয়ে চিঠি পড়ি আমি, উত্তরটা বাকি থেকে যায়_
পাহাড়ের খাদ বেয়ে কুয়াশার সমুদ্র বেআব্রু তল পেতে চায়, হাত বাড়ায়_

কাঁচে ঘষা মেঘেদের_জীবন তো থামেনা, শুধু ভালোবাসা বাকি থেকে যায়_
একদিনে হবে না, তবু একদিন সব হবে জেনে_ভালোবেসে ভালো থাকা যায়।❤️

-


7 JUN 2021 AT 20:28

"শেষ চিঠিটা লিখে গেলাম,
পাহাড়তলীর দন্ডীপাকে_"

-


Fetching Saurav Patra Quotes