Sathi Layek   (~সাথী~)
278 Followers · 106 Following

read more
Joined 3 July 2020


read more
Joined 3 July 2020
28 AUG 2020 AT 20:20

শুভ জন্মদিন YQ... অনেক ধন্যবাদ তোমায়..
এই পরিবারের সদস্য হয়ে আমি খুবই গর্বিত..
এই পরিবারে আসার পর থেকেই আমার জীবন বদলে গেছে,খারাপ সময়ে যখন কেউ পাশে থাকেনি তখন তোমার মতো বন্ধুকে পাশে পেয়েছি... মনকে ভেতরে জমে থাকা সকল দুঃখ তোমার মধ্য দিয়ে প্রকাশ করতে পেরেছি..মনকে অনেক হালকা করতে পেরেছি.. অনেক খুশি পেয়েছি.. নতুন নতুন অনেক শব্দ শিখেছি.. মনের ভাবকে কথায় প্রকাশ করতে শিখেছি.. নিজেকে আত্মপ্রকাশ করতে পেরছি তোমার মধ্যে.. তোমার কাছ যা উপহার পেয়েছি তা আমার কাছে অনেক..তা বলে প্রকাশ করতে পারবোনা.. ধন্যবাদ YQ , অনেক ধন্যবাদ 😊 এইরকম একটা হাঁসিখুশি জীবন দেওয়ার জন্য... এইভাবেই পাশে পাই যেন তোমায়...!!

-


20 JUL 2021 AT 8:10

তোমায় নিয়েই পাড়ি দেবো
দূর দিগন্তের পথে....
অ্যামাজন এর বক্ষ চিরে
ঠাঁই নেবো আফ্রিকাতে....

-


18 JUN 2021 AT 23:25

জানো বৃষ্টি, আমি আজও তোমায়
বড়োই ভালোবাসি..,
তোমার মাঝেই আমি আমার
হারানো প্রিয় কে খুঁজে পাই...
টুপ টাপ শব্দে যখন ঝরে পড়ো জানালার শার্সিতে
মনে হয় যেন প্রিয় আমায় ফিস ফিস করে ডাকছে
তোমার শীতল হাওয়া যখন আমায় শিহরিত করে
তখন আমার সারা শরীরে প্রিয় র স্পর্শ অনুভূত হয়..
কতই না স্মৃতি জড়িয়ে আছে তোমার বুকে
হাতে হাত ধরে কতই না ভিজেছি তোমার সাথে...,,,
তোমার ফোঁটা ফোঁটা বৃষ্টিগুলো যখন ভিজিয়ে দিত আমাদের সারা মুখ
তৃষ্ণার্ত চাতকের মতো মাখতাম তোমার ফোঁটাগুলোকে
উন্মত্ত বাচ্চা শিশুর মতো জল ছিটিয়ে দিতাম একে অপরকে....,,,
হৃদয়ের সমস্ত ব্যাথাকে ভুলে ভালোবাসার এক
রোমান্টিক চেতনায় হারিয়ে যেতাম এক অন্য জগতে.…..
জানো বৃষ্টি , আমি আজও তোমায়
বড়োই ভালোবাসি..,
তোমার বুকে , এক টুকরো ভালোবাসার খোঁজে
আমি আজও বেঁচে আছি..,

-


18 JUN 2021 AT 14:51

সব আলোই ফিকে হয়ে যায়
প্রিয় তোমায় ছাড়া...

-


17 JUN 2021 AT 15:04

যোগাযোগ তো সেই কবেই ফুরিয়ে গেছে
পারলে চিঠি লিখো,
এই বৃষ্টি ভেজা দিনে..,
ফোঁটা ফোঁটা বৃষ্টি মাঝেই
আমায় খোঁজো আনমনে..,,
টুপ টাপ শব্দে ফোঁটা ফোঁটা বৃষ্টিগুলো যখন
ঝরে পড়বে জানালার শার্সিতে ..
তোমার সকল বিষাদের সুরে স্পর্শ করবে আমাকে
আর ঠিক তখন .. তোমার চিঠির ভাঁজে
আবার আমাকে খুঁজে পাবে তোমার মাঝে...

-


15 JUN 2021 AT 10:57

নিকোটিন কে সঙ্গী করে
আর কতকাল থাকবে দুরে..,,,,
কতই বা বাড়াবে এ দূরত্ব...
অনেক তো‌ ঝরলো অকাল শ্রাবণ
এবার না হয়…... জড়িয়ে গিয়েই.,,,,
রইলে পাশে সারাজীবন...

-


28 MAY 2021 AT 22:41

My Love..

-


28 MAY 2021 AT 10:09

স্নিগ্ধ তোর চোখ
সেই চোঁখেতে ডুব দিয়ে
পেলাম খুশির খোঁজ..

-


6 MAY 2021 AT 21:24

তোমার ‌কালবৈশাখীর ঘনঘটায়
আবার নিঃস্ব করে দিয়ে যেয়ো আমায়..

-


23 JAN 2021 AT 9:10

ভুলবোনা আমরা কোনোদিন
ভারতমাতার বুকে তার অমূল্য কৃতিত্বখানি চিরটাকাল থাকবে অমলিন
মহান দেশপ্রেমিক তিনি, দূরিভূত করেছিলেন সকল ভারতবাসীর যন্ত্রণা
আজও তার অমৃত বাণী যুবসমাজকে জোগায় প্রেরণা
রয়েছেন তিনি এ হৃদয়ে,রইবেন চিরকাল
তার বীরগাথা এ হৃদয়ে পূঁজিত হইবে অনন্তকাল..

-


Fetching Sathi Layek Quotes