জীবনটা কিছু নয় শুধু এক মুঠো ধূলো
চৈতি বাতাসে উড়া শিমুলেরই তুলো কেন তবে গান সাজা সারা মুখে রঙ মাজা পালা শেষ হলে পরে পড়ে থাকে সাজ ঘরে জরির মুকুট আর
মেকি পরচুলো! কেন মন ভুল করে ফুটন্ত ফুল ঝরে একা একা বসে বসে কি হবে অংক কষে
হিসাবের খাতাটাকে বুঝে-শুনে কোনো!-
ছেলে আমার বড় হবে মাকে বলত সে কথা হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা কি করবি রে বোকা... এতো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে হটাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙ্গে পড়ল বাবা কতদিন কতদিন দেখিনা তোমায় কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়...বাবা কত রাত কত রাত দেখিনা তোমায় কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়।।
-
কোভিট-19 বা করোনা ভ্যাকসিন সম্বন্ধীয় কোন প্রকার ফোন কল রিসিভ করবেন না,করণা ভ্যাকসিন পাওয়ার জন্য রেজিস্ট্রেশন এর কথা বলে আপনার কাছ থেকে আপনার আধার কার্ড এর নম্বর জানতে চাইবে l তার কিছুক্ষণ পরেই আপনার মোবাইলে একটি OTP নাম্বার আসবে এবং আপনার কাছ থেকে OTP নাম্বার টা জানতে চাইবে আপনি যখন ঐ OTP নম্বরটা বলে দেবেন পরক্ষণেই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার জমানো টাকা নিঃশেষ হয়ে যাবে কারণ এখন প্রতিটা ব্যাংকের একাউন্ট এর সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে,এবং এই আধার কার্ড এর মাধ্যমে টাকা তোলা যায় তাই সাবধানে থাকুন সুস্থ থাকুন মুখে মাক্স ব্যবহার করুন l
-
কোভিট- 19 বা করোনা ভ্যাকসিন সম্বন্ধীয় কোন প্রকার ফোন কল রিসিভ করবেন না,করণা ভ্যাকসিন পাওয়ার জন্য রেজিস্ট্রেশন এর কথা বলে আপনার কাছ থেকে আপনার আধার কার্ড এর নম্বর জানতে চাইবে l তার কিছুক্ষণ পরেই আপনার মোবাইলে একটি OTP নাম্বার আসবে l এবং আপনার কাছ থেকে OTP নাম্বার টা জানতে চাইবে l আপনি যখন ঐ OTP নম্বরটা বলে দেবেন পরক্ষণেই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার জমানো টাকা নিঃশেষ হয়ে যাবে l কারণ এখন প্রতিটা ব্যাংকের একাউন্ট এর সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে,এবং এই আধার কার্ড এর মাধ্যমে টাকা তোলা যায় l তাই সাবধানে থাকুন সুস্থ থাকুন মুখে মাক্স ব্যবহার করুন l
-
বহু কিছু হারিয়েছি আমরা, হারিয়েছি অনেক কৃতি মানুষ, আত্মীয় পরিজন, চেনা অচেনা সহনাগরিক। আতঙ্কে প্রহর গুনেছি দিনের পর দিন। প্রত্যেকটি দিন রাত্রি মনে হয়েছে অভিশপ্ত। এর কিছুর মাঝেও যেটা পেয়েছি সামান্য হলেও কম গুরুত্বপূর্ণ নয়। পেয়েছি নির্মল আকাশ, দুষনহীন বাতাস আর সবচেয়ে বড় হল সামান্য আয়োজনে, কম চাহিদায় বাচঁতে শেখা।
✋✋✋বিদায় ২০২০✋✋✋
🌻শুভ হোক আগামী র দিন গুলি🌻-
দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন হটাৎ কোথায় না বলে হারিয়ে গেলো জন্মান্তরের বাধন কোথা হারাল সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা?? ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ অনেক ঋণের জালে মাগো বেধেছিলে তাই বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই।।
-
ঐ দূর পাহাড়ে লোকালয় ছেড়ে দূরে মন কেড়েছিলো এক দূরন্ত মেয়ে সেই কবে হিমছড়ির বাঁকে ও দুষ্টু মেয়ে...দেখেছিলাম তোমাকে।মেঠো পথে ধুলো মাখা গায়ে পায়ে পায়ে বুনোছায়া, কাঁপন জাগায় ফুলে ফুলে দোলা জাগে। সুখেতে থেকে থেকে ওঠে গেয়ে গেয়ে পাখিরা। দিঘীর বুকে রোদ মাখা জলে ধীরে ধীরে কেটে সাঁতার,চলে যায় ওপার নেচে নেচে ওঠে যেন, স্রোতেরা মাঝে মাঝে যেন দূরে বাজে বাঁশিটা।
-
মধ্যবিত্ত পরিবারের ছেলেটিও আজকে অনেক সুখী, কেননা কবিতার বিয়ে উচ্চবিত্ত পরিবারে হয়েছে..!
-
তুমি যদি আমাকে ঘৃণা করো, আমি একটি অসম্পূর্ণ গল্প..! যদি তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার অংশ..!!
-