মৃত্যু হীন নীরবতা তারা হীন রাত্রের মতো গভীর, নিঃষ্পন্ধন নাটুরের বনলতা সেন,কেন আজ তুমি শীতের বাতাসের থেকেও গরমিল!!
-
আবেকে রসালো মাটি অভিমান করে,সূর্যের তাপ চায়!
মেঘ ভাবে আরেকটু আকাশ কে জুড়ে থাকি,
তারও নাকি মাঝে মাঝে অধিকার যায় l
যতই বা গম্ভীর ঘোর হোক তার,তাতে কী..! আকাশ ঠিক মানিয়ে নিয়েছে বৈকি?
সব ঋতু তেই প্রায় হেটে চলা যায় , বর্ষাকেই একটুখানি ভয় পায় l-
Ooo rat tum dub jau chand pe,
mujhe vi dubne ne do iss par!
Tumhare najaara soch dilatahe mujhko...
Isi bakt tum bina koi vii nehi mujhpar najar rakte huya.
Hum to chut jayenge thodi der par tumhara hat se
Tab Naraj mat ho na,
ooo chand tum to kho ja sakte ho na rat
Per??-
নদী যতই বা সাগর হতে চায়,
সাগরের জল সাগরের হয়েই থাকে,
সে কী ভুলেও নদীর হয়ে যায়!-
অজুহাত ফেলে রাখি বারে বারে
হত দরিদ্র আঁখির পিপাসা তে
চাতক মন নাহি শুনে,চাহি পেতে চুম্বন তব ললাটেl
শত ইচ্ছুক তোমার আনাগোনা করে রাখে এই পথ ঘাট বড় ভার
রুগ্ন বাসনার পথ্য দানে কেন তুমি অপারক ,রুদ্ধ কেন তব নিদানশালের দার
আশা মোর বেশি নহে , বেঁচে যায় ঝড়লে নয়নে তোমারো পানি
জুড়াবে শিরা উপশিরা রক্ত স্রোত ধারা , জুড়াবে মোর প্রাণ খানি
বসন্ত আবদার করি না তো!অতি বিলাসিতা মোর
ধাতে নাহি সহে,
শরতের বিকালের হাওয়া খানি পেলে বাঁচি, কেন তব খেয়ালে সে যে স্তব্ধ রহে
তোমার অকারণ চাহনির মূল্য বোধ মাঝে মাঝে মিটাতে গিয়ে ভাবিয়া তুলে
এগিয়ে যেতে পিছতে হয় , চেনা চেনা সব ভুলে
তবু রাজি আমি হারতে
তব হাসি আদায়ের স্বার্থে
গভীর আঁধার যেমন দীর্ঘ রজনী যাপনে দিবা পেলে বাঁচে সে
আমিও এক পথ হারা, তুমি ছাড়া ধ্রুব তারা হবে কে?
-
ধুলো জমা চশমার কাঁচে প্রতি সন্ধ্যায় নক্ষত্র গুনে ফেলো, তোমার শহরে আছে অনেক আলো অনেক ভিড়!
তারি ফাঁকে নিস্তব্ধ কোনো এক গলি পথ
আমার হয়ে থাক, নীরবতার মিছিলে এখন হয়েছি সামিল...
-
সংস্পর্শ
জানি চিনি অনেক কে
হয় দেখা অনেকের সাথে,
বুঝি অনেক কিছু, আবার বুঝি না
কিছু ভেবে রাখা থাকে আগে থেকে
আবার কিছু কথা বলা তৈরী করে নিতে হয়
সদ্য ফুটন্ত ল্যাকট ভাতের মতো
বলবার মতো
কিছুই না, আবার অনেক টা কিছুই
যদি পাওয়া যায় কিছু, অনেক কিছু
সংস্পর্শ এ যেন মনের ক্লান্তি তে ঢালে গুড় সরবত
মূল্য বোধ জীবদের দিতে গিয়ে এগিয়ে যেতে হয়,
বুদ্ধির টানা টানি, স্মৃতিদের কানাকানি
ধূসর জীবনে কেবল বেছে বেছে পাথর তুলে নিই, বা নিতে হয়!
-
সাগরের জল নীল,তার থেকে নীল ওই আকাশ
আর তারথেকেও নীল ঘাস ফড়িং এর চোখ...!-