ঘাস ফুল গুলোও চায়
কেউ তাদের খোঁজ রাখুক,
পরম ভালোবাসায় আপন করে নিক !!!
কিন্তু তা কী র হয়?
সবাই যে গোলাপ ফুল টাই চায় l-
দেখো একদিন তুমিও সোশ্যাল মিডিয়া তে
শুধু আমাকেই খুজবে হন্নে হয়ে
কিন্তু সেদিন আমার নামের পাশে সবুজ বাতিটা নিভে যাবে চিরদিনের জন্য
ফেলে আসা মুহূর্ত গুলো তোমাকে জিজ্ঞাসা করবে আমার নীরবতার কারণ
কিন্তু সেদিন তুমি আমার ওপর শত অভিমান করলেও আমাকে আর ফিরে পাবে না-
একখানা ফোন জড়ানো হেডফোন
সোশ্যাল মিডিয়া সুখ খুজি
অগোছালো ঘর অনির্দিষ্ট অবসর
আমি বলতে এটাই বুঝি
-
ফেরারি মন ভেসে বেড়ায়
নক্সি কাথার মাঠে',
ইচ্ছে গুলো অস্তগামী আজ
চেনা গভীর চোখে l-
নিজেকে চেনাই বড্ডো শক্ত ,
নিজেকে জানাই দায়,
নিজেকে দেখার আয়না খুঁজতে
জীবন পেরিয়ে যায়....
-
কাছে থাকলেই কি ছুয়ে ফেলা যায় ?
এতই সোজা গল্প নাকি ?
বাসলে ভালো দূর থেকেও
ঠিক ছোয়া যায় মন জোনাকি ....-
ঘরে ঘরে ডাক পাঠালো —
'দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো,
সাজাও আলোয় ধরিত্রীরে ।'-
যদি পর ছোট টিপ্ হালকা লিপস্টিক
তার সাথে লালশাড়ি বিশ্বাস করো সত্যি বলছি হয়তো প্রেমে পরে যেতে পারি
-
খুশির আবেশ, পড়লো আড়ি,
মা চলছেন আপন বাড়ি
দুঃখ পেয়ে লাভ কি বল
আসছে বছর আবার হবে-