satyaki Ghosh  
13 Followers 0 Following

Joined 13 July 2017


Joined 13 July 2017
24 MAR 2019 AT 22:36

ঘাস ফুল গুলোও চায়
কেউ তাদের খোঁজ রাখুক,
পরম ভালোবাসায় আপন করে নিক !!!
কিন্তু তা কী র হয়?
সবাই যে গোলাপ ফুল টাই চায় l

-


27 JAN 2019 AT 1:01

দেখো একদিন তুমিও সোশ্যাল মিডিয়া তে
শুধু আমাকেই খুজবে হন্নে হয়ে
কিন্তু সেদিন আমার নামের পাশে সবুজ বাতিটা নিভে যাবে চিরদিনের জন্য
ফেলে আসা মুহূর্ত গুলো তোমাকে জিজ্ঞাসা করবে আমার নীরবতার কারণ
কিন্তু সেদিন তুমি আমার ওপর শত অভিমান করলেও আমাকে আর ফিরে পাবে না

-


4 JAN 2019 AT 1:47

একখানা ফোন জড়ানো হেডফোন
সোশ্যাল মিডিয়া সুখ খুজি
অগোছালো ঘর অনির্দিষ্ট অবসর
আমি বলতে এটাই বুঝি

-


4 JAN 2019 AT 1:23

ফেরারি মন ভেসে বেড়ায়
নক্সি কাথার মাঠে',
ইচ্ছে গুলো অস্তগামী আজ
চেনা গভীর চোখে l

-


15 DEC 2018 AT 0:59

নিজেকে চেনাই বড্ডো শক্ত ,
নিজেকে জানাই দায়,
নিজেকে দেখার আয়না খুঁজতে
জীবন পেরিয়ে যায়....

-


15 DEC 2018 AT 0:07

কাছে থাকলেই কি ছুয়ে ফেলা যায় ?
এতই সোজা গল্প নাকি ?
বাসলে ভালো দূর থেকেও
ঠিক ছোয়া যায় মন জোনাকি ....

-


6 NOV 2018 AT 11:52

ঘরে ঘরে ডাক পাঠালো —
'দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো,
সাজাও আলোয় ধরিত্রীরে ।'

-


24 OCT 2018 AT 12:12

এসো মা লক্ষ্মী বস ঘরে
আমার এই ঘরে থাকো আলো করে

-


23 OCT 2018 AT 23:28

যদি পর ছোট টিপ্ হালকা লিপস্টিক
তার সাথে লালশাড়ি বিশ্বাস করো সত্যি বলছি হয়তো প্রেমে পরে যেতে পারি

-


19 OCT 2018 AT 21:57

খুশির আবেশ, পড়লো আড়ি,
মা চলছেন আপন বাড়ি
দুঃখ পেয়ে লাভ কি বল
আসছে বছর আবার হবে

-


Fetching satyaki Ghosh Quotes