20 MAR 2018 AT 1:05

চেরাপুঞ্জি থেকে তখনো একখানি মেঘ গোবি মরুভূমিতে ভেসে যায়নি,
সেসময় যীশুখ্রীষ্ট প্রচার করছিলেন ভালোবাসা এবং শান্তির বাণী,
কতিপয় লোকের সেটা পছন্দ হয়নি, তাই শাস্তিস্বরূপ ক্রুশবিদ্ধ হন তিনি।
আজও চার্চের ঘন্টা প্রশ্ন করে, বিচার সঠিক ছিল কিনা!
তখনো প্লুটো বামন গ্রহের তকমা পায়নি,
গ্যালিলিও বললেন পৃথিবী নয়, সূর্য স্থির।
ধর্মযাজকদের টনক নড়ল, দিলেন সাবধানবাণী,
ফিরিয়ে নাও মতামত, কিন্তু তিনি নত করেননি শির,
তাই শাস্তি হল, একঘরে হয়ে রইলেন মহান বিজ্ঞানী।
মাঝেমাঝে হ্যালীর ধূমকেতু পৃথিবীকে বলে, লোকটা বিচার পেলনা!
ঔপনিবেশকতাবাদের অবসান তখনো ঘটেনি।
হিটলার দলে দলে ইহুদি নিধন করল ঘেটোর গ্যাস চেম্বারে,
বা আমেরিকা পরমাণু বোমায় জাপানকে ভরে তুলল হাহাকারে,
বা ইংরেজদের তৈরি মন্বন্তরে কত লোক মারা গেল অনাহারে,
বিধাতা জানেন সে কথা? বিচার কি তিনি করেছেন এদের?
এখনো সিরিয়ার শিশুটা তার মা-বাবাকে খুঁজে বেড়ায়,
দিনে রক্তের লাল ভাসে নারীর আর্তনাদ আর স্বজনহারার কান্নায়,
রাসায়নিক অস্ত্র সেখানে করে জীবনমরণের বিচার, দেয় অন্তিম রায়।।
আমি ক্লান্ত, লিখে লিখে ক্লান্ত হয়ে যাই,
শক্তির বিচার নয়,এবার মানবতার গান শোনাতে চাই।
হতে হোক আমাকে বা আমার কলমকে ক্রুশবিদ্ধ।।

- Umik_ink