Sarup Mondal   (মন পাগল সরুপ)
168 Followers · 294 Following

Joined 16 January 2020


Joined 16 January 2020
24 AUG 2021 AT 17:40

হিসাব সব বুঝিয়ে দেবো..
রাখবো না কোনো রিণ,
ঘুরে দাঁড়াতে হবে নিজেকে মনে জোর দিন ।

-


24 AUG 2021 AT 17:19

দেবার মত সাহস ছিল না,
পড়ে পড়ে শুকিয়ে গেলো.
অভিমানী মানুষটার মন ভাঙ্গানো বড্ড দায় ।

-


15 APR 2021 AT 8:23

চলে যায় অনেক দূরে..
অনেক কষ্ট জমা থাকে,,
আসবে কোনো একদিন ওই মনে ঘুরে

-


15 MAR 2021 AT 19:48

ভালো লাগলে কথা বলো''
কোনো একদিন অজান্তেই...
হবে আমাদের দেখা মিলিয়ে নিও,,
হয় তো সেই দিনটা,
শেষ দিনো হতে পারে ক্ষতি কি "
চোখের কোণে তখনও থাকবে,
নোনা জল আর না পাওয়ার ব্যাথা।

-


6 DEC 2020 AT 8:53

আচর দিয়েছ বুকে আমার.
পাইনি একটুও ব্যাথা,
যেই ব্যাথা সইছি আমি ''
না পেয়ে তোমার দেখা!..
আমি যে বড় একা।
✍️ সরুপ মন্ডল

-


5 DEC 2020 AT 9:26

সুখকে ভুলে গেছি আমি,
দুঃখকে করেছি আপন..
এই জীবনটা যে কিছু ক্ষণের,
মৃত্যু আসবে যখন !..
আমি বুঝতে পারবো "
আমি যে ছিলাম কিছু মুহূর্তের।

-


22 OCT 2020 AT 20:32

তোমার পুজো অন্য রকম,
আমার পুজো এটাই...
সময়ে যদি না মানুষের পাশে থাকলাম.!!
এই জীবনটা যে বৃথায়।

-


15 SEP 2020 AT 10:06

সময়ের সাথে ক্ষত বারে,
আর বুকে জ্বলে আগুন..
কাছের মানুষ দূরে গেলে.!!
চোখে আসেনা ঘুম।

✍️মন পাগল সরুপ

-


5 SEP 2020 AT 8:59

তাদের কেউ জানায় শুভ শিক্ষক দিবস,
যারা বেইমানি করেছে,...
তাদের এই রূপ ব্যবহার এর জন্য.!!
অনেক কিছু বাস্তব অভিজ্ঞতা হয়েছে।

মন পাগল সরুপ ✍️

-


19 AUG 2020 AT 8:04

হয়ে থাকতে চাউ
তাহলে ভালো কাজ করো!!!..
দেখবে তোমার স্মৃতি নিয়ে...
ফটো বানিয়ে রেখেছে।

-


Fetching Sarup Mondal Quotes